Flower on rooftop plantation. Not recent pic.
হেরো ঈদগাহে চলিছে কৃষক যেন প্রেত-কঙ্কাল
কশাইখানায় যাইতে দেখেছ শীর্ণ গোরুর পাল?
রোজা এপথটার করেছে কৃষক অশ্রু-সলিলে হায়,
বেলাল! তোমার কন্ঠে বুঝি গো আজান থামিয়া যায়!
থালা ঘটি বাটি বাঁধা দিয়ে হেরো চলিয়াছে ঈদগাহে,
তির-খাওয়া বুক, ঋণে-বাঁধা-শির, লুটাতে খোদার রাহে।
জীবনে যাদের হররোজ রোজা ক্ষুধায় আসে না নিদ
মুমূর্ষু সেই কৃষকের ঘরে এসেছে কি আজ ঈদ?
একটি বিন্দু দুধ নাহি পেয়ে যে খোকা মরিল তার
উঠেছে ঈদের চাঁদ হয়ে কি সে শিশু-পাঁজরের হাড়?
আসমান-জোড়া কাল কাফনের আবরণ যেন টুটে
এক ফালি চাঁদ ফুটে আছে, মৃত শিশুর অধর-পুটে।
কৃষকের ঈদ! ঈদগাহে চলে জানাজা পড়িতে তার,
যত তকবির শোনে, বুকে তার তত উঠে হাহাকার!
মরিয়াছে খোকা, কন্যা মরিছে, মৃত্যু-বন্যা আসে
এজিদের সেনা ঘুরিছে মক্কা-মসজিদে আশেপাশে।
কোথায় ইমাম? কোন সে খোৎবা পড়িবে আজিকে ঈদে?
চারিদিকে তব মুর্দার লাশ, তারই মাঝে চোখে বিঁধে
কোথা সে শক্তি-সিদ্ধ ইমাম, প্রতি পদাঘাতে যার
আবে-জমজম শক্তি-উৎস বাহিরায় অনিবার?
আপনি শক্তি লভেনি যে জন, হায় সে শক্তিহীন
হয়েছে ইমাম, তাহারই খোৎবা শুনিতেছি নিশিদিন!
দীন কাঙালের ঘরে ঘরে আজ দেবে যে নব তাকিদ
কোথা সে মহান শক্তি-সাধক আনিবে যে পুন ঈদ?
ছিনিয়া আনিবে আসমান থেকে ঈদের চাঁদের হাসি
ফুরাবে না কভু যে হাসি জীবনে, কখনও হবে না বাসি!
সমাধির মাঝে গণিতেছি দিন, আসিবেন তিনি কবে?
রোজা এফতার করিব সকলে, সেই দিন ঈদ হবে।
- নজরুল।
Watched them instead turn into Bane.
ঈদের নামাজের ৬ তকবিরের মাঝে কেবল মাত্র ৩ য় তকবিরের পরে হাত বাধতে হয়। বাকি সব তকবিরের পরে হাত নিচে ছেড়ে দিতে হবে।
Report : NVIDIA now in talk on purchasing ARM for $50B+. ARM is currently owned by SoftBank.
Note that the future is in ARM, if Apple manages to shift all their Macs to ARM as indicated before.
When I entered computing work in the 90s, processors where of 8+ types. Intel, PowerPC for Mac, Sun had their Solaris processor. Also DEC's Alpha processor. And what not.
Later all processors went off the market except two. Intel and ARM.
Nvidia still builds the highest FLOPs processor in the market. Their graphics card, which is used more for processing than graphics.
Watching.
https://www.bloomberg.com/news/articles/2020-07-31/nvidia-said-in-advanced-talks-to-buy-softbank-s-chip-company-arm
حسبي ربي جل الله
ما في قلبي غير الله
ছোট বেলায় শুনে আমি মনে করতাম "মা ফি কালবি গাইরুলল্লাহ?" বলতে প্রশ্ন তোলা হয়েছে। "জানেন? আমার অন্তরে আল্লাহ ছাড়া আর কি আছে?" পরের লাইনগুলো দিয়ে প্রশ্নের উত্তর দেয়া হয়েছে।
এখন বর্তমান তর্কে শুনি এটার অর্থ নাকি প্রশ্ন না। বরং negation. মানে "আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ নেই"। Accept করতে এখনো কষ্ট হচ্ছে।
Still wondering. আমি ভুল নাকি যিনি অর্থটা করেছেন তিনি।
Maybe might have to do with last year me offloading it to BengalMeat which wasn't particularly cheap in any matrix.
But whatever.
And can expect to find at everyone's home when it's Eid.
On this date in 1990, Saddam unexpectedly invaded and occupied Kuwait.
Why did he do it? No idea. Maybe he wanted to show Iraqis some win after he lost his 9 year war with Iran.
Maybe he wanted Kuwait's resources to pay off his war debt.
Or maybe he had something with Kuwait, like how Trump has something with China.
No idea.
But that event lead to USA taking a military footing in Saudi. Leading to the first gulf war. The first warfare where modern arms were shown off. Rise of CNN. And the drastic changes that has led us to this.
Did Suadi over react? Not necessarily. The fear was that Saddam won't restrict himself into Kuwait and will invade further south occupying saudi oil fields too which are all located on that side.
Memories. I wasn't a fan of Saddam. Rather disliked him.
BUT it's still a wonder how much Sunnis in Iraq still love him.
May be he was the hero we deserved, but not the one we needed.
Disliked him.
But God knew better which one was good for us.
https://daruliftaa.com/aqidah-belief/what-do-the-scholars-say-about-imam-ibn-taymiyya/
কি বুঝলাম? ইবনে তাইমিয়ার না, বরং বুঝলাম যে : ইবনে আরাবি কে খারাপ পথভ্রষ্ট ধারনা করার কোনো কারন আমার নেই। এই। আর কিছু না।
একটা নেগেটিভ আর্টিক্যল থেকে ফিলটার করে কেবল পজিটিভটা নেই।
আলেমদের মাঝে দ্বিমত আছে থাকবে। এটা ইগনোর করে যাই। যদি না অধিকাংশ আলেম অন্য কোনো আলেমের পথভ্রষ্টতার ব্যপারে একমত।
কিন্তু এখানে এটা নেই। জাজাকাল্লাহ।
শিক্ষা : কোনো আলেম অন্য কোনো আলেমের বিরুদ্ধে কি বলেছে এর কোটেশন যদি কালেক্ট করা আরম্ভ করি, তবে দুনিয়াতে ভালো আলেম বলে আর কেউ বাকি থাকবে না। সম্ভবতঃ। ইমাম মালেক সম্ভবতঃ একমাত্র এক্সেপশন।
Think Positive.
#আকিদা
Commenter : "The last few GenZ on edge now know who to support in the upcoming election." :V :V :V
TikTok is for a gen that we don't belong to. I had to get involved in every media - app - video - playback - game - tech and everything just to know enough of the tech, as these all are related with my job.
Still I didn't dare to touch TikTok. And ain't planning to touch it in the future :V
বিভিন্ন জায়গায় চামড়া ফেলে দেয়া হয়েছে। তার বিকট গন্ধ।
https://www.facebook.com/Zia.Eshona/posts/1646796425476830
চামড়া যদি রাস্তায় পড়ে থাকে, তবে কষ্ট করে সেগুলো কালেক্ট করার দরকারই বা কি, আর এগুলো বিক্রি করতে গেলে পয়সা দিয়ে কিনার দরকার কি? যার যে কয়টা দরকার সেগুলো রাস্তা থেকে টুকিয়ে নিলেই পারে।
// over simplified post.
This was a gambling magnet and watched young outsiders lose so much here hoping to double their money.
The line here was at first a meter gauge. Then it was rebuilt as dual broad gauge-meter gauge as you can see now.
Walking on rail line isn't new for me. I used to walk along the lines near Kamalapur central station for as long as I studied in school to reach there. But that side was better maintained than this one though.
But this road doesn't look like this anymore. Rather looks like any other average road in Dhaka.
Didn't visit from the 90s. This one was a rare visit when the kids "wanted" to get there and took them. Avoid.
So many stories centered here. And I have witnessed some of the events that made headlines the next day.
সেখানে দ্বিন নেই। দ্বিন তার কাছে যে নিজের মুনাফেকির ব্যপারে প্রচন্ড আল্লাহকে ভয় করে, অধিকাংশ সময় মাথা নিচু করে চুপ থাকে আর আল্লাহর কাছে নিজের ব্যপারে রক্ষা চায়।
তার কাছে অল্প সময় বসলে দ্বিন শিখতে পারবে। সে দ্বিনি কোনো কথা না বললেও। কাছে বসার দরকার নেই, দূর থেকে তাকে দেখলেও তার ভয় তোমার অন্তরে চলে আসবে।
#ভয়
লেবাননে অর্থনৈতিক মন্দা চলছে। খবর একদিনে ৩ জনের আত্মহত্যা দারিদ্রতায়। একজনের সুইসাইড নোটের ছবি। লিখা "আনা মুশ কাফির বাস আল-জাউয়ু কাফির"।
ধারনা করছিলাম deep কথা। পরে জানলাম এটা একজন লেবানিজ গায়কের গানের কথা। জিয়াদ আর-রাহবানি। এখানে দ্বিন খুজতে যাওয়া বোকামি কারন উনি সম্ভবতঃ সেরকম মুসলিম ছিলেন না।
পুরো কবিতাটা নিচে। কেবল কঠিন লাইনগুলোর অনুবাদ দিলাম। কথ্য আরবি। কিতাবি আরবি থেকে কিছু ভিন্ন।
أنا مش كافر بس الجوع كافر
أنا مش كافر بس المرض كافر
أنا مش كافر بس الفقر كافر والذلّ كافر
أنا مش كافر
لكن شو بعملّك إذا اجتمعوا فيّي
কিন্তু কি করবো যখন তারা আমার সংগে মিশে যায়?
كل الإشيا الكافرين
إشيا = اشياء এর কথ্য রূপ
يللي بيصلّي الأحد ويللي بيصلي الجمعة
وقاعد يفلح فينا على طول الجمعة
هوّ يللي ديّن قال وأنا يللي كافر عال
راجعوا الكتب السماوية راجعوا كلام القادر
أنا مش كافر بس البلد كافر
أنا مقبوور ببيتي ومش قادر هاجر
وعم تاكل لي اللقمة بتمّي وأكلك قدّامك يا عمّي
وإذا بكفر بتقل لي كافر
معمّم عالدول الغربية ومبلّغ كل المخافر
أنا مش كافر هيذا إنت الكافر
أنا مش كافر ما دام إنت الكافر
أنا مش كافر قلنا مين الكافر…. كافر
وعرفوا مين الكافر………. كافر
أنا مش كافر متل ما عم قل لك
عم بتحطها في كونك شيخ الكافرين
তবে যত জনকে আপনি এক পোয়া গোস্ত দিলেন, তাকে যেন আপনার গরুর পুরো চামড়া দান করে দিলেন। কারন গোস্তের কেজি ৬০০/=।
বরং বেশি। কারন ঐ চামড়া নিয়ে এর পর আড়তদারের কাছে বিক্রি করার জন্য দ্বিতিয়বার নিয়ে যাওয়ায় অনেক খরচ আছে।
"দেশের চামড়া বিদেশে রপ্তানি হয় ২০ হাজার টাকা। আমাদের দেশে দাম নেই।"
এটা প্রসেসিংয়ের দাম। একদলা মাটির দাম ৪ পয়সা। এটা প্রসেস করে ইট করার পরে ১০ টাকা। তার অর্থ এই না যে "সে ১০ টাকায় ইট বিক্রি করবে, সেই মাটি আমার থেকে সিন্ডিকেট করে কিনেছে ৪ পয়সায়। কমপক্ষে ৮ টাকা তো আমাকে দেয়া উচিৎ ছিলো।"
চারদিকে এত ফ্রি মাটি যে আপনার মাটির জন্য আপনাকে ৮ টাকা দেয়ার কোনো কারন নেই। আপনার ডিমান্ড নিয়ে আপনি থাকেন।
Doesn't mean rest of the country is any less chaotic. :-/
Pic not from this year.
১
সাহাবাদের যুগে। কিছু লোক ভিন দেশ থেকে এসে মদিনাতে কোরআন শরিফ শুনছিলো আর কেদে বুক ভাসিয়ে ফেলছিলো, আবেগে।
একজন সাহাবা বললেন, আমারাও প্রথম যুগে কোরআন শুনলে এই রকম বুক ভেঙ্গে কান্না করতাম। এর পর এখন অন্তর কঠিন হয়ে গিয়েছে।
২
ফিতনার যুগ পর্যন্ত বেচে থাকা এক সাহাবি বলছিলেন। একটা সময় ছিলো যখন মারা গেলেই আমরা জাহান্নামি। কুফরির যুগের কথা বলছিলেন। এর পর একটা সময় ছিলো যখন মারা গেলেই জান্নাতি। মানে রাসুলুল্লাহ ﷺ এর যুগ। এর পর এখন আমরা এমন সব কাজে লিপ্ত হয়ে গিয়েছি যে জানি না এর পর আমাদের জান্নাত নাকি জাহান্নাম।
৩
ওলি আউলিয়াদের যুগ।
প্রচন্ড আবেগ। প্রচন্ড তৌবা। প্রচন্ড ডাক ভয় ভালোবাসা আল্লার প্রতি। এরকম প্রচুর ঘটনার বর্ননা আছে আমাদের কিতাবে।
যেমন কোনো বুজুর্গের সাথে এমন কারো দেখা হচ্ছিলো যে কিনা আল্লাহর ভয়ে বা ভালোবাসায় দিশেহারা। বলছে : তুমি কিসের আল্লাহকে ভয় করো? অথচ আমি ....।
সবগুলো ঘটনায় সেই লোক এর কিছুদিন পরে মারা যায়।
আল্লাহ উনার খুব কাছের বান্দাদের বেশি দিন দুনিয়াতে রাখেন না।
Two astronauts return to earth from ISS riding capsule built by SpaceX. And this is the classic 60s styled capsule slowed down by parachute splashing into the ocean.
These types of dropdown didn't happen since 80s as shuttles where the norm, airplane like landing.
Maybe the current one is a progress as this one has a lower cost. Shuttles were expensive. More expensive for each flight than doing it like the 60s discarded rocket styled.
https://www.youtube.com/watch?v=lr0lH_9W930
কারন এগুলো মদিনা বাসিদের আমলে প্রচলিত ছিলো না। এর পরও মালেকিদের মাঝে যারা রাখেন তারা রাখেন। কিন্তু সময় মতো না রেখে আগে পরে করে রাখেন।
এরকম আরো কিছু আছে যেগুলো এখানে লিখলাম না।
#মালেকি
১২
দুই জন লোক। একে অন্যকে কথা দিল যার আগে মৃত্যু হবে আর সে অন্যকে জানাবে আল্লাহ তার সাথে কি ব্যবহার করেছে।
এক জন মারা গেলেন। স্বপ্নে অন্য জনকে দেখে। তাকে বলে :
আল্লাহর উপর তাওয়াক্কুল করো, মানে ভরসা করো, আর আনন্দিত থাকো। তাওয়াক্কুলের মত এত কার্যকারি আর কিছু নেই।
১৩
সুফিয়ান ইবনে ওয়াইনাহ। সুফিয়ান থাউরিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন
: কি কারনে আল্লাহ তায়ালা আপনাকে ভালোবেসে?
: মানুষের সাথে সম্পর্ক কম আর উঠা বসা কম করার কারনে।
: আমাকে কিছু নসিহত করেন।
: মানুষের সাথে সম্পর্ক কম রাখতেই উপদেশ দিচ্ছি।
: কিন্তু এও তো বলা আছে, যে ভাতৃত্ব বন্ধু বেশি করো কারন প্রতিটা মুমিন কিয়ামতের দিন সুপারিশ করবে?
: আফসোস তোমার সাথে যদি আমার এই সাক্ষাৎ না হতো! তুমি কি দেখো না মানুষের যত খারাপ সেগুলো তার পরিচিত লোকদের দিয়ে হচ্ছে?
স্বপ্নদ্রষ্টা বলেন এর পর আমি কাদতে কাদতে ঘুম থেকে উঠি।
১৪
এক লোক এক নেক লোককে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন। আপনার সাথে কি ব্যবহার করা হয়েছে?
সে কয়েকটা শের পড়ে জবাব দেয়, অর্থ :
আমাদের আমলনামা হিসাব করা হয়।
এটা খালি আর শুন্য পায়।
এর পর আমাদের উপর রহম করেন।
আমাদেরকে মুক্তি দেন।
বাদশার আচরন উনার গোলামদের প্রতি
এরকম রহমপূর্নই হয়।
আমার মন বলে আর আমার জিহ্বা এ কথা সমর্থন করে
যে ইসলাম নিয়ে মরতে পারবে তাকে আগুনে জ্বলতে হবে না।
- ইবনে সিরিনের স্বপ্নের তাবির/মদিনা লাইব্রেরি।
He isn't with us any more. Now I dream building a home here.
And then think, might die earlier than I think.
Still have a feeling that for a better future everyone rather shift now and settle in the village -- abandoning the crowded cities where dependency is too much.
Would have been possible, if there was a good Internet.
Declared disqualified and opponent won. You need to give everything in a fight, but then again you need to hold back some.
Took place in Abu Dhabi.
https://www.youtube.com/watch?v=cvg5nRxv_rM
https://www.youtube.com/watch?v=cvg5nRxv_rM
That did work, but not for long. The sonar sensor got wet in the rainy season and went out of order. Right now the solution is to place a CC camera inside the tank and watch water level live on display. Less techey solution that works :-)
Plus the motor has been automated using floating valves. But had to use 12V relays so that I don't accidentally send 220V AC inside the water tank.
A complete history of Islam from the creation of the Universe till 1400 century when the writer wrote it. This one is Bengali translation of the original Arabic.
Used to buy each one as soon as each part got published. And publication of these books spanned for over 10 years. My book reading life spanned sometime till mid 90s. But most of the later parts were published crossing that period. I still continued to buy those but the later parts weren't read in details as like the earlier parts.
You don't need any other history book after this. And many islamic scholars are counted as BIG scholars because he read it all, remembered those and can recall and transmit the events in his speech.
I have till part 10. But heard two more parts have been published later which I don't have yet.
As for yourself, you can identify a lot of BS arguments of others, if you go through it all taking time in your early life.
Just gave you a cheat sheet. :-)
মনে রাখি : নিজামুদ্দিনের মাওলানা জুবায়ের ছিলেন শুরার সাথি। বিপরিতে ছিলেন কেবল মাওলানা সা'দ।
মাওঃ জুবায়ের যতদিন বেচে ছিলেন চুপ ছিলেন। কোনো প্রতিবাদ, তবলিগ বাচাও, নিজের অধিকার -- কিছুই করেন নি। ধর্য্য ধরে সব সয়ে গিয়েছেন। সব ছেড়ে দিয়েছিলেন অন্য জনকে। যে এগুলো করার ব্যপারে বেশি আগ্রহী ছিলেন। বাতেল ভুল এগুলো বলে উনি "হক প্রতিষ্ঠা করছি" চিন্তা করে কিছু করেন নি।
এখন উনি আল্লাহর কাছে এর প্রতিদান পাচ্ছেন। আর উনার সকল না বলা কষ্ট? আল্লাহ তায়ালা উনার পক্ষ থেকে সবকিছু করছেন, আমাদের দেখাচ্ছেন।
শিক্ষা নেই।
সব কিছুই পরিক্ষা। আল্লাহ তায়ালা চাইলে দুনিয়ার বুকটা অংকের মতো সমতল রাখতে পারতেন, কিন্তু এই জটিলতাগুলো উনি দিয়েছেন প্রত্যেকের পরিক্ষার জন্য। আর আমরা যা বুঝি, জিনিসগুলো তার থেকে বহু বহু গুনে বেশি জটিল।
আমার কি করনীয় সেটা যেন ঠিক বুঝি। ঠিক মতো চলি। আমার আবেগ দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে আল্লাহর উপর দৃষ্টি রেখে পথ চলি।
বাকি আল্লাহর কাজ আল্লাহ করবেন। মন্দও আল্লাহ দিচ্ছেন। ভালোও আল্লাহ দিচ্ছেন।
যেই গুনাহর জন্য যারা তৌবা করে নি, তারা সেই গুনাহর জন্য শাস্তির মুখাপেক্ষি হয়েছে।
তাই বিশাল গুনাহগারদের আল্লাহ তায়ালা মাফ করে দিয়েছেন, সে "কালবান সেলিম" মানে আত্মসমর্পন করে মাথা নিচু করে আল্লাহর সামনে হাজির হয়েছে বলে।
গাফেলদের ব্যপারে এই ওয়াদা নেই।
তাই নিজের ব্যপারে মনোযোগি হই। অন্যের পরিনতি কি হতে পারে সে ব্যপারে না।
২
বর্ননা। আল্লাহর এক বান্দা কাদছে। একসময় দেখেন তার চোখের পানির সাথে কিছু লাল রক্ত চলে এসেছে। উনি বললেন : হে আল্লাহ! আমি আপনার কাছে মুনাফেকের কান্না থেকে ক্ষমা চাই।
বলেন নি : আপনার কি করুনা হয় না? মাফ করে দিয়েছেন নিশ্চই?
৩
শেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। তার পাপও নিশ্চই দুনিযার বাকি সকল মুসলিমদের থেকে সবচেয়ে বেশি ছিলো।
তার উপর আল্লাহর করুনার সেই বর্ননাগুলো চিন্তা করি। তার সাথে আল্লাহর কথা। তার উপর উনার রহম।
মনে রাখি : তার থেকে বেশি পাপি ইতিহাসে আর কেউ না। লাইনে সে সবচেয়ে পেছনের জন।
তাই শিক্ষনিয় -- "তৌহিদ ৪ প্রকার ..." এই লাইনটাই হানাফি-দেওবন্দি ধারা মতে ভুল। যদিও অন্য পক্ষের আকিদা শিক্ষার প্রথম লাইন সবসময় এটা।
আমি বলি কেউ ভাগ করতে চাইলে করুক না। কিন্তু এই ভাগের শিক্ষা যারা শিখে না তাদেরকে "বাতেল বা গোমরাহ" দাবি করলে তখন সমস্যা।
এর পর হাকিমিয়্যা, আলা বারা এগুলোর এ যুগের ব্যাখ্যার উৎস ইতিহাস নিয়ে অনেক আলোচনা।
এর মাঝে কোনটা কতটুকু ঠিক বা ভুল বের করতে যাওয়া আমার জন্য নিরর্থক। না আখিরাতে এগুলো কোনো কাজে লাগবে না দুনিয়াতে। কিন্তু কোনো দল যদি তাদের নিজস্ব রিসার্চের আকিদা চর্চা করতে চায় তবে তারা করুক না। সমস্যা কি?
পরে এরা যদি তলোয়ার নিয়ে আমাদের হত্যা করতে আসে কারন আমরা তাদের আকিদায় বিশ্বাসি না, তখন সমস্যা। কিন্তু এটা তারা তখনই করতে পারবে যখন আল্লাহ তায়ালা তাদের ক্ষমতা দেবেন। উনি ভবিষ্যতে আর তাদের দেবেন কিনা সেটা একটা বিশাল প্রশ্ন।
তাই আমার ব্যক্তিগত ভাবে এখানে কিছু দেখার নেই।
নিজের পথে চলি।
শেষে হামদ : আল্লাহ তায়ালা আমাকে বাচিয়ে দিয়েছেন যে গত ১০ বছরে এই সব আকিদা শিক্ষার ফাদে উনি আমাকে ফেলেন নি। যতটুকু শিখেছি তার জন্য তৌবা।
Speed : Mach 3, compare that with Concord's Mach 2.
Altitude : 20 km, compare with commercial flight's 10 km.
NY-London flight time : 90 mins.
Passengers : 19 max. 9 with enough leg space.
Engine : Roles Royce. Concord and other supersonic fighters use the same company's.
Sounds pretty great. Now only if they can make a profit in this Covid era.
There were no supersonic passenger flight after the demise of Concord. Now startups are trying to come up with new. Concord was me and all kid's favorite jet in the 80s. The retractable nose has a Transformers like feeling.
There's always something ugly behind every beautiful scene you see on earth. For example a snake in an otherwise green land.
Videos in comment.
Update : Beirut port is totally devastated. Hope they have an alternate port. This comes at an worst possible time. They were starving even before this.
That didn't really made any sense then. And then it raged on and on and on. All other news changed. But this news was common for decades to come.
Had been trying to learn some VFX in 2010. Could have tried to make a career off it. Didn't happen. :-)
On a positive note : Dhaka now passes Singapore in blind test. Skeptics on our B.AL gov take note.
এর পর বুঝি হতো না। একই পরিনতি।
১
তবলিগের গত দশকের ফিতনায় এই দল ঐ দলের মাঝে ঝগড়া-আক্রমনে সাইড নেয়াতে, কথা বলায় নিজে আরো বেশি ঘৃনিত হয়ে যেতাম। এক্সট্রিম এই দিক বা ঐ দিকে গিয়ে। তখন অর্ধেক মানুষ আমার ঘোর শত্রু, অর্ধেক আমার মিত্র। মানে একই পরিনতি।
২
আর কেমন যেন আমি যেখানে যাই সেখানে একটা ফিতনার কারন হয়ে দাড়াই। কিছু করার দরকার নেই। মাঝে মাঝে আগে থেকে বুঝতে পেরে মুখ শিলাই করে যাই, যেন বিন্দু মাত্র কথা না বের হয়। মাথা নিচু করে রাখি, যেন আমি প্রভাব ফেলছি এরকম কিছু না বুঝা যায়।
এর পরও দেখা যায় আমাকে কেন্দ্র করে দলে অস্থিরতা।
তবলিগের সাথে যদি থাকতাম গত ১০ বছর, তবে তাদেরকে এলিনিয়েট করে বসতাম এই সময়ে। এর পর নিজে নিজের জন্য আফসোস।
তাই তাদের থেকে দুরত্ব রাখাটা সেই সেন্সে ঠিক ছিলো। শত্রুতা হয় নি। আল্লাহর রহমতে।
৩
কিছু মানুষকে কখনো চিনি না। তার পরও দেখলে খুব আপন মনে হয়।
কিছু মানুষ সামনে আসলেই শত্রু মনে হয়, যদিও তার সাথে কথা হয় নি।
কেন?
আলী রাঃ কে একজন এই প্রশ্ন করেছিলেন। কিন্তু সেটা উল্লেখ করলাম না। ব্যসিক্যলি কেউ কাউকে আদতেই পছন্দ করে, অন্যজনকে করে না। কারনটা এখানে বড় না।
৪
জীবনের শেষ প্রান্তে।
আল্লাহ তায়ালা কি আমাকে পছন্দ করে?
বাকি থাকলো কি? সেটা চিন্তা করছি।
ফিকাহ - মানে মাসলা মাসায়েল, "এটা কি ঠিক?" "ওটা করা যাবে?"
এগুলো যারা জানতে চান তাদের আমি অনুরোধ করবো :
প্রথমে : বেহেস্তি জেওর-গওহর পড়ে নিতে। ৯৫% যা জানতে চান জেনে নিতে পারবেন যদি মনে রাখতে পারেন।
আমি এটা কেবল একবার পড়িনি বরং প্রতি বছরই একবার করে পুরোটা পড়তে হতো মাসলাগুলো মনে রাখতে। এভাবে অনেক বছর পড়ার পরে আর পড়তে হতো না। প্রশ্ন শুনলে স্বরনে চলে আসতো, এটার ব্যপারে ঐ, সেটার ব্যপারে সেই। এভাবে ধরেন ১৫ বছর বয়স থেকে ২০ বছর পর্যন্ত।
এর পর আরো এডভান্স শিখতে চাইলে : ফতোয়ায়ে আলমগিরি। এটারও বাংলা অনুবাদ আছে। এটা আগেরটার উপর অনেক এক্সটেনশন। আগের গুলোর উপরও ইনসাইট পাবেন। যেমন "চাদ দেখার মাসলা" গুলো কি সেটা বেহেস্তি জেওরে নেই। এখানে আছে। তেমনি জিহাদের মাসলাগুলো।
আরো এডভান্সড চাইলে হিদায়া। এর প্রথম খন্ড হলো নামাজ রোজা। বাকিগুলোতে লেনদেনের মাসলাগুলো পাবেন। কিন্তু এটা এডভান্সডদের জন্য। বয়স যদি ২০ এর দিকে হয় তবে। মধ্য বয়সে চলে আসলে এটাতে আর বেশি উপকার পাবেন না।
যারা এগুলো পড়তে চান না তাদের জন্য নেটে সার্চ করে ফতোয়ার উত্তর খোজা। মানে গুগুল করা। আলেমরা এটা অপছন্দ করে জেনেই বলেছি।
ফিকাহর আলোচনা নিজে শুনাও আমি ক্লোজ করে আনছি ইনশাল্লাহ। কখনো হয়তো জিহাদের মাসলা নিয়ে পরে আলোচনা করতে পারি ইনশাল্লাহ, আগে যেহেতু কখনো করি নি।
আল্লাহ তায়ালা আমাকে ক্ষমা করুন।
জাজাকাল্লাহ।
Arabic poem. Had to go through it several times to get the meaning. Arabic practice. Providing the lyrics bellow. Listen, follow and then try to figure out the meaning.
Sad tune. Matches current climate.
ياليل يابحر السكون ماذا طويت من القرون
كم أمة ودعتها صارت حكايا او ظنون
لم يبقى منها شاهد وبقيت ألآف السنين
تتلوا كتاب وجودنا في طيه سر دفين
في طيه عبر وآيات تردد كل حيــــن
طورا تلاقي معرضا او يهدي فيها الفطين
ابقاك ربك شاهد للناظرين
للناظرين المهتدين
ياليـــــل من يثني عنانك كيفما يبغي تكون
ياليل من يوليــــك بالاصباح في حق مبين
انشاك ربك راحة ياااامســكن كل العيـــون
يا مؤنس الُعباد في سحر وقد رفعوا الانين
كم رتل الايات عبد حائر ريب المنون
جأروا الى رب الوراى ... باري الخلائق اجمعين
سالت دموعهم على الخدين من خوف مكين
مااعجب الليل الذي خضعت لسطوته الجفون
مازال يؤنسني فما يهتز من حس قمين
أوحى الي بألف معنى... لم أكن فيها ظنين
فحديثه الصمت العميق ... وصخبه هذا السكــون
كم فتق الافكار صمت موغل عبر السنين
كم فجر الابدااااع في قلب ثوى فيه حزين
يـالـيـل يامستودع الاسرار ياموج الظنون
كم مقلة خافت دياجير الظلام المستكين
حسبته اشبااااح وراحت ترتجي فيه المعين
لم تدري ان الفجر يطرده أمام الناظرين
https://www.youtube.com/watch?v=xjYpRPih0Gk
https://www.youtube.com/watch?v=xjYpRPih0Gk
তেমনি, অন্য কেউ গুনাহের মধ্যে আছে। এ জন্য তার নামাজ নিয়ে তাকে খোটা না দেই।
যখন আমি বললাম, "বহু নামাজি আছে, নামাজ পড়তে পড়তে কপালে ... কিন্তু দেখবেন তার বৌ-মেয়ে ..."
এ ধরনের কথা দ্বারা আমার ইগো বুষ্ট হয়। অন্যের নেক আমলের প্রতি আমার ঘৃনাটা বাহির হয়ে আসে। কিন্তু এতে সমাজের কল্যান নেই।
নামাজ পড়াটা ঐচ্ছিক না। পড়তে হবে পাপের মাঝে ডুবে থাকলেও। গুনাহগারের জন্য নামাজ মাফ না।
| "কিন্তু আমি এই কথা দ্বারা তার গুনাহকে আক্রমন করছিলাম। তার নামাজকে না।"
হয়তো! কিন্তু আপনার কথায় তার প্রতিফলন নেই।
ভালোকে উৎসাহিত করি।
ভালোকে আক্রমন না।
তার ভালো আর তার মন্দকে আমি যখন সাংঘর্ষিক করবো তখন সে ভালোটা ছেড়ে দেবে এই ধারনা করে যে মন্দে থাকলে ভালো কাজ করা যাবে না।
আল্লাহ তায়ালা আমাকে মাফ করুন।
নিজের জন্য নসিহা :
- যদি সারা দিন গুনাহ করি। এর পরও জোহরের ওয়াক্ত হয়ে গেলে ওজু করে নামাজে যেতে হবে। গুনাহর জন্য যেন নামাজে গাফলতি না করি।
- কেউ যদি নামাজ নিয়ে খোটা দেয় তবে আমি দেখি কাকে বন্ধু করছি।
আল্লাহ তায়ালা আমাদেরকে হকের উপর রাখুন।
তাই এসি কিনার উপর আগের সকল পোষ্ট।
Forgot about the disk for many years. Then found it a few days back. Thought the disk might have crashed. Tried to recover it. Linux can't read. Gone? NTFS filesystem. Finally fixed it connecting to a Windows machine and running "chkdsk /f". Well all the files are there.
Of course there's nothing of important other than old camera photos and videos, these were the most valuable ones as these images weren't backed up anywhere else. And the second most interesting are memes, PDFs and other interesting stuffs that I saved to disk over the decade. Overall 70 GB of stuffs in there.
Going through these is like reading a history.
১
"স্কুল" সিসটেমে কে পড়ালো সেটা আসল না। প্রোসেসটা আসল।
"উস্তাদ" সিসটেমে কে পড়ালো সেটা আসল। কোথায় পড়ালো সেটা না।
মানুষের আদত বা ভালোর খোজ তাকে উস্তাদ সিসটেমের দিকে নিয়ে যায়।
মাদ্রাসাতে এটা পুরোনো। এমন কি ইংলিশ মিডিয়ামে ছাত্ররা স্কুল ছেড়ে শেষে পছন্দের স্যারের কাছে কোচিং পড়ে, স্কুল ক্লাস সব বাদ দিয়ে।
২
আমাদের ৬ ঘন্টা স্কুল অনেক লম্বা ছাত্রদের জন্য। হাজার বছর আগের এক বুজুর্গের জীবনি পড়ছিলাম। সে তার পিতাকে বললো ৩-৪ ঘন্টা উস্তাদের কাছে পড়া আমাকে বাকিয়ে দিচ্ছে। আমি কেবল ১ ঘন্টা পড়বো। পিতা রাজি। সেই এক ঘন্টা করে পড়ে, পরে বিভিন্ন পির বুজুর্গদের সংগে থেকে নিজেই বিখ্যাত বুজুর্গ হয়ে যান, যাদের নাম আমরা এখন শুনি।
৩
সব ছাত্রদের মাসটার্স পাশ করার দরকার নেই। যার পড়া লিখায় আগ্রহ আছে সে হবে। এরকম ধরেন ১০০ জনে ২-৩ জন। বাকিদের জীবনে চলার মতো জ্ঞান। প্রয়োজনীয় শিক্ষা।
আমাদের এখন মাষ্টার্স এত বেশি যে চাকরি পাচ্ছে না। অশিক্ষিত, শিক্ষিত, উচ্চ শিক্ষিতের বেতন এখন প্রায় সমান। শিক্ষিতদের যদি বেতন বাড়ে বয়সের পরবর্তিতে তবে স্বল্প শিক্ষিতদেরও বাড়ে কিছু বছর পরে যখন সে কাজে দক্ষ হয়ে যায়, তার সামাজিক কনফিডেন্স চলে আসে, সে নিজেই ব্যবসা আরম্ভ করে।
৪
কভিড। মানুষ এখন বাসায় বসে শিখছে। তাদের কেউ স্কুল বাদ দিয়ে পছন্দের উস্তাদের কাছে কেবল শিখছে। মাদ্রাসাগুলো ঈদের আগে অনেক হই চই করে বলেছিলো কালকে ৮ তারিখ থেকে খুলবে। এখন তারা বলছে, না, খুলবে না। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ। কখন খুলবে ঠিক নেই। এই বছর আর খুলবে না।
৫
আমরা পুরানো সিসটেমের দিকে নজর দিতে পারি। যেভাবে পৃথিবী বহু কাল চলে আসছিলো।
অপ্রয়োজনিয় জিনিস সবার গৎ বেধে শেখার দরকার নেই।
যার যার জীবনের প্রয়োজনিয়টা কেবল শিখি।
১
কভিডের যুগে বিদেশের রাস্তা বাংগালিদের জন্য বন্ধ হয়ে এসেছে। কোনো দেশই আর বিদেশিদের সহ্য করতে পারছে না। এর মাঝে বাংগালিদের অবস্থা সবচেয়ে খারাপ।
২
তাই পাশ করে বিদেশে উচ্চ ডিগ্রি : বন্ধ।
বিদেশে চাকরি নিয়ে চলে যাওয়া : বন্ধ।
ইমিগ্রেশন নিয়ে আমেরিকা : বন্ধ।
ওয়ার্কার ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যে : বন্ধ।
দালালদের টাকা দিয়ে লিবিয়া হয়ে ইতালি : বন্ধ।
নৌকা নিয়ে মালয়শিয়া : বন্ধ।
৩
এই মাটি কামড়ে পড়ে থাকতে হবে।
এটা ভালো কাজ সেজন্য না। বরং অপশন নেই। রাস্তা এখন এটাই।
১
কিন্তু নিজে যদি মসজিদে না যাই, তখন?
তবে এর সাথে অনেক সমস্যা চলে আসে।
২
যারা যায় না, তারা অধিকাংশ যায় না নিজেদের বৃদ্ধ মা-বাপের কথা চিন্তা করে। সেই সেন্স ঠিক আছে। কিন্তু এটা ব্যখ্যা না করে তারা বলে কাতারের ফাকের কথা। নয়তো প্রশ্নকারি "আপনার মা কেমন আছে? আপনার সাথে থাকে? সুস্থ আছে?" ব্যক্তিগত অনেক প্রশ্ন টানা আরম্ভ করে।
৩
কাতারের ফাক এখন আমাদের মসজিদে ওয়াক্তিয়া নামাজে স্বাভাবিকের থেকে অতিরিক্ত আরো ২ ইঞ্চি। জুম্মার দিনে ৬ ইঞ্চি কারন তখন নতুন পাবলিক আসে যারা জানে না আমরা কিভাবে নামাজ পড়ি।
৪
হানাফি মাজহাবে যদি প্লেগের জন্য মসজিদ বন্ধ রাখার হুকুম থাকতো তবে এও বলা থাকতো রোগ কমে কি পর্যায়ে গেলে মসজিদ আবার খুলতে হবে।
এরকম কিছু বলা নেই। নেই কেন? কারন প্লেগে মসজিদ বন্ধ করতে হবে এই কথাটাই নেই।
সেই "ফিকাহ"-ই আমরা তৈরি করি। কিন্তু আগের যুগের ফকিহদের বাদ দিয়ে নিজেরা নতুন করে পুরানো সমস্যার নতুন ফিকাহ বের করি।
৫
তাই কখন আবার মসজিদ আগের মতো খুলবে এটা কোথাও বলা নেই।
১
দেশ ফিরে যাচ্ছে সেই কমুনিজম-ফেসিজমের যুগে। যেখানে সরকার যাকে করতে বলবে সে ছাড়া কেউ ব্যবসা, চাকরি কিছু করতে পারবে না। সরকারের দেয়া রেটে বিক্রি করতে হবে। সরকার যতটুকু পরিমান বিক্রি করতে বলে ততটুকু বিক্রি করতে হবে। এবং যে জিনিস বিক্রি করার অনুমতি নিয়েছে সেটা ছাড়া আর কিছু বিক্রি করতে পারবে না।
প্লাস সরকারি চাকরি ছাড়া আর কোনো চাকরি নেই। কারন স্বাধিন ব্যবসা করার অনুমতি নেই।
২
Authoritarian সিসটেমের সমস্যা হলো ধর্মিয় প্রতিষ্ঠানগুলো তখন আর স্বাধিন থাকে না। সরকারের নিয়ন্ত্রনে চলে যায়। দেশে গত ১০ বছরে মসজিদ মাদ্রাসার যে অবস্থা হয়েছে। সরকার নিয়ন্ত্রন করে কে মসজিদের ইমাম হবে, সে কি বলবে, কার প্রসংশা করবে, কখন মসজিদে আজান হবে, কি কারনে মসজিদ বন্ধ থাকবে।
পার্টির সদস্যরা তখন হয়ে যায় ধর্মিয় গুরু। মসজিদে ইমামদের উপর আরো বড় খুতবা প্রদানকারি। জাতির আধ্যাতিক নেতা।
৩
স্বাধিনতা আমার যা ভোগ করার ভোগ করেছি। হয়তো ইতিহাসে সবচেয়ে বেশি স্বাধিনতা আমরাই ভোগ করেছি আমাদের জীবন কালে।
সামনের সময়ে হয়তো এটা আর থাকবে না।
তোমরা যারা বলো "কোভিডের জন্য বিয়ে করতে পারছি না"
বাই দা ওয়ে : বিশাল লাইট, নাচ, জাকজমক করে বিয়ের উৎসাহ থাকে মেয়ের, ছেলের না। কারন মেয়ের বান্ধবি রিনা আর মিলা বিশাল অনুষ্ঠান করে বিয়ে করে আমাদের দেখিয়ে দিয়েছে। "আমি তাদের থেকে বড় অনুষ্ঠান করে দেখিয়ে দিতে চাই।"
"পরে যদি ঋনে পড়ে বাসায় জামাই সহ না খেয়ে থাকি, তবে মানুষ জানবে না। কিন্তু বিয়েটা যদি বড় করে না করি তবে বান্ধবিদের সামনে আমি মুখ দেখাতে পারবো না। কারন এটাই মানুষ দেখবে।" -- মেয়েদের কথা, লিটারেলি।
যাই হোক কভিড। রিনাদের দোষ বেশি না ধরি।
নিজের দোষ ধরি। :-)
খেয়াল রাখবেন আমাদের আব্দুল মালেক সাহেব হানাফি-দেওবন্দিদের মাঝে সবচেয়ে বেশি "সহি ঘেষা" [ এর অর্থ যাই হোক ]। উনি যদি বলেন সমস্যা নেই, তবে আর কেউ সমস্যা আছে বলবে না ধরে নিতে পারি।
আর উনি জবাবে আরো যা বলেছেন। আসলেই যাচাই করতে করতে আমরা সব দোয়াই ছেড়ে দিয়েছি। আমাদের বাপ দাদারা যারা এতকিছু বুঝতো না, কিন্তু নিয়মতি এগুলো পড়ে যেতো। তারা তাদের সোয়াব নিয়ে চলে গিয়েছে।
বেশি ইলমে উপকার নেই।
দরকার প্রয়োজনীয় ইলম - আর বেশি আমল।
To compare, here's the stats : As per Facebook's valuation, every user is valued $300.
And for how MS valued TikTok, it's $600 for every user.
Talk about the price of teens screaming.
This one was our textbook in class 2 or 3 in whichever school I used to read in then. And the teacher went through to end in that year. Memories from 40 years back. Never read it afterwards but still remember the stories in a foggy state. In the end before the king died, he threw his sword in a lake, which was then caught by a hand as seen in the cover pic. And his magician Marlin went inside a cave and closed it.
Now these were all British tales, made up stories. And there were no king in UK named such or his magician. Medieval stories were popular at that time. Now you hardly see those.
No clear image yet. Wait for tomorrow day break.
Update : 1 pilot killed out of 2. Was landing in heavy rain. Made a go round before the landing.
Update : 2 other passengers dead. Total 3 dead including the pilot.
Update : 16 dead. It was catastrophic.
Update : Both the pilots are now dead. Casualty 17.
GNA : Turkey, Libya.
LNA : Egypt, Greece, Russia and USA. Further UAE and Saudi had always been on their side.
That US is now on the LNA side is getting pretty clear. Previous reports were that Trump talked with Haftar over phone. Didn't know why. Now clear.
Interesting war. Turkey moving ships towards Mediterranean.
Betting on Turkey. Their winning streak won't run far. But as long as it lasts, whatever.
"ইসলাম কোনো ধর্ম না, এটা দ্বিন"
"দ্বিন মানে ধর্ম না, বরং পূর্নাংগ জীবন ব্যবস্থা"
"আল্লাহ তায়ালা বলেছেন - তোমরা কি কিতাবের কিছু মানো, কিছু অস্বিকার করো?"
"আল্লাহ তায়ালা উনার আরশের উপর আছেন।"
১
১০ বছর আগে শুনলেও এগুলোতে বিশেষ কিছু বুঝতাম না। বরং অবাক হতাম সে এই জেনেরিক কথাগুলো বার বার করে, এত জোর দিয়ে, এত রাগ দেখিয়ে বলছে কেন?
২
এখন বুঝি এই উক্তিগুলো দিয়ে সে আসলে কি বলতে চায়, যেটা সরাসরি বলছে না, স্পষ্ট করে বলছে না। কিন্তু এই কথাগুলো দিয়ে সে প্রকাশ করতে চাচ্ছে।
৩
এর পর বুঝি আমার আগের "ইনোসেন্স" অনেক ভালো ছিলো। যখন এগুলো বুঝতাম না।
এখন অন্তঃদ্বন্ধ আর সংঘর্ষের ব্যপারে এখন অনেক বেশি বুঝি। যেই বুঝায় আমার কোনো উপকার নেই।
৪
জানার প্রয়োজন অল্প।
এর পর ignorance is bliss.
কিন্তু প্রত্যেকের জীবনে দ্রুত একটা দিন আসে যে দিন থেকে সে হয়তো আর ১০ দিন বাচবে। যে এখন ছোট বাচ্চা তার জীবনেও। যে হাজার বছর বাচবে তারও।
জান্নাতে এরকম কোনো দিন নেই -- যে দিনের পরে তার সময় আর মাত্র ১০ দিন।
The decoration is what make this interesting.
Interestingly banana tree leaves were considered as poor mans's eating plate in the 80s when poverty was rampant in BD. And 40 years later now it has turned into some kind of status symbol.
Time. :-)
The two wires go inside a switch board, where a 12V DC power adapter is hidden and wires from the RFID door opener come in. The adapter powers both the outside number puncher and this lock. When you punch in the correct number, the controller powers up this lock and opens the door.
You can find circuit diagram in the RFID controller's manual book inside the box when you purchase it.
Now what happens when power is down?
Regardless of whether power is up or down you can always push the latch shown in this pic using your finger and open the door from inside whenever you want it. Like any other dead bolt.
Q. "The fading colors tell me that your home isn't very well maintained."
You need to look pass that to learn :-)
"এত শেখার দারকার কি?"
কারন, আমাদের জানা নেই সামনে কোন বছর কোন ইলম কাজে আসা আরম্ভ করবে। তখন এগুলো শেখার সুযোগ পাবেন না।
মাননীয় সরকার এগুলো শেয়ার করার অনুমতি দিচ্ছে বলে শেয়ার করলাম। মহোদয় রাগ করছেন খবরে আসলে সরিয়ে দেবো ইনশাল্লাহ। ৭১ টিভি বলে কথা।
আগের যুগের একজনের কথার কোটেশন।
তবে জানলাম এই জেনারেশনের মানে ইয়াসির কাজি, হামজা ইউসুফ, জোনাথন ব্রাউন, আব্দুর রহিম গ্রিন উনাদের প্রতি তাদের পরবর্তি জেনারেশনের ইসলাম পন্থিদের এত ক্ষোভ যে ইসলামের লাভ ক্ষতির থেকে কারো অপছন্দের আলেমের ক্ষতি করাটা তাদের কাছে আরো বেশি গুরুত্বপূর্ন। এবং সব কিছুই মানুষ করছে "হক কায়েমের" নামে।
আল্লাহ তায়ালা "হক কায়েমের" ফিতনা থেকে আমাকে আর আমার পরিবারকে রক্ষা করুন।
আমিন।
দেখি যে কে বেশির ভাগ সময় আল্লাহ আর উনার রাসুলের কথা বলছেন। ভালোর দিকে ডাকছেন। আর অল্প সময় মানুষের ভুল ধরছেন। তার কাছে দ্বিন পাবেন।
অধিকাংশ সময় সবার ভুল ধরছে? আমাদের বেরলভি ভাইদের শেষের দিকে এই অবস্থা হয়ে গিয়েছিলো। তখন "সবাই ওহাবি" আর যথেষ্ট না, বরং নিজেদের মাঝে একে অন্যকে "সুন্নি না" ডাকা আরম্ভ করে দেয়। নিজেদের মাঝেই কুফরি ফতোয়ার ছড়া ছড়ি।
বেরলভি ভাইরা এখন আর ফোকাসে নেই। অন্য কিছু ভাইদের আমি একই পথের পথিক দেখছি।
আল্লাহ তায়ালা রক্ষা করুন।
ভালো গুলো তালাশ করি। মন্দগুলো শুনার দরকার নেই। এগুলো শুনতে উৎসাহিত বোধ করলেও নিজেকে বিরত রাখি।
আল্লাহ তায়ালা তৌফিক দিন।
যে কেউ ... এবসুলেটলি যে কেউ
- যে আপনার পরিবারের সদস্য না
- অথবা খুব ভালো মানুষ, অল্প কিছু দিন হলো পরিচয় হয়েছে।
- অথবা আপনি তার ভক্ত। সে আপনার গাইড "বড় ভাই"। বা উপদেশ দাতা। বা আপনার হবু বর-স্ত্রী। বা ফেইসবুক সেলিব্রিতি। হাসির স্টেটাস দেন। বা খুব দ্বিনি।
সে যদি হটাৎ করে আপনাকে বলে একটু টাকার জন্য বিপদে পড়ে গিয়েছি। রোববার দিন খুললে বা কিছু ছাড়লে সেই টাকা হাতে আসবে। এখন ২০ হাজার টাকা খুব জরুরি দরকার ৪ দিনের জন্য বা ৪ ঘন্টার জন্য। নয়তো আমার সব টাকা হারাবে।
তবে সে প্রতারক। মিথ্যা বলছে।
তাকে টাকা দেবেন না।
পিরিয়ড।
দান করতে চান? পরিচিত, আত্মিয়, যাকে আগে থেকে জানেন বিপদে তাকে দিন।
যে ধার চাচ্ছে তার পরিচিতরা তাকে কেন ধার দেয় না। আর সেও নিজের নিকটজনদের কাছে কেন ধার চায় না -- সেটা আগে খবর নিন।
সাবধানে থাকেন। কঠিন সময় সামনে।
আবারো : নিজে বিপদে পড়লে আপনি যত দূরের মানুষের কাছে কখনো টাকা চাইতেন না, এমন দূরের কেউ যদি আপনার কাছে টাকা চায় তবে সাবধান। এখানে অন্য কিছু আছে যেটা আপনি জানেন না।
ব্যসিক্যলি স্বল্প সময়ের পরিচয়ের কে প্রতারক সেটা চিনতে পারবেন সে আপনার কাছে টাকা ধার চায় কিনা সেটা দেখে। প্রতারক হলে সে চাইবে।
"এই ঘটতে পারে", "সেই কি হইতে পারে না?", "মানুষকে এত সন্দেহ করেন কেন?" এই কথাগুলো যেন আপনাকে ধোকায় না ফেলে।
আল্লাহ তায়ালা এই সময়ে আমাদের হিফাজত করুন।
40% of the country is now underwater.
Last month, satellite image showed 30% underwater.
The road outside our home isn't underwater yet.
But, area just 2 km east from our home is. I am speaking of the capital city.
Compare with 70% of the country going underwater in 1988 and 1998.
In both the years the road outside our home went like 3 to 4 feet underwater.
Sometime in 2004 and 2006 the road went underwater too, but only like 6 inches.
Now news : the problem is apparent for whole country.
Those that are in Arabic learning can watch some of these videos.
There's thousands of videos on Arabic text books for arab students on all subjects. Arabic reading to math from class 1 to 8.
But ofcourse you can't just speed run through these all and expect to learn something. Like all school learning process you need to take time and learn slowly but thoroughly.
https://www.youtube.com/channel/UCuh1GtOG7LgiI_y12yyu8Yw/videos
https://www.youtube.com/channel/UCuh1GtOG7LgiI_y12yyu8Yw/videos
তাকওয়া নিজের জন্য।
মাওলানা সা'দ এর পক্ষেও যুক্তি আছে। উনি মূলতঃ খারাপ না। ভালোর জন্যই করেছেন যা করেছেন।
তবলিগের কাজে যাদেরকে দ্বিনের দাওয়াত দেয়া হচ্ছে তাদের থেকে উপকার নিতে হয় না যে দাওয়াত দিচ্ছে তার। এটাই ছিলো তবলিগের শিক্ষা। এবং এটাতে সা'দ সাহেবও কঠিন ভাবে বিশ্বাস করতেন।
এর পর দেখতেন নিজামুদ্দিনের মুরুব্বিরা এখান থেকে ওখানে বয়ানে যেতে গাড়ি ভক্তদেরটা ব্যবহার করছেন। এটা বন্ধ করতে প্রতিবাদ করলেন। নিজামুদ্দিনে থাকা খাওয়ার খরচ আছে। মুরুব্বিদের খরচ কে দিচ্ছে? তাদের থেকে খাওয়ার খরচ নেয়া আরম্ভ করলেন।
ব্যখ্যা না করে আমার শিক্ষায় চলে যাচ্ছি :
- প্রথম কথা : তাকওয়া নিজের জন্য। আমি গরিবি থাকতে পারি। এর জন্য অন্য কোনো আল্লাহ ওয়ালা যে পাজেরো চলে তাকে খারাপ ধারনা না করি। পাজেরোতে চলা শরিয়তে হারাম না।
- খারাপের প্রতিবাদের একটা লিমিট আছে। সরাসরি বান্দার হক নষ্ট করার মতো বিশাল কোনো হারাম যা শরিয়তে স্পষ্টতই নিষেধ এবং জুলুম তখন বাধা দেই। সন্দেহজনক, গোপনে করছে, আল্লাহর হক নষ্ট করছে, আদবের খিলাফ এগুলো নিয়ে আমি যত কথা তুলবো সমাজে ভালো ছড়ানোর বদলে তত বিশৃংখলা ছড়াবে। আমি আরেকজনের ভুল ধরবো, সে আমার। আর কিছু দিন পরে দেখবো আমি অন্যের যা ভুল ধরেছিলাম তাতে আল্লাহ তায়ালা আমাকে বরং লিপ্ত করে দিয়েছেন।
- মুসলিমদের একটা মর্যাদা আছে। কারো ভুল বা পাপকে এত বড় করে না দেখি যে তার মর্যাদা আমার কাছে ছোট হয়ে যায়।
- বে উসুলির জন্য সমাজে যত না মন্দ ছড়ায় -- বে উসুলির প্রতিবাদ করে এটা প্রতিহত করার জন্য আমি যা করবো আমার কাজে সমাজে মন্দ ছড়াবে আরো বেশি।
- এগুলো সব শেখা যায় কোনো মুরুব্বির সংস্পর্শে থাকলে, তার উপদেশ নিয়ে তার পরামর্শ মত কিছু দিন চললে। ইয়ং বয়সে নিজের বুঝ মতো চলার চেষ্টা করলে হক-প্রতিষ্ঠা বা না-হকের বিরোধিতা করে আমি যা করবো তাতে দ্বন্ধ বাড়বে।
বলা হয় সা'দ সাহেব এই সুযোগ পাননি। বা উনি কারো কথা শুনতেন না।
উনি হক ছিলেন। কিন্তু হক প্রতিষ্ঠার জন্য বেশি উচ্চকন্ঠি হয়ে গেলে এতে না-হক আসে। শেষে আমি সব দেখবো সব বুঝবো, কিন্তু তখন পিছানোর উপায় নেই। আরো শেষে আমি নিজেই তার থেকে বড় না-হকের মাঝে পড়ে যাবো।
যেই উচু কপালের লোক রাসুলুল্লাহ ﷺ কে বলেছিলেন "ইনসাফ করেন" তার হক প্রতিষ্ঠার চেষ্টা থেকে শিক্ষা নেই।
তাকওয়া নিজের জন্য। মানুষের সামনে গিয়ে গিয়ে অন্যকে "ইত্তাকিল্লাহ" বা "আল্লাহকে ভয় করেন" বলে ধমক দেয়া কে সোয়াবের কাজ মনে করতো হযরত আলী রাঃ এর যুগের ভিন্ন একটা দল যাদের নাম আমি নিলাম না।
সামনের সময়ে যেন আমি আর আমার পরিবার এ থেকে শিক্ষা নেই।
আল্লাহ তায়ালা আমাদের রক্ষা করুন।
There was a circulation in newspaper that anybody entering a bank must wear mask. Otherwise he can't enter? Thought that would be a good opportunity for me to play a GTA styled bank robber scene by entering a bank wearing a mask.
Only to figure out they let me in without a mask and the counter had a big sign "For your security and face recognition, please take off your mask."
Life. Keep watching. :-)
যাই হোক : বললেন চার মাজহাবের ইমামরা ভালো, কিন্তু উনারা ভুল করেছেন। চারটাই ঠিক না, বরং চারটা মতের মাঝে বিভিন্ন বিষয়ে কোনো একটা মত ঠিক। আমাদের কাজ হলো সেই একটা ঠিক বের করা কারো অন্ধ অনুসরন না করে।
অনেক দূর আমরা এসেছি সেই ৯০ দশকের তকলিদ হারাম থেকে।
দেখি ঐ ভুলটাই উনার মূল শিক্ষা কিনা। সারাদিন ঐটাই বলেন, ঐটা নিয়ে তর্ক করেন, ঐটাকে সত্য হিসাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন -- এরকম কেইস কিনা।
তা যদি না হয় বরং ভুলটা প্রসংগক্রমে এসেছে তবে এটা নিয়ে বাড়া বাড়ি না করি। যদিও এটা ভুল।
"আপনাকে রুজু করতে হবে" "তৌবা করেছেন?" "কখন আপনি সেই কথা থেকে ফিরে আসছেন?" "উনি তো ঐ শিক্ষা দেন" তবে উনি যত না ভুল আমার উচ্চ বাচ্য তার থেকে থেকে বেশি ভুল।
উনার ভুলটা কেউ খেয়ালও করে নি। অল্প কেউ করেছে তারা হয়তো সেটা থেকে কোনো শিক্ষা নেয় নি। উনার থেকে আমার প্রতিবাদই বরং সবার মাঝে ঐ ভুল কথাটা অনেক বেশি প্রচার করছে।
অধিকাংশ ক্ষেত্রে আমার যত না ভুল সংশোধনের ইচ্ছা থাকে, তার থেকে বেশি ইচ্ছা থাকে ঐ আলেমকে হেয় করার। কারন সে আমার প্রতিপক্ষ।
"তবে কোনো আলেমের মূল শিক্ষায় যদি ভুল থাকে?"
তবে মূল শিক্ষা যে ভুল সেটা হাইলাইট করে কথা বলি। সাইড জিনিসগুলোকে হাইলাটই না করে।
সাইড জিনিসগুলো হাইলাইট করলে সাধারন পাবলিকের মাঝে নিজে জনপ্রীয় হওয়া যায় "দেখলেন, এই কথায় কেমন ভুল ধরলো? আমরা তো বুঝিই নাই।" কিন্তু এটা সমাজের ফিতনার কারন। আমার নিজের ধ্বংশের কারন।
জাজাকাল্লাহ।
আমির vs শুরার ইতিহাস। এখন আমির পন্থিদের বিভিন্ন ব্যখ্যা শুনা যায় "ঐ সময়ে কেন করা হয় নি?" এর উপর। এগুলো কোনোটাই আমি যা জেনেছিলাম দেখেছিলাম শুনেছিলাম সে সময় তার সাথে মিলে না।
নিচেরটা মিলে। তখন যা আমাদের বলা হয়েছিলো তাই।
(collected)
শুরা পদ্ধতিতে আমির নেই বিষয় টা এমন নয়।
তবলীগের প্রতিটি আমলেই আমির আছে।
যেমন, পারামর্শের শুরুতে একজন ফায়সাল বানিয়ে দেয়া হয়, উনিই অই পরামর্শ আমলের আমির।
পরামর্শ শেষ, তার আমিরত্ব শেষ।
এমনই ভাবে ৩ দিনের জামাতের আমীর নিযুক্ত করা হয়।
৩ দিনের জামাত শেষ, আমিরের ইমারত শেষ।
একই পদ্ধতিতে চিল্লা, ৩ চিল্লার জামাত, হালকার পরামর্শ, জেলা পরামর্শ, জোড় ইত্যাদি সব আমলে আমির জরুর আছে।
কোথাও তাতক্ষনিক আমির যাকে ফায়সালও বলা যায়, কোথাও প্রতি সপ্তাহের জন্য বা ১৫ দিনের জন্য আমির বা ফায়সাল যেমন জেলা গুলো তে আছে, মুলকের জন্যও আছে।
পুরাতন সাথী মাত্রই জানার কথা এক সময় বাংলাদেশের আমির ছিলেন মাওলানা আজিজুল হক (রহঃ), উনার পরে কাউকে বাংলাদেশের আমির বানানো হয়নি।
এমনই ভাবে প্রতি জেলার আমির, থানার আমির, ইউনিয়নের আমির ছিল।
কিন্তু ৩য় হযরত জির ইন্তেকালের পর থেকে নতুন করে কোথাও আর আমির নিযুক্ত করা হয় নি, এই পদ্ধতিই পরিবর্তন করে ফেলা হয়েছে।
পদ্ধতি কেন পরিবর্তন করা হলো?
আমাদের আকাবিরগন ছিলেন আমাদের রুহানি ডাক্তার। উম্মতের রুহানি রোগগুলোর ব্যাপারে উম্মত বেখবর থাকলেও তাঁরা বেখবর ছিলেন না।
"হুব্বে জা" বা সম্মানের লিপ্সা উম্মতের একটা বড় রুহানি রোগ।
অনেক সুরতে তা আসতে পারে, আমিরত্বের সুরতেও আসতে পারে।
আমিরত্ব দাবী নিয়ে সাথী দের মধ্যে পরষ্পর রেষারেষি, মসজিদ ভাগ হওয়া, গ্রুপিং এর ঘটনা বর্তমান হালত আসার অনেক আগেও ঘটেছে।
কারণ তবলীগের বয়স যত বেড়েছে, একদিকে যেমন মামুরদের আমিরকে মানার এস্তেদাত কমে গেছে, আমির সাহেবদেরও সাথী দেরকে নিয়ে চলার যোগ্যতা কমে গেছে।
কাজের খুলুসিয়াত, কুরবানী, ব্যক্তিগত আমল, তায়াল্লুক মাআল্লাহ সব লাইনে আমির মামুর সবার অবস্থাই ক্রমাবনতিশীল হয়েছে।
তাবলীগের আমির মানে যে আসলে "খাদেম" এই ধারণা পরিবর্তিত হয়ে আমির হয়ে গেছে "মাখদুম", আমির হয়ে গেছে মাতব্বর।
(কথাগুলো সব ক্ষেত্রে অবশ্যই প্রযোজ্য নয়)
ভার্সিটিতে অনেক নতুন ছাত্রের নেতা চাওয়ার শুরুর অন্যতম কারণ শুনেছি নেতা হলে নাকি এভাবে জুনিয়র দের সালাম পাওয়া যায়, " বড় ভাই, স্লামালিকুম"।
ভালোই তো লাগে।
তাহলে তো নেতা হওয়ার দরকার।
এমনই ভাবে তবলীগের আমির হতে পারলে সালাম, হাদিয়া, কোন অঞ্চলের অঘোষিত অলিখিত কর্তৃত্ব যেমন আমি এই ইউনিয়নের আমির, আমি এই থানার আমির ইত্যাদি পাওয়া যাবে।
এজন্য আমির হওয়া যেন একটা লোভনীয় বিষয় হয়ে যাচ্ছিল অনেক সাথীর কাছে।
বিষয় টা বড়দের নজরে ছিল।
৩য় হযরত জি ইচ্ছা করলে উনার ছেলে জুবায়রুল হাসান (রহঃ) কে ৪র্থ আমির বানিয়ে যেতে পারতেন।
সেক্ষেত্রে যে ফিতনা এখন শুরু হয়েছে সেটা শুরু হত ১৯৯৫ সালে।
উনার ফেরাছাত ছিল, সেকারণেই একক আমির না বানিয়ে বা একক আমির বানানোর প্রস্তাব না রেখে ১০ জনের শুরা বানিয়ে গিয়েছিলেন।
এতে কি কোন সমস্যা হয়েছে ?
২০ বছর ধরে কাম কি চলেনি ?
যারা আজকে বিরধিতা করছে তারা কি এ-ও পদ্ধতিতে কাম করেনি ?
এ পদ্ধতি মাওলানা এনামুল হাসান (রহঃ) এর ইন্তেকালের পর থেকেই চলে আসছিল সুন্দরভাবে পুরো দুনিয়াতেই।
কেন্দ্রীয় পর্যায়ে যেমন শুরা দেশ, জেলা, থানা, ইউনিয়ন সব জায়গায় শুরা।
মহল্লায় তাতক্ষনিক ফায়সাল।
যখনই মাসোয়ারা প্রয়োজন তক্ষুনি তাতক্ষনিক ফায়সাল।
"আমির" যে একটা লোভনীয় কিছু তার অপশন টাই রাখা হয়নি যেখানে নফস আর শয়তান ধোঁকা দিতে পারে।
কিন্তু শয়তান কি আমাদের সুখে কাম করতে দিবে ?
কথায় আছে না "সুখে থাকতে ভুতে কিলায়"।
ভুতের কিলানিতে বড় বড় সাথী এখন চিল্লাচ্ছে, "শুরা পদ্ধতি সুন্নত না, আমির পদ্ধতিই সুন্নত"।
শয়তান ১০০% সফল এই ফিতনা লাগানোতে।
I would now be waiting to watch if this resignation brings something better for Lebanon, or worse.
Whichever, that should be educational for us.
গানের মূল কথা : এখন আমাদের কেবল দুটো দল, মাঝা মাঝি আর কিছু নেই। হয় তুমি "পা চাটা দালাল" নয়তো তুমি "লড়াকু"। কোন দিক বেছে নিবে?
যারা জানতে চান আমি "পা চাটা দালাল" শুনলে মুচকি হাসি কেন।
এগুলো এখন দুর্লভ গান হয়ে গিয়েছে। অথচ এক যুগে ছিলো জনপ্রিয়। এর পর দেখি "মজলুমের পক্ষে যুদ্ধের" গান পাই কিনা। :V
Now facing unrest or civil war after its election where the opposition won but the gov isn't willing to hand over the power.
Good that they sold just a little bit of company shares before the crash.
Bad that they ended up selling those shares to their own citizens because citizens demanded it.
Rather looking forward for the next President after him.
হাশরের মাঠ। অনেক আলেমের মতে এই দুনিয়াতেই। সবাই জড়ো হবে মাঠের শেষ প্রান্তে যার পরে বিশাল খাদ আর যাওয়া যায় না।
বহুক্ষন দাড়িয়ে থাকার পরে আকাশ চামড়া ছেড়ার মতো ছিড়ে গেলো। সারি সারি ফিরিস্তারা নেমে আসলো। শেষে আল্লাহ তায়ালা নামলেন।
দিগন্তে কি যেন ফুটে উঠলো। একটু পরিষ্কার হবার পরে সবাই বুঝলো এটা জান্নাত। জাহান্নামকে আনা হলো। এর স্থান খাদের নিচে। কিন্তু জান্নাতে যাবার কোনো রাস্তা নেই।
মু'মিন দ্বিনদ্বাররা অস্থির জান্নাতে যাবার জন্য। কিন্তু হিসাব আরম্ভ না হলে কারো জান্নাতে যাবার উপায় নেই। সবাই নবি রসুলদের গিয়ে বললো আল্লাহ তায়ালাকে বলেন প্লিজ যেন তারাতারি হিসাব আরম্ভ করে। আদম আঃ বললেন আমি পারবো না। নুহ আঃ বললেন একই কথা। ইব্রাহীম আঃ একই। শেষে রাসুলুল্লাহ ﷺ আল্লাহর অনেক প্রশংসা করে অনুরোধ করলেন।
জাহান্নামে আগুন জ্বালানো হলো। এর উপর একটা ব্রিজ বসানো হলো এটা পুল সিরাত। পার না হয়ে জান্নাতে যাবার উপায় নেই।
কিছু পরে আকাশে ফর ফর কর শব্দ। আসমান ছেয়ে গিয়েছে মেঘের মতো কিছুতে। মানুষের মাথার উপর দিয়ে দ্রুত উড়ে যাচ্ছে। সবগুলো বই। আমলনামা। যার যার হাতে এসে পড়ছে। কারো ডান হাতে কারো বাম হাতে। মানুষ দুই হাতই উচু করে আছে।
কেউ আনন্দে চিৎকার করছে। কারো ফুপিয়ে কান্নার শব্দ।
বিশাল মাটির ধ্বস একদিকে। কাফেরদের একটা বিশাল জামাত হিসাবের আগেই জাহান্নামে পড়ে গিয়েছে। অন্য দিকে মু'মিনদের একটা জামাত পুল সিরাত স্থাপনের পরেই তাতে উঠা আরম্ভ করে দিয়েছে। ওদিকে হিসাব চলছে।
You will need your O level results for your A level admission only. And not much.
And A level results for Versity admission only. And not much.
And versity results for a teaching job only. And not much.
Even if you want to go abroad for higher studies, you have to sit for GMAT/GRE and that score is counted more than your result.
And for private jobs, no one asks you for your result or certificate. It's all about what problems you can solve.
Your target should be about keeping a good and acceptable result and then giving good time to really learn the basics instead of focusing on the score.
Dr. Fauci not convinced. Calls for testing.
Previously Fauci said any vaccine would be only 50% effective.
Now is a turning point.
Either it goes away and normalcy restored.
Or we see a second wave.
প্রাসংগিক স্টেটাসের লিংক কমেন্ট।
Now one might assume that all these are automated. Well most of the planes and airports don't have those advanced electronics to guide the plane for automated landing. So most of the time its old school visual landing watching the lights.
Your altimeter, speed and distance are most important. And pilots don't target the edge of the runway to touch down, rather they target one third way inside the runway.
And I have no idea how they manage those crosswind landing.
মসজিদে কুবা আর ওহদ পাহাড়।
সাধারন নিয়ম : আপনার কাফেলা একটা বাস ভাড়া করে সবাইকে নিয়ে একদিনে সবগুলো পয়েন্ট ঘুরিয়ে আনবে।
এডভান্সড নিয়ম : প্রথম দুই দিন রেষ্ট নিয়ে এর পর একদিন ফজরের পরে রওনা দিয়ে হেটে মসজিদে কুবা ঘুরে আসা। এর পর অন্যদিন উহুদ পাহাড়।
রাস্তা একদম সহজ। মসজিদে নববী থেকে বেরিয়ে কিবলার দিকে সোজা যে কোনো রাস্তা দিয়ে হাটলে মসজিদে কুবা। আর কিবলার উল্টো দিকে হাটলে উহুদ পাহাড়। রাস্তা হারানোর ভয় নেই। পাহাড় আর কুবা মসজিদের মিনার বহু দূর থেকেই দেখে চলতে পারবেন।
সময় লাগবে যেতে ১ ঘন্টা আর আসতে ১ ঘন্টা। ডেষ্টিনেশনে ঘুরতে দেখতে নামাজ পড়তে ধরেন আরো ১ ঘন্টা।
সুবিধা : মদিনা শহরটা একদম ভালো মতো দেখতে পারবেন। এর ঘর, মাঠ, মসজিদগুলো, মানুষ, মার্কেট, স্কুল, বাগান, রাস্তা সব। যদিও স্কুল-অফিস সব বন্ধ হজ্জের মওসুম বলে এর পরও। যেটা বাসে করে গেলে বুঝবেন না।
নিচে এরকম হেটে চলার ছবি। সাদা পোশাকের যারা আছেন তারা অন্যান্য হাজি। সমনের মসজিদটা আরেকটা ঐতিহাসিক মসজিদ রাসুলুল্লাহ ﷺ এর স্মৃতি বিজড়িত যদিও বাসে চড়লে এখানে আনা হয় না।
এমন কি হজ্জের যে সকল জায়গায় দৌড়ানোর নিয়ম, সেখানেও দৌড়াবেন না। হাটতে হবে যেহেতু আপনার স্ত্রী আপনার সাথে আছে।
Hatir Hjeel
Searched. Figured out her mother is Indian, father Jamaican. Religion Christian-Hindu, went to both.
It's said that due to Biden's alleged dementia, his vice president will have to play a greater roll than what's expected, and even might end up being president if things go south.
Not adding my thoughts.
Keep watching.
Figured out Rastafarian isn't the dominant religion in Jamaica. Only 1%. The rest belong to different churches.
[ insert Bob Marly here ]
জালেমের আফসোস খুব কম শুনবেন, কারন মৃত্যুর আগে তাদের বোধ লুপ্ত হয়ে যায়। আর এখান থেকে আমাদের শিক্ষনিয় কিছু নেই।
কিন্তু দ্বিনদ্বার আর সাধারন মুসলিমরা কোনটা নিয়ে আফসোস করে সেটা থেকে "অনেক" কিছু বুঝার আছে।
এবং এটা মৃত্যু শয্যায়ও না। তার বার্ধক্যে পৌছে গেলেই তার কথা শুনে বুঝতে পারবেন জীবনে কোন কাজের জন্য সে আফসোস করছে। কোনটা নিয়ে করছে না।
#মৃত্যুর_পরে
পরিক্ষার আগের রাতের পড়া কখনোই হয় না। যা আগে পড়েছি শিখেছি তাই। তাই শেষ সময়ে আমল অনেক বাড়াতে পারবো এমন মনে হয় না। যেমন আগের রাতের পড়া হয় না।
সারা জীবন যা করেছি তাই।
একটা লোকের পাচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়তে ৪ ঘন্টা সময় লাগে প্রতিদিন। সে যদি সেটা না করে মৃত্যুর আগে এক মাস ধরে দিন রাত ইবাদত করে, তবে সে যেন চার মাস নামাজের সময়ের পরিমান ইবাদত করলো।
কিন্তু সে যদি নিয়মিত নামাজ পড়তো তবে নামাজ পড়তো ৪০-৫০ বছর ধরে।
তাই নিয়মিত ইবাদত অনেক বেশি সোয়াবের। পরিমানের দিক থেকেও। সোয়াবের দিক থেকেও। নিয়মতি ইবাদতের বিকল্প শেষ বয়সের কিছু দিনের ইবাদত হয় না।
প্লাস + যে এক মাস বাসায় বদ্ধ থেকে দিন রাত ইবাদত করলো। তার প্রশংসা সমাজে ছড়াবে। সেও মনে করবে "আমি করেছি"। একটা আত্মতুষ্টি।
যে বছর বছর ধরে নিয়মিত নামাজ পড়লো, তার কোনো প্রশংসাও নেই। আত্মতুষ্টিও নেই। যদিও পরিমানের দিকে থেকে সে বেশি।
মৃত্যুর প্রান্তে। সারা জীবন যা করেছি তাই নিয়ে যেতে হবে।
শেষে শুধু তৌবা।
#মৃত্যুর_পরে
ফলাফল?
এখন ১২% খালি + অন্য সকল ফ্লাটের ভাড়াও আরো ৮% কম।
ঢাকা শহরের দুঃস্থ বাড়িওয়ালাদের জন্য সাহায্য ফান্ড কোথাও থাকলে খবর দিয়েন। সন্ধান রাখা ভালো। :-P
Other brands were priced significantly higher. Majority are 50k. Didn't see the point of spending that much when a cheaper one is available.
Oversized ACs won't cool your room better. Rather the opposite.
https://www.airconditioningarizona.com/bigger-tonnage-ac-wont-cool-better/
And, undersized ACs dehumidify rooms better than even standard sized ones.
https://michaelsenergy.com/briefs/undersize-ac-for-efficient-dehumidification/
In BD, humidity is the killer.
And let me summarize the points here.
1. The AC going short-cycle mode -- when it has cooled the room enough and is turning on and off periodically to keep it such -- is less power efficient than running long.
2. Dehumidifier works like gradual "reduction by a percentage" basis. Therefore the longer you run it, the better it performs. An oversize AC will cool down the room quickly and stop. And can't run any more to dehumidify, as the room is already too cool and running it longer will make it excessively cool. Yet humidity is high, as the AC ran for shorter duration. And you are thus uncomfortable.
3. Also note air-circulation within the room to cool all corners take time. A high tonnage AC will cool the air in front of it too quickly, while rest of the room hasn't had time to balance.
Therefore high tonnage AC isn't either comfortable, nor power saver, nor economically cheaper.
You are basically paying higher for worse.
BUT,
AC manufactures and salesman will give you the opposite idea, as their profit is proportional to the size of AC they sell you.
While,
Maintenance engineers will give you a different idea as their job is to help you get efficient and get more for your bucks.
Now it all depends on need. For a mosque where rapid cool down is required as the AC will run for a short period of time, you might go for high tonnage. For resident home, use the advice I put above.
For those that are *into* buying in this covid downturn for whatever reason. I can tell you 10 such reasons, but what's the point? and whatever :-)
আমি আল্লাহ তায়ালার কাছে ৩০ বছর যাবৎ তৌবাতুস নসুহা করার তৌফিকের জন্য দোয়া করেছি। ৩০ বছর পরে চিন্তা করলাম, "সোবহানাল্লাহ! তিরিশ বছর যাবৎ কেবল একটা দোয়া করলাম তাও কবুল হলো না?"
এর পর দেখতে পেলাম একজন আমাকে বলছে : এতেই তুমি অবাক হয়ে গিয়েছো? তুমি খেয়াল করে দেখেছো তুমি কিসের জন্য দোয়া করছো? তুমিতো আল্লাহ তায়ালার ভালোবাসার জন্য দোয়া করছো, কারন আল্লাহ তায়ালা বলেছেন : ইন্নাল্লাহা ইউহুব্বুত তাওয়াবিন, ওয়া ইউহুব্বুল মুতাতাহহিরিন। তুমি কি সেই ইমামদের দেখো না যারা নিজেদের অন্তরকে পরিষ্কার রাখার জন্য কত চেষ্টা করছে, আর আখিরাতের জন্য কত প্রস্তুতি নিচ্ছে?
- মিনহাজুল আবেদিন।
#আল্লাহর_বান্দা - ১
- ^ এই ধরনের প্রশ্নের উত্তর আমার কাছে পাবেন না। আপনাকে অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে।
No surprise there. Previously Egypt did the same. And UAE's Shekh MbZ is said to be the closest Arab ally of Israel for some long years.
Check Trump's tweet and UAE gov employees rejoicing on twitter.
Next : KSA signing such deal.
Keep watching. Time's close. Two more years to go.
News of another escalation in the Mediterranean. Turkey will lose if real war breaks out. But how much Turkey impacts the world before it loses remains to be seen.
কাউকে কিছু শিখানোর ইচ্ছা নেই। যতটুকু পোষ্টে বলি তার থেকে বেশি কিছু বলার নেই। দুঃখিত।
আর আমাকে বাদ দিয়ে অন্যরা নিজেদের মাঝে ডিসকাস করতে চাইলে আলাদা গ্রুপ করে দিতে পারি। কিন্তু সেটা মডারেট কে করবে সেটা নিয়ে গন্ডোগোল আরম্ভ হবে তাই কোনো সলুশন নেই।
তাই ডিসকাশন যার যার টাইমলাইনে। এর থেকে ভালো কোনো সমাধান নেই।
জাজাকাল্লাহ।
But for this one I traveled from home to join it, finding the schedule in news paper.
Israel should delay annexation of Gaza for two months. Preferably until US presidential election.
Me hunting for some coffee to drink. Might upload pic. :V
এক বুজুর্গ বলেন :
এক জায়গায় দেখলাম অনেক মানুষ তীর ছোড়া প্রেকটিশ করছে। তাদেরকে দেখতে দেখতে কিছ দূরে দেখি একজন একা বসে আছে। তার কাছে যাই কিছু কথা বলতে।
সে আমাকে বলে : তোমার সাথে কথা বলার থেকে আল্লাহর জিকির করা আমার পছন্দ।
: তবে একা একাই জিকির করবেন?
: আমার সংগে আমার রব আছেন, আর কাধে দুই ফিরিস্তা।
: তবে কখন মানুষ এরকম করে জিকির করতে পারে?
: আল্লাহ যখন কারো গুনাহ মাফ করে দেন তখন।
: সেই মাগফিরাত পাবার উপায় কি?
সে এর জবাবে কেবল আংগুল দিয়ে আকাশের দিকে ইংগিত করে।
এর পর আমাকে ছেড় উঠে চলে যায়।
- মিনহাজুল আবেদিন।
- ওয়ালাইকুমুস সালাম।
It's better than the conventional system of lock and key used in other buildings around as
- Once you lose a key, you don't need to make another costing Tk. 100. Where cards cost about Tk. 10 and are instantly available. And you can cancel a card. You can't cancel a lost key.
- If you forget the key, you can use your fingerprint anyway.
https://nypost.com/2020/08/11/a-mad-rush-for-the-exits-as-new-york-city-goes-down-the-tubes/
But, can say that the same is happening with Dhaka. Basically the mega cities are getting vacant.
People rushed to cities as long as cities grew increasing amount of money. As that halts, there's no reason to stay there.
De-urbanization is the new trend we shall probably continue to see over this decade as economy takes a new look.
এখন শেষ বয়সে এসে আবার খুলেছি। পড়ে দেখছি যা কিছু তখন "অসম্ভব" "বাড়াবাড়ি" "হতেই পারে না!" "তবে দুনিয়া চলবে কেমনে?" চিন্তা করতাম -- এর সব কিছুই এখন স্বাভাবিক মনে হচ্ছে -- "এমনই তো" "ঠিক" "আমি যা ধারনা করেছিলাম তাই" "তারাও একই ভাবছে" "আমি একা এরকম না" "মনের কথা"।
কি বদলিয়েছে? আমি দেখছি কেবল "বয়স"। আর কিছু না।
কিন্তু ব্রাউন এর কিছুর জবাব দেন না। এমন নির্লিপ্ত ভাবে সময় কাটান আর স্টেটাসে নিজের জীবনের টুকটাক জিনিস শেয়ার করেন যেন এগুলো কানেই যাচ্ছে না। এমন কি "প্রথম জবাবটা" দেয়ার জন্য মুখ খুলেন না, যেটা মানুষ করে একবার কেবল নিজের অবস্থান ব্যখ্যা করে। নিজের পক্ষে কোনো ডিফেন্স নেই।
ডেনিয়াল চালায় অনেক দিন। কেউ ব্রাউনকে কমেন্টে জিজ্ঞাসা করলে বলে "কিসের ঝগড়া?" সে লিংক দিলে "তবে তাকে জিজ্ঞাসা করো"।
আল্লাহ তায়ালা উনার এই নির্লিপ্ততার পুরস্কার উনাকে দিয়ে দেবেন। এর বিপরিতে উনার সম্মান বাড়াবেন।
আল্লাহ তায়ালা যেন আমাকেও এরকম সোয়াব থেকে বঞ্চিত না করেন যদি এরকম পরিক্ষা নেন। তবুও দোয়া করছি পরিক্ষা যেন উনি না নেন।
এক দল "উভয় পক্ষই ভালো তাই কোনো দিকে যোগ দেবো না" তাই দেয় নি।
অন্য দল "উভয় পক্ষই খারাপ তাই কোনো দিকে যোগ দেবো না" তাই দেয় নি।
প্রথম দলে ছিলো বিখ্যাত সাহাবা কিরামদের অনেকে যারা মুক্তিপ্রাপ্ত।
দ্বিতীয় দলকে আমরা পরবর্তিতে খারেজি হিসাবে চিনি যারা অভিশপ্ত।
তাই এখনো,
"আমি কোনো দলে না কারন সব দল খারাপ"
আর "আমি কোনো দলে না কারন সব দল ভালো"
দুটোকে এক হিসাবে দেখি না।
১
মানুষের কাছে কিছু না চাওয়ার এক পর্যায়ে আসে দোয়াও না চাওয়া।
বরং মানুষের জন্য উল্টো দোয়া করা।
যেমন সালাম দিলে সে সালামের জবাব দিলো। আমি তার জন্য দোয়া করলাম, সেও আমার জন্য দোয়া করলো। আমি তার কাছে চাই নি "ভাই আপনি আমার জন্য প্লিজ দোয়া করবেন বড় অশান্তিতে আছি"। সালাম মানে শান্তির দোয়া।
২
বা রাসুলুল্লাহ ﷺ এর উপর দুরুদ পড়লাম ১ বার। আল্লাহ তায়ালা এর ১০ গুন আমার উপর পাঠাবেন। আমি রাসুলুল্লাহ ﷺ এর জন্য দোয়া করেছি, আল্লাহ তায়ালা আমাকে দিয়েছেন।
৩
অথবা সমস্ত মু'মিন মুসলিমদের ক্ষমার জন্য দোয়া করা। যে করবে আল্লাহ তায়ালা তাকে মু'মিন মুসলিমদের সংখ্যক পরিমান সোয়াব দেবেন। এই যুগে ১ বিলিয়ন মুসলিম আছে। আর দোয়া করার সময় উল্লেখ করা "যারা বেচে আছে তাদের ক্ষমা করেন, যারা মারা গিয়েছে তাদেরও"। তবে সব যুগের মুসলিমদের জন্য দোয়া করলাম।
৪
অথবা কোনো মু'মিন ভাইয়ের জন্য দোয়া করলাম। হে আল্লাহ অমুককে শান্তিতে রাখেন, তার কষ্টকে দূর করে দেন, তাকে জান্নাতে উচ্চ মর্যাদা দিন। কেউ তার মু'মিন ভাইয়ের জন্য দোয়া করলে আল্লাহ তায়ালা একজন ফিরিস্তা নিযুক্ত করে দেন যে কিনা হুবহু ঐ কথাগুলো দিয়ে দোয়াকারির জন্য পাল্টা দোয়া করে। মানে ঐ ফিরিস্তা পাল্টা আমার জন্য একই কথা দিয়ে দোয়া করবে কারন আমি আরেকজনের জন্য দোয়া করছি। দোয়া পেলাম, না চেয়ে, বরং করে।
৫
তাই দোয়ার জন্য হাত পাততে হয় না আরেক জনের কাছে। বরং নিজে করতে হয় অন্যের জন্য। তবে আল্লাহ তায়ালা আমাকে এর উত্তম বিনিময় দিয়ে দেবেন এই দোয়া দিয়ে।
আর দোয়া চাওয়া মানে "আমি আসলে যেন তার কাছে কিছুই চাইলাম না, কোনো বিনিময় চাইলাম না, কেবল শুভাকাঙ্খা ছাড়া। সে জন্য আমি উত্তম" -- এই ধারনা ভুল। দোয়া চাওয়া মানে অনেক কিছু চাওয়া। চাইতে দোষ নেই। কিন্তু আমি কি চাইছি এটা বুঝলে হলো।
এর উপর আগের লিখা :
https://www.facebook.com/habib.dhaka/posts/10154148797668176
মুহাম্মদ বিন ইউসুফ বলেন :
সুফিয়ান থাউরি এক রাতে ইবাদত করার বদলে বসে বসে চিন্তায় সারা রাত পার করে দিলেন। আর কাদতে লাগলেন।
জিজ্ঞাসা করলাম : গুনাহ মাফের জন্য এই কান্না?
বললেন : গুনাহ মাফ আল্লাহর জন্য সহজ। উনি আমার ঈমান ছিনিয়ে নেন কিনা সেই ভয়।
- মিনহাজুল আবেদিন।
আবু ইয়াজিদ বুস্তামি বলেন :
আমি তিন বছর ধরে আল্লাহর ইবাদত করি।
এর পর দেখি একজন বলছে :
হে আবু ইয়াজিদ!
ইবাদতের পাত্র পূর্ন হয়ে গিয়েছে।
তবে লক্ষ্যে পৌছতে চাইলে এখন নিজেকে হেয় করো।
দীনতার পথ ধরো।
- মিনহাজুল আবেদিন
হাসান বসরি মারা যাবার পর একজন তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেন "আল্লাহ তায়ালা আপনার সাথে কি ব্যবহার করেছেন?"
জবাব দিলেন : আল্লাহ আমাকে উনার সামনে দাড় করান। এর পর আমাকে জিজ্ঞাসা করেন :
"হে হাসান! সেই দুই দিনের কথা কি তোমার মনে পড়ে যখন তুমি মসজিদে নামাজে দাড়িয়েছিলে? মানুষ তোমাকে দেখছিলো! তাই তুমি আরো সুন্দর করে নামাজ পড়েছিলে?
যদি এখলাসের সাথে এর আগের কিছু আমল না থাকতো তবে আমার দরজা তোমার জন্য বন্ধ থাকতো।"
- মিনহাজুল আবেদিন।
- ^ এখানে বাহিরের আমলে প্রতিফলনের জন্য আল্লাহ ধরেছেন। অন্তরের জন্য না। এখানে কমপক্ষে। আর আমি এর বাইরে যতগুলো পড়েছি সেগুলোতে।
২। গার্ড অফ অনার ছাড়া এই লাশ দাফন নিষেধ এজন্য লাশ বাইরে ফেলে না রাখি। অবশ্য এখানে কিছু করার নেই। মুক্তিযোদ্ধার লাশ যেহেতু তাই দাফন করলেই পরিবারের জেল। লাশ বাইরে ফেলে রাখতে হবে।
৩। জানাজার জন্য মাইকিং করা হয়েছে সবাই আসরের পরে আসবে, এজন্য লাশ সকাল থেকে সারা দিন ফেলে না রাখি।
তারাতারি দাফন দেই। মৃতেরও এতে শান্তি। জিবিতেরও সোয়াব।
রেলিভেন্ট ফতোয়ার লিংক :
https://www.facebook.com/permalink.php?story_fbid=2708203716061443&id=100006155237973
তিন বছর আগের পোষ্ট। একটু এবসট্রাক্ট কথা। বুঝতে কষ্ট হতে পারে।
Warning : video not safe for taqwa.
https://www.youtube.com/watch?v=SgonBJvVgsw
Comes after Saudi cuting tie with Softbank.
Which meant Saudi stopping investment in US software startups.
And comes after Saudi alienating Al-walid bin Talal the top billionaire investor from family of Saud by arresting him and taking billions of dollars from him as ransom. He was a blue chip fan and possibly a Saudi investment advisor.
And comes after MbS taking control of KSA.
Not sure if I ever shall get a Saudi visa after this post :V
https://www.bloomberg.com/news/articles/2020-08-14/saudi-wealth-fund-ditches-blue-chip-stocks-adds-etfs
Interestingly before 1920s humans weren't aware of any other galaxy even though they could see those, and the milkyway was their whole universe. It's after discovery of theory of relativity that humans could measure distance of heavenly bodies and figure out which one are distant galaxies.
Everything was counted as Nebula before that, clouds of gases in our milkyway. Nebulas are still in the sky, but galaxies though look like Nebula are far far away and larger.
#astronomy
এখন এগুলো নিয়ে আমি ট্রল করতে পারি।
কিংবা,
কিছু শিক্ষনিয় থাকলে শিক্ষা নিতে পারি।
শিক্ষনিয় কি?
?? "মাহদি বলে কিছু নেই। এই সব মাহদি টাহদির কথা বলে উম্মাহ গত ১৪০০ বছরে বহু হাজার বার ঈমান হারিয়েছে, পথভ্রষ্ট হয়েছে।"
উহু। এটা আমার শিক্ষা না।
?? "এই সব আখিরুজ্জামানের ব্যপারে যারা আলোচনা করে তারাই এই পথভ্রষ্টতার জন্য দায়ি"
উহু। এটাও আমার শিক্ষা না।
?? "এই সব তবলিগওয়ালারা পথভ্রষ্ট। দেখেন তাদের কোরআন হাদিস ছেড়ে ওলি আউলিয়ার কিচ্ছা কাহিনি পড়ে কি অবস্থা।"
না। সেটাও আমার শিক্ষা না।
তবে?
শিক্ষা হলো নামাজ পড়ার সময় চোখ বন্ধ করে নামাজ পড়তে হয় না।
সম্ভবতঃ থানভি সাহেবের সময় বা অন্য কারো সময়ের ঘটনা। বহু আগে পড়েছিলাম। কেউ বললো হুজুর ওমুক খুব নামাজ পড়ে কিন্তু একটা দল করে নিজেকে মাহদি দাবি করছে।
জবাব দিলেন : দেখবে নামাজ পড়ার সময় সে চোখ বন্ধ করে নামাজ পড়ে।
বাকিরা খবর নিয়ে জানালো : হ্যা তাই।
Q. "এই বিশাল উম্মাহ কাপানো ঘটনা থেকে আপনার এই ছোট শিক্ষা?"
হ্যা। এতটুকুই। :-)
My kids now a days.
Boeing 707 to 787 in a single line in order.
This is what I used to question when I was young. :-)
Need to send this to my wife.
আকিদা।
মানহাজ।
এখন নতুন যোগ আরমান।
নিঃসংগতার খোজে।
"Executive Orders"
Another Tom Clancy book that I went through at one time.
Here Saddam dies. Iran captures Iraq. Builds UIR, United Islamic Republic. US concerned that other arab countries will join the union, which for some reason they don't like :-).
And then Iran engineers Ebola virus so that it transmits airborn. Tests it on their prisoners, graphics details here. And then sprays it in USA.
USA stands still with all flights grounded, all area quarantined, how we are seeing now. Figures out Iran did it. Considers it equivalent to a nuclear strike and then bombs Ayatullah's residence to pieces. The last scenes were dramatic, with a live TV show.
Interestingly we are passing through similar crisis. And it wasn't Iran that developed the virus. In the story the virus burns out in excess summer heat. While covid is spreading like wild fire in USA in summer heat.
This was probably the last Tom Clancy book I read in the 90s.
দাহাব বলেন :
এক লোক ৭০ বছর ধরে আল্লাহর ইবাদত করে। ৭০ বছর পরে আল্লাহর কাছে একটা দোয়া করে। সেই দোয়াটাও কবুল হয় না।
সে নিজেকে ধিক্কার দেয় : হে নফস। যদি তোর মাঝে বিন্দু মাত্র ভালো কিছু থাকতো তবে এই দোয়াটা হলেও আল্লাহ কবুল করতেন।
আল্লাহ তায়ালা তার কাছে খবর পাঠান : হে আবেদ। তোমার এই অল্প সময়ের ধিক্কারের দাম আগের ৭০ বছরের ইবাদতের থেকে বেশি।
- মিনহাজুল আবেদিন।
Heat wave in US. And temperature in CA desert touches 54.5 C -- highest measured record for any place on earth ever.
Compare with :
- We were told in the 80s that if earth average temperature rise 2 degree C, that will be the end of it, as a third of all residential area will go under water.
- Used to live in an Arab desert in the 70s and when we heard that temperature in a city nearby has touched 42 C in the summer, it made big headline and we were all stunned, "how could people live in there?" we asked the next day in school.
And those same places are now recording temperature of 50+ C in summer.
None of these spell "end of it", as earth goes periodically through cycles of extreme heat and frost. And the last ice age occurred just 12,000 years ago.
বিল্ডিংয়ের ২৫% ফ্লেট এখন খালি।
প্লাস সব ফ্লাটের ভাড়া অলরেডি কমিয়েছি ১২%।
আরো ১২% কমানোর জন্য হেভি চাপ। মানে মোট ২৫% রিডাকশন।
অন্ততঃ চার জন ছিলো প্রতি মাসে দেখা হলেই বলতো "আপনাদের ফ্লাট খালি হলে বলবেন, কবে খালি হবে?"
তাদের একজনকে ফোন দিলাম খালি হয়েছে বলে, সে বলে অন্য জায়গায় আপনাদের দ্বিগুন ফেসিলিটির আরেকটা ভাড়া নিয়ে নিয়েছি আপনাদের থেকে কম ভাড়ায়।
আরেক জন প্রতি মাসে দুই বার ফোন করতো জানতে ফ্লাট খালি হয়েছে কিনা। বলতাম হলে আপনি দেখবেন টু-লেট টাংগাবো। বলে টু-লেট টাংগালে ভাড়া হয়ে যাবে তার আগেই আমি জনাতে চাই।
খালি হবার পরে এখন তার ফোন নেই। জিজ্ঞাসা করলাম, বলে "কামাই নেই, নেবো না।" তবে বাপু এত এত ফোন করে দুই বছর ধরে বিরক্ত করার দরকার কি ছিলো? :-)
লাইফ -- চলে।
জাফর সাবগি বলেন :
আমি আবুল মায়সারাল আবিদকে দেখেছি। ইবাদতে মেরুদন্ড বাকা হয়ে গিয়েছে। এর পরও ইবাদতে লেগে আছেন।
বললাম : আল্লাহ আপনার উপর রহম করুন। আশা রাখেন। আল্লাহর রহমত অনেক বিস্তৃত।
শুনে উনি রেগে গেলেন, "আমার মাঝে এমন কি দেখেছো যে তোমার মনে হলো আমি রহমত থেকে নিরাশ হয়ে আছি? বরং নেককার হবার চেষ্টা, কারন আল্লাহর রহমত নেককারদের কাছাকাছি।"
ان رحمة الله قريب من المحسنين
জাফর বলেন, উনার কথা শুনে আমার চোখে পানি চলে আসে।
- মিনহাজুল আবেদিন।
- ^ অনলাইনে বইয়ের দোকানগুলোতে আছে। পছন্দ মতো যে কোনো সাইট থেকে কিনতে হবে। ঢাকায় থাকলে বাইতুল মুকাররমে দেখতে পারেন।
প্রথম কথা :
এখানে কিছু অন্তরের কথা কিছু কাজের কথা আছে। সবগুলো কাজের অনেকগুলো স্তর আছে। ইয়ংরা অস্থির হয়ে যায়, তারা ধারনা করে প্রথমেই আমাকে শেষ স্তরের আমল ধরতে হবে কারন আমি বেশি চাই, বেশি পারবো। এই এপ্রোচটা ভুল।
বরং :
প্রথম ধাপটা করি। সেটা পারলে দ্বিতিয় ধাপটা। এরকম।
যেমন :
দুনিয়া ছাড়ার কথা বলা আছে। এক্সট্রিমে গেলে সংসার পরিজন ছেড়ে মরূভূমি বা জংগলে। কিন্তু এটা শেষ ধাপ।
দুনিয়া ছাড়ার প্রথম ধাপ হলো :
কারো কাছে কোনো ব্যপারে হাত না পাতা। কেবল এই প্রথম ধাপটা করতে পারলেই জান্নাতের ওয়াদা। রাসুলুল্লাহ ﷺ একবার সাহাবাদের কয়েকজনকে বলেছিলেন কে আছো আমাকে কথা দেবে কারো কাছে কিছু চাইবে না, আমি তাকে জান্নাতের ওয়াদা দেবো?
ঐ গ্রুপের সাহাবাদের পরবর্তিতে তাবেয়িরা দেখে বলেছিলো তাদের হাত থেকে লাগাম পড়ে গেলেও তারা কাউকে বলতো না তুলে হাতে ধরিয়ে দাও। নিজে ঘোড়া থেকে নেমে তুলে নিতো।
এর পর দ্বিতিয় ধাপ :
আল্লাহ তায়ালা যতটুকু দিয়ে যে অবস্থায় রেখেছেন তার উপর সন্তুষ্ট থাকা। কোনো অভিযোগ নেই। আর চাওয়া নেই। পূর্ন সন্তুষ্ট যা দিয়েছেন তাতেই।
এর পরে :
অন্যকে যে আল্লাহ তায়ালা অনেক অনেক বেশি দিয়েছেন সেটা নিয়েও আমার অন্তরে বিন্দু মাত্র কোনো খারাপ ধারনা নেই। আল্লাহর বান্দাকে আল্লাহ দিয়েছেন উনি যতটুকু চান।
এক সাহাবির ব্যপারে রাসুলুল্লাহ ﷺ বলেন সে জান্নাতি। খবর নিয়ে দেখে সে সারা রাত আমল করে না, কিন্তু তার অন্তর এরকম।
শিক্ষা :
ধাপে ধাপে। যতটুকু আমি বুঝি। যতটুকু আমার জন্য সহজ।
তবে এক্সট্রিমটা কার জন্য? :
অন্য সময়ে, অন্য পরিবেশে, অন্য কারো জন্য যেটা আমি বুঝি না। এবং না বুঝলে এখনই বুঝার দরকার নেই।
জাজাকাল্লাহ।
ফোজায়েল ইবনে আয়াজ। উনার ছাত্র অসুস্থ, মারা যাবেন। ফোজায়েল তার কাছে বসে সুরা ইয়াসিন পড়ছে।
সে বললো : উস্তাদ এই সুরা পড়বেন না।
ফোজায়েল থেমে বললেন : তবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো।
বললো : পড়বো না, দরকার নেই।
বলে মারা গেলো।
ফোজায়েল কষ্টে নিজের ঘরে ফিরে গিয়ে ৪০ দিন পর্যন্ত কান্না করলেন। ঘর থেকে বের না হয়ে।
এর পর স্বপ্নে দেখেন তাকে জাহান্নামে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলেন
: কেন ঈমান তোমার থেকে কেড়ে নেয়া হলো? অথচ ছাত্রদের মাঝে তুমি ছিলে ভালো স্থানে।
বললেন : তিন কারনে। চোগলখুরি করতাম। আপনাকে আর সাথিদের ভিন্ন কথা বলতাম। দ্বিতিয়তঃ সাথিদের হিংসা করতাম। আর ডাক্তার বলেছিলো বছরে একবার মদ না খেলে আমার একটা রোগ ভালো হবে না। আমি অনিচ্ছায় হলেও খেতাম।
- মিনহাজুল আবেদিন
জিজ্ঞাসা করে : কি হয়েছে তোমার ব্যপারে?
জবাব দেয় দুটো শের বলে :
تولى زمان لعبنا به
وهذا زمان بنا يلعب
"লম্বা সময় আমি কাটিয়েছি খেলে।
এখন সময় আমাকে নিয়ে খেলে।"
- মিনহাজুল আবেদিন।
এক নেককার লোক। উনার ছেলে শহিদ হন। সে ছেলেকে কখনো স্বপ্নে দেখে না।
ওমর বিন আব্দুল আজিজ একদিন মারা যান। সে রাতে নিজের ছেলেকে স্বপ্নে দেখেন। জিজ্ঞাসা করেন
: তুমি মারা যাওনি?
: না। আমাকে শহিদ করা হয়েছে। আমি জিবিত আছি। আল্লাহর থেকে রিজিক পাই।
: তবে এতদিন দেখি নি কেন? আজকে যে?
: আসমানের সমস্ত নবি, সিদ্দিক আর শহিদদের বলা হয়েছে উমর বিন আব্দুল আজিজের জানাজায় শরিক হতে। তাই এসেছি। ভাবলাম আপনার সাথে দেখা করে যাই।
- মিনহাজুল আবেদিন।
মালেক বিন দিনার বলেন :
আমার এক প্রতিবেশি। মারা যাচ্ছে। দেখতে যাই। মৃত্যু পথ যাত্রি আমাকে বলে
: আমার সামনে আগুনের দুটো পাহাড় দেখছি। বেয়ে উঠছি। কষ্ট হচ্ছে।
পরিবারকে জিজ্ঞাসা করি। সে ব্যবসায়ি। দুটো ওজন মাপার পাথর রাখতো একটা দিয়ে মেপে মাল কিনতো, অন্যটা দিয়ে বিক্রি।
বুঝি কেন। পরিবারকে বলি দুটোই আনো। এর পর একটা নিচে রেখে অন্যটা দিয়ে জোরে মেরে দুটোই ভেঙ্গে ফেলি।
এতে তার তৌবা হবে?
তখনো জিবিত। কাছে যাই।
বলে : কষ্ট আরো বেড়েছে। কমে নি।
- মিনহাজুল আবেদিন।
- ^ corrected.
বালাম ইবনে বাউর।
মুসা আঃ এর সময় এক বুজুর্গ ছিলেন। আল্লাহ তায়ালা তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে আসমানে তাকালে সে আল্লাহর আরশ পর্যন্ত সব দেখতে পারতো।
১২ হাজার আলেম তার থেকে ইলম শিখতো।
সে পরবর্তিতে ঈমান হারিয়ে ফেলে। দুনিয়ার বুকে প্রথম ব্যক্তি হয় যে লিখে "এই সৃষ্টির কোনো স্রষ্টা নেই"। নাস্তিকতার বানী।
এই অবস্থায় তার মৃত্যু।
- মিনহাজুল আবেদিন।
-
আল্লাহর এক বান্দা।
অনেক মুত্তাকি। অনেক ইবাদত গুজার। ইলম শিক্ষার জন্য উস্তাদের কাছে আসেন। কিন্তু কেন যেন কিছু শিখতে পারেন না। তবুও চেষ্টা। সবাই অবাক।
শেষে অসুস্থ হয়ে যায়। অসুস্থ অবস্থায় সে ডাক্তারের কাছে না গিয়ে সঙ্গীদের দের সংগে থেকে চেষ্টা চালিয়ে যায়। অবস্থা বেশি খারাপ।
আবু বকর বলেন : আমি তার পাশে বসা ছিলাম। সে আকাশের দিকে তাকায়। এর পর বলে
لمثل هذا فليعمل العاملون
"এর জন্যই আমল কারিরা আমল করে" সুরা সফ এর আয়াত যেখানে জান্নাতিদের কথা বলা হয়েছে।
এর পর সে মারা যায়।
- মিনহাজুল আবেদিন।
১। মানুষ আমাকে টেষ্ট করে দেখতে চায় কি বলি।
২। কাদিয়ানিরা সত্যি ছড়িয়ে গিয়েছে, মানুষ তাদের নিয়ে কনফিউজড।
আমার ধারনা ১ নম্বর।
যেটাই হোক, আল্লাহ তায়ালা আমাকে নিজের পরিবারের বাইরে কাউকে ফতোয়া দেবার থেকে রক্ষা করুন।
প্রতিটা প্রশ্ন আমার জন্য পরিক্ষা।
আর প্রতিবার এর পাশ হলো বলতে পারা : "জানি না"।
আব্দুল্লাহ বিন মুবারক।
কিতাবুল জিহাদের লিখক।
মৃত্যুর সময় কাছিয়ে আসে।
আকাশের দিকে তাকান।
হাসেন।
হাসি ছড়িয়ে পড়ে।
বলেন :
لمثل هذا فليعمل العاملون
"এর জন্যই আমল কারিরা আমল করে"।
মারা যান।
- মিনহাজুল আবেদিন।
আবু সাইদ খারাজ বলেন :
আমার অবস্থা এমন ছিলো আল্লাহর সাথে যে উনি আমাকে তিন দিনে একবার খাওয়াতেন।
একবার এক মালভূমিতে ঢুকলাম। তিন দিনেও খাওয়া পেলাম না। চতুর্থ দিন দুর্বল হয়ে বসে পড়লাম।
কেউ বললো : কোনটা চাও? মাল? নাকি শক্তি?
বললাম : না, কেবল শক্তি।
দাড়িয়ে গেলাম। গায়ে শক্তি চলে আসলো। এভাবে ১২ দিন কাটালাম কোনো কষ্ট ছাড়াই।
- মিনহাজুল আবেদিন।
- নাম্বর মনে নেই। আর বললেও অধিকাংশের সাথে মিলবে না। বহু পাবলিকেশনের আছে এর অনুবাদ।
ক্ষুদ্র ঘটনা :
মিটিংয়ের শেষে কোনো এক সচিব বিদায় করার জন্য বলেছেন "... ঠিক আছে পরিক্ষার প্রস্তুতি নেন, সমস্যা কি?"
যিনি শুনেছেন তিনি ফেসবুকে এসে পোষ্ট করেন :
পরিক্ষা নেবার অনুমতি পাওয়া গিয়েছে।
বাকিরা সেটার স্ক্রিন শট নিয়ে বলা আরম্ভ করেছে :
মাদ্রাসা খুলার অনুমতি পাওয়া গিয়েছে।
সেই স্টেটাসগুলো রেফার করে পরের লেভেলের শেয়ার কারিরা :
মাননীয় প্রধানমন্ত্রী মাদ্রাসা খুলার অনুমতি দিয়েছেন।
দেখতে থাকেন ...
- Two quakes in Indonesia. 7.9 & 7.8, 10 mins apart. But Indonesia is notorious for quakes. No new news here either.
Bidders are still betting in favor of Biden. But take this with a grain of salt. In last election they all bid against Trump and he still won. Regardless it talks a lot on where people are putting their money instead of their speech.
To interpret : the second number is how much you bid, and first number is how much "extra" you win when you win.
Ain't explaining too much. Not endorsing bidding. And had to use proxy sites to take this screen shot as all bidding sites are blocked from BD firewall.
তবে তবলিগের দ্বন্ধের চরম পয়ন্টের মতো দ্বন্ধ এখনো আরম্ভ হয় নি এখানে। হবে যেদিন দেখবো টংগির মাঠের ডিসেম্বরের জোড়ের মারামারির মতো উনাদের মাঝে লঠি নিয়ে মারামারি লাগছে।
উপরেরটা ভবিষ্যতের কথা যেটা দেখার বিষয় মিলে কিনা।
নিজের জন্য সাবধানতা যে তবলিগের দ্বন্ধের সময় কমপক্ষে তিন জন রিয়েল লাইফ পুরানো বন্ধুকে শত্রু করে ফেলেছিলাম পক্ষে বিপক্ষে পোষ্টের কারনে।
কিন্তু এই দ্বন্ধে আলেমদের কাউকে আমি শত্রু করতে চাচ্ছি না। এজন্য বেশি কাছের বন্ধুদের ব্লক করে রাখি : আমার স্টেটাস পড়ে আমার সাথে শত্রুতা করার দরকার নেই। বরং ফেসবুক থেকে দূরে থাকেন তবে আমার সাথে শত্রুতার কারনটা শেষ। দুজনই বন্ধু। দূরে থাকেন মানে ফেসবুক ছাড়ার দরকার নেই। একে অন্যের পোষ্ট না পড়তে পারলেই হলো।
ফেসবুক বন্ধুত্বের সিড়ি না। শত্রুতার সিড়ি।
First time rode a bumper car : when was in class 3.
Last time rode a bumper car : when my kid was in class 3.
Possibly that's the last time I would have ever ride it. Lost the excitement and then the there's the issue of age.
Initially did it with a manual change over switch. But that was tiresome. Every time the power fails you need to flip the changeover switch to connect with the generators power, turn on the generator and when power returns flip it back to mains.
Then discovered the automatic change over switches when I discarded the manual one, and started to use this.
There's still a change over switch at home, but not this large. Now I do it with 220V relays which are one tenth this size.
And large ones aren't durable either.
Or rather say "sat". As things have gone upside down in covid.
But natives don't get tired, they are accustomed with the extra effort and don't feel it.
Scenes are stunning. Specially if it's your first visit. The breeze, open space and clouds touching the mountain tops all year round.
Mainly the keyboard gets damaged due to overuse. None of the previous 8 to 10 laptops I used before, lasted more than a year. It was then basically a new laptop every year.
Wondering what to do next. Might go for another cheap Thinkpad, but backlit keyboard is important for night, and backlit keyboards aren't cheap.
Can't go for other laptops beside Thinkpads as I need to run Linux Fedora as primary OS and random laptops from other vendors might not have all the drivers.
The Thinkpad I am using now was priced exactly equal to that of a Macbook Air at that time. And right now I am not sure what to do.
Don't want to pay Apple any more of my money.
It was Nixon in 1960. Reagan in 1980. Reagan didn't die, rather was shot pretty bad and hospitalized to survive.
Didn't affect Bush in 2000. But you know it's 2020, when people mistake thunder strikes as Godzila strike :V
Opinion is pretty divided and no one knows who will win.
Price :
i3 : 48k.
i5 : 58k.
The difference is that i3s are dual core while i5 are quad. Had been using i5s for the last decade but now having a second thought.
The one I am using now can run 8 parallel processes. And the only time when I needed all those were when striping music off videos and pretty much nothing more.
Possibly going for i3s. Knowing that no matter how expensive a laptop I get, won't last more than 1 year anyway. Therefore it's better to go for the cheap ones.
Wondering if that will allow me to wipe the whole OS and install linux on it. There's some protection called APC or whatever that didn't allow unauthorized OS to be installed.
Forget those 7 ingredients to treat Covid. You won't be able to get any of those.
The question boils down to which of the 7 is the *main* ingredient.
The answer : It's Honey.
Therefore treat your covid with honey.
Main research paper which says upper respiratory tract infection is treated better with honey than antibiotics.
https://ebm.bmj.com/content/early/2020/07/28/bmjebm-2020-111336
And CNN's coverage of it.
https://edition.cnn.com/2020/08/19/health/honey-common-cold-cough-treatment-scn-wellness-scli-intl/index.html
Now none of these talks about covid. But you know it anyway.
So how do I treat with honey?
Take 1 tea spoonful of honey thrice every day and continue for months.
Started in Saudi last night, today is their 1st of Muharram.
Will start in BD, PK, IN from tonight, InshaAllah.
1
You need to study at least 2 subjects. Students generally take 3 or 4 but their best 2 are counted toward versity admission. Recommend taking 3.
2
Unlike HSC, you need to sit for exams in both the years. The first year is called AS, and the second year's exam A2. Adding both up makes A level result.
3
Feeling super human? Can sit for both AS and A2 in 1year. But that's not recommended. Take your time.
4
I don't see any point in getting admitted in a collage now. Classes are on hold and no indication when those might resume.
6
You basically have 6 months for preparation and 80% of that time will have passed even if schools open by next Jan.
7
Practical exams are important. You need to practice those. And practical guide books are available in the market. Coaching centers come helpful.
8
As for textbooks everyone buys and reads the board sanctioned ones unlike in O level which didn't have official books, only the syllabus.
9
If you miss a subject and get admitted in university which requires it, as like didn't take Biology but your major requires it for example, then you can sit for Biology exam *while* you are still studying in University. So don't worry too much. It's not the end of your career.
দ্বিনের ব্যপারে যে কোনো প্রশ্ন, এবসুলেটলি যে কোনো প্রশ্ন করলে তুমি বলবে "জানা নেই"।
যদি তুমি মনে করো "হায়! সে জানে না! আমি তাকে জানিয়ে দেই" তবে প্রশ্নকারি আর তোমার মাঝে তুমি সবচেয়ে বড় আহাম্মক।
"জানে না" তাই "জানতে চায়" একারনে কেউ প্রশ্ন করে না। এবসুলেটলি কেউ না। সবাই জবাবটা জানে। প্রশ্ন করে অন্য কোনো কারনে যেটা তুমি জানো না।
কেবল নিজের পরিবার তোমাকে দ্বিনি প্রশ্ন করলে জবাব দাও।
Self reminder.
OK. I now am a little bit more sinner than I previously was for eating it.
But relax! It's not the end of the world.
মনে করেন একটা হাদিস শেয়ার করে নিচে লিখে দিলাম "বুখারি শরিফ"।
কেউ প্রশ্ন করলো : এটা কি সহি?
কি জবাব দেবো?
যদি জবাব দেই : "কোন আক্কেলে এই প্রশ্ন করেন?" -- তবে তার সাথে খারাপ ব্যবহার করা হবে।
যদি বলি "বুখারি শরিফের সব হাদিসই সহি" -- তবে ঠিক না। শায়েখ আলবানির মতে ১৭ নাকি ১৮ টা হাদিস জয়িফ।
https://islamqa.info/en/answers/178907/
কিন্তু সে এত কিছু বুঝে না। সহজ সরল। সরল মনে প্রশ্ন করেছে। তবে "বুখারির হাদিস সহি কিনা" এটা না বুঝার মতো এত সরল সে হলে, "হাদিস সহি" বলতে কি বুঝায় সেটাও সে নিশ্চই বুঝে না?
তার কথা বাদ দেই। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে "সহি হাদিস" বলতে কি বুঝায়? তবে নিজেও উত্তর দিতে পারবো না।
তাই উত্তর হলো : "জানা নেই"।
সিম্পল একটা প্রশ্ন। এর পরও আমার সঠিক উত্তর : "জানা নেই"
আমি নিজে যতটুকু জানি মনে করি ততটুকু আমি জানি না।
একই প্রশ্নের উত্তর বিভিন্ন ক্লাস, সমাজ, পরিবেশ, আইডলজি, গ্রুপ, দলের জন্য ভিন্ন ভিন্ন হবে।
কিন্তু মাসলা মাসায়িল বাদ দেই। একেবারে ফান্ডামেন্টাল জিনিসগুলোর ব্যপারে তো উত্তর এক?
"কাউকে প্রশ্ন করলেন কালেমার ব্যপারে। সে জবাব দিলো জানা নেই, তবে কি তার ঈমান থাকবে?"
ঠিক। এসব ব্যপারে নিশ্চই কোনো তর্ক নেই?
কিন্তু এসব ব্যপারে কেউ প্রশ্ন করে না। করে বিতর্কিত ব্যপারে।
আর কালেমার ব্যপারে তর্ক আছে কি নেই, সেই ব্যপারে লিখেছিলাম নিচের পোষ্টে।
শেষে সব উত্তর হবে "জানা নেই"। ফান্ডামেন্টাল ব্যপারেও। আমার প্রয়োজনীয় উত্তর আমি জানি। কিন্তু আপনার কি প্রয়োজন সেটা আমি জানি না। কালেমার ব্যপারে হলেও।
https://www.facebook.com/habib.dhaka/posts/10157047699273176
আল্লাহ তায়ালা আমাকে "মানুষকে সংশোধনের" নামে নিজে বিপথ গামি হয়ে যাওয়া থেকে রক্ষা করুন।
হিজরি নতুন বছর ১৪৪২ আরম্ভ।
এখন "অগাষ্ট-২১ ছিলো হিজরির ১ম দিন" এটা যদি সারা বছর মনে রাখতে পারেন তবে সামনে রমজান কবে? ঈদ কবে? হজ্জ কবে? শবে বরাত কবে? সবগুলো প্রশ্নের "রাফ" উত্তর পাবেন সহজে।
মূল ফরমুলা : "প্রতিটা আরবি মাস, ইংরেজি মাস থেকে ঠিক ১ দিন কম" -- এতটুকুই।
তবে রমজান কবে?
রমজান হলো ৯ম মাস হিজরির। মানে এখন থেকে ৮ মাস পরে।
তাই অগাষ্ট ২১ তারিখের সাথে ৮ মাস যোগ দিন এর পর ৮ দিন বিয়োগ করেন = এপ্রিলের ১৩ তারিখ রমজান আরম্ভ -- রাফ।
হজ্জ কবে?
হজ্জ আমাদের হিসাবে পড়ে ৮ জিলহজ্জ [সৌদির ৯ই]। জিলহজ্জ হলো হিজরির ১২তম মাস। এখন থেকে ১১ মাস পরে।
অগাষ্ট ২১
তাই ৮ ই জিলহজ্জ এর ৭ দিন পরে
= জুলাই মাসের ১৭ তারিখ
সে দিন হজ্জ রাফ।
And me reducing posts on religion and politics -- nothing much to post on anyway.
অধিকাংশ মানুষের জন্য ভালো। একে অন্যের কাছ থেকে ভেলিডেশন নিতে পারে। ভেলিডেশন মানে "আমি কি ঠিক?" অন্য কেউ উত্তর দেবে "হ্যা, আমরাই ঠিক"। সবাই আরেকবার আশ্বস্ত হলো।
একা চললে দল ছাড়িয়ে দ্রুত চলা সম্ভব। তাতে হয় পথ হারায় নয়তো গন্তব্যে আরো সহজে ও দ্রুত পৌছে।
কিন্তু নিজে পথ চিনে চলার মতো যোগ্যতা আর সাহস থাকতে হবে। না থাকলে দলের সাথে চলা ভালো।
"ছিলো আমার দালান বাড়ি
সাত মহলা!
তোমার বাড়ি সুন্দর কইয়া, পথে নামাইলা।"
^^^ এটা কখনো করবেন না।
ছিনতাই করে মানুষ যত না টাকা হারায়, তার থেকে শত গুন বেশি টাকা হারায় সেই ব্যগ পেছনে রেখে সিএনজি থেকে নেমে যাবার পরে "হায়, ব্যগ নিতে ভুলে গেছি" স্মরনে আসার পরে।
তাই ব্যগ পেছনে রাখলে আপনার টাকা হারানো সম্ভাবনা ছিনতাই হওয়া থেকে ১০০ গুন বেশি।
হাজার হাজার খবর :
১০ লক্ষ টাকা সিএনজিতে রেখে ভুলে গিয়েছে।
ব্যংকে থেকে ৩০ লক্ষ টাকা তুলে সিএনজিতে রেখে ভুল গিয়েছে।
৭০ লক্ষ টাকা সিএনজিতে রেখে ভুল চলে এসেছে।
সবগুলো এই কেইস। সবাই সিটের পেছনে টাকা রেখেছিলো।
যদি সিএনজি ওয়ালা আপনাকে বলে "স্যার হাতে কি? মানে বলছিলাম যদি টাকা হয় তবে সিটের পেছনে রাখেন, আপনার ভালোর জন্য বলছি, রাস্তা ঘাটে যত ছিনতাই, বুঝেন না?"
তবে তার কথা শুনবেন না। সে এই সব কেইস জানে, এই জন্য তার সাধু উপদেশ।
বোনাস : পেছনে রাখার পরে রাস্তার কোনো জ্যম-সিগন্যালে সিএনজির পেছনের কভার কেটে অজানা কেউ সেই ব্যগ চুরি করেছে এমন খবর অনেক।
সে জানলো কেমনে? সিএনজি ওয়ালাই ফোনে তাকে বলেছে।
"তবে কোথায় রাখবো?"
আমি লক্ষ টাকা ভর্তি ব্যগ রাখি পায়ের কাছে ফ্লোরে ফেলে এর পর ব্যগের হাতল পায়ে পেচিয়ে রাখি। যেন নামার সময় টান লাগে, না ভুলি। ফ্লোর থেকে চুরি করা সবচেয়ে কঠিন ছিনতাই কারিদের জন্য। আর ফ্লোরে কেউ টাকার ব্যগ রাখে না। টাকার একটা সম্মান আছে না? এটা আদবের খেলাফ, এবং ছিনতাইকারিরাও জানে আদব কি।
আরেকটা বেকলা টেকনিক : রিকশা দিয়ে আসার সময় লক্ষ টাকার ব্যগ রিকশা ওয়ালাকে বলে রিকশার সিট তুলে এর নিচে রাখা সিকিউরিটির জন্য। এরাও অধিকাংশ কোনো একদিন রিকশা থেকে নামার পরে টাকা নিতে ভুলে যায়। ব্যংকে বা বাসায় ঢুকেই মনে পড়ে হায়!
নিজেদের শিক্ষার জন্য। অন্যকে বেকলা না বলি। আমি নিজেও বেকলা হয়ে যেতে পারি একদিন।
অনেকগুলো বাধা আছে। সংক্ষেপে সেগুলো উল্লেখ করছি।
১
কেউ এসে আপনাকে বলবে, "ইবাদত বলতে কেবল নামাজ রোজা বুঝায় না, বরং দুনিয়ার ... সব কাজই ইবাদত।"
ব্যসিক্যলি উনি বুঝাতে চাচ্ছেন দুনিয়াদারি করাই আসল ইবাদত। নামাজ রোজা তাই ফরজ পরিমান থেকে বেশি বাড়াবেন না, প্লিজ।
২
বলবে, "নেক সুরতে শয়তান ৭০ হাজার ভাবে ধোকা দেয়, তোমাকেও নেক সুরতে শয়তান ধোকা দিচ্ছে।"
আমাকে নেক সুরতে শয়তান ধোকা দিচ্ছে "ইবাদত করলেই তুমি নেক সুরতে শয়তানের ধোকায় পড়ে যাবে" -- এই ভয় দেখিয়ে। এবং এই ভয় দেখানোর জন্য শয়তান নিজে না এসে ঐ লোককে নিয়ে এসেছে।
ঐ লোকের উপদেশই নেক সুরতে শয়তানের ধোকা আমার জন্য।
আমার সমান্য ইবাদত শয়তানের ধোকা না।
৩
বলবে, "শয়তান মানুষকে বেশি সোয়াবের কাজ থেকে সরিয়ে কম সোয়াবের কাজে লিপ্ত করে রাখে।"
তবে "বেশি সোয়াবের কাজ কি?" আর "আমার সামান্য ইবাদতের কারনে অন্য কোন বেশি সোয়াবের কাজ থেকে বঞ্চিত হচ্ছি?" স্পষ্ট করে কিছু বলবে না। সে বলবে "এগুলো আগে জানো" "আলেমদের থেকে জেনে নিও" এবসট্রাক্ট হাই লেভেলের কথা বার্তা।
সে ক্ষেত্রে বুঝতে হবে আমার কাজটাই বেশি সোয়াবের ছিলো। তার আসলে কোনো স্পষ্ট কথা নেই। এবং তার মূল উদ্যেশ্য ছিলো আমাকে ইবাদত থেকে ফিরানো। আর কিছু না।
তিনটাই লিখাম এখন ... পরে সময় পেলে আরো তিনটা ইনশাল্লাহ।
ফেসবুক আপনার মেসেজগুলোকে তিন ভাগে ভাগ করে।
১। ইনবক্স।
২। মেসেজ রিকুয়েস্ট।
৩। ফিল্টারড মেসেজ।
আমরা অনেকে মেসেজ রিকুয়েষ্টকে সব মনে করে বসে থাকি। আমার অধিকাংশ মেসেজ আসে ফিল্টারড মেসেজে।
এই বক্সটা লুকানো থাকে। যেতে হলে ইনবক্স -> সেখান থেকে মেসেজ রিজুয়েষ্ট -> সেখান থেকে স্ক্রল করে সমস্ত মেসেজ পার হতে হবে, হয়তো হাজার। শেষ লিংকটা হলো "View Filtered Messages"।
যাওয়া কষ্টকর তাই আমি সরাসরি লিংকটা কপি পেষ্ট করে চলে যাই।
লেপটপে যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য সরাসরি লিংক। নিচের টা। লিংকের মাঝের স্পেইসটা ডিলিট করে ব্রাউজারের ইউআরএলে পেষ্ট করেন।
https://www. facebook.com/messages/filtered/
মোবাইলে যারা করেন তারা নেটে সার্চ করে বের করে নিতে পারেন কি করে সেখানে যেতে হয়।
UFC best knock outs. These are clips from the final phase of mostly long and boring fights.
আমার তৈরি মূর্তিগুলো এই স্টেশনে রয়ে যাবে। আমি চলে যাবো পরের স্টেশনে।
পরের স্টেশনে আমার এই মূর্তিগুলো না, বরং যে নামাজ রোজা সংগে করে এনেছি সেগুলো আমার সম্পদ।
আর এ সম্পদ অনন্ত কালের জন্য।
৪
বলবে, "তুমি শো অফ করছো, রিয়াকার ..."
রিয়ার ভয়ে আমল ছেড়ে দেবো কেবল তখন যখন প্রথম থেকে আমলটা করার উদ্যেশ্য ছিলো মানুষকে দেখানো। যেমন "দেখাতে না চাইলে আমি এই আমলটা করতামই না।"
এমন না হলে আমল ছেড়ে দিলে আমার ক্ষতি। আশরাফ আলী থানভী সাহেবের নসিহা আছে এর উপর। আগে একসময় লিখেছিলাম।
৫
বলবে, "অধিক আমল করলে মানুষ পাগল হয়ে যায়। শয়তানে ধরে।"
যেমন রাতে তাহাজ্জুদ পড়লে তাকে জ্বীনে ধরে। এটার জবাব দেয়ার প্রয়োজন নেই।
৬
আমলের বদলে মানুষ আপনাকে তর্কে লিপ্ত করে দেবে।
"এটা ঠিক না"
"এর থেকে সেটা বেশি সোয়াবের"
"এটা দরকার নেই"
"না করলেও চলে"
চুপ থাকি। প্রথমটার জবাব দিলে সে দ্বিতীয়টা নিয়ে আসবে। সেটার পরে আরেকটা। উদ্দেশ্য আমাকে তর্কে ব্যস্ত রাখা।
Another punch in the gut of world food production. As the chemical is basically fertilizer for harvesting.
-> So Lebanon explosion.
-> Lead to food shortage in Lebanon. The large building standing just beside the explosion center in all videos was Lebanon's largest grain silo. Not any ordinary building.
-> Lead to banning of Ammonium Nitrate shipment and production globally. Which will sharply reduce fertilizer availability.
ইব্রাহিম তাইমি। "মুসাবআতুল আশরা" ওজিফার বর্ননাকারি।
উনি আ'মাল কে বলেন।
: আমি এক মাস ধরে কিছু খাচ্ছি না।
: এক মাস?
: আসলে দুই মাস। এক মাস আগে একজন একটা আংগুরের খোসা দিয়েছিলো খেতে সেটা খেয়েছি। এর আগের এক মাস না খেয়ে ছিলাম।
: খোসাটা খেয়েছিলেন কেন?
: সে দেয়ার আগে আমাকে কসম খাইয়েছিলো যেন আমি খাই। আর সেটা খেয়ে আমার পেট খারাপ হয়ে গিয়েছিলো।
- মিনহাজুল আবেদিন
- ^ "খাও অপচয় করো না" -- খেতে নিষেধ নেই। খাওয়া না পেলে জিকির হলো রিজিক। তাদের যেমন।
আবু ইয়াজিদ বোস্তামি এক বুজুর্গ। এক কাফন চোর এসে তার কাছে তৌবা করে। তৌবা শেষে চোরকে উনি জিজ্ঞাসা করেন কবরে তুমি কি দেখেছো?
জবাব দেয় : ১০০০ কবর আমি চুরি করেছি। কেবল দুজন পেয়েছি যাদের মুখ কিবলার দিকে তখনো ফিরানো ছিলো। বাকিদের মুখ ছিলো উল্টো দিকে ঘুরানো।
- মিনহাজুল আবেদিন।
ইব্রাহিম খাওয়াস। উনি ইব্রাহিম আদহামের যুগের কিন্তু একটু কড়া ছিলেন।
উনি বলেন আমি মরূভুমিতে দেখি এক ছেলে। উজ্জল চেহারার।
জিজ্ঞাসা করলাম : কোথায় চলেছো?
বললো : মক্কায়।
: খালি হাতে? সওয়ারি ছাড়া?
বললো :
يا ضعيف اليقين ،
الذي يقدر على حفظ السماوات والأرض
يقدر أن يوصلني إلى مكة بلا زاد ولا راحلة .
হে দুর্বল একিনের মানুষ। যিনি আসমান জমিন হিফাজত করছেন উনি আমাকে খালি হাতে সওয়ারি ছাড়া মক্কায় পৌছাতে পারেন।
এর পর তাকে পেছনে ফেলে আমি চলে আসি। মক্কায় প্রবেশ করি। দেখি সে আমার আগে পৌছে তোয়াফ করছে। আর কবিতা পড়ছে :
يا نفس سيحي أبدا… ولا تحبي أحدا
إلا الجليل الصمدا… يا نفس موتي كمدا
হে নফস! তোমার জীবন অনন্তকালের।
কাউকে ভালোবেসোনা না --
সেই জলিল-সামাদকে ছাড়া।
হে নফস! আমার মৃত্যু কষ্টকর।
এর পর ছেলেটা আমাকে দেখে বললো :
يا شيخ أنت بعد على ذلك الضعف من اليقين
হে শায়েখ! এর পরও কি তোমার একিন এখনো দুর্বল?
- মিনহাজুল আবেদিন।
-
- 6 feet width? It will burn up even before we notice it. call me up when we have a manhattan sized one.
ইব্রাহিম আদহাম বলেন :
আমি লেবাননের পাহাড়ে অনেক আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য পেয়েছি। তারা আমাকে বলেছে : যখন তুমি দুনিয়াদারদের কাছে ফিরবে তখন তাদের চারটা বিষয়ে নসিহা করবে বিশেষ ভাবে :
যে বেশি খাবে -- সে ইবাদতের স্বাধ পাবে না।
যে বেশি ঘুমাবে -- সে জীবনে বরকত পাবে না।
যে মানুষের সন্তুষ্টি খুজবে -- আল্লাহর সন্তুষ্টির জন্য সে অপেক্ষা করবে না।
যে বেশি বাজে কথা আর গিবত করবে - সে দ্বিন ইসলাম নিয়ে দুনিয়া থেকে বেরুতে পারবে না।
- মিনহাজুল আবেদিন।
সহল রাহি: বলেন :
সমস্ত ভালো এই চারটা স্বভাবের মাঝে। এ দিয়েই আবদালরা আবদাল হয়।
খালি পেট
চুপ থাকা
সৃষ্টির কাছে না চাওয়া
রাত জাগা।
- মিনহাজুল আবেদিন।
ইউনুস ইবনে আব্দুল্লাহ বলেন :
আমি নিজের নফসের দিকে লক্ষ্য করে দেখেছি।
সে বসরাহ শহরের তীব্র রোদ গরমে রোজার কষ্ট সহ্য করতে পারে।
কিন্তু জিহ্বাকে অপ্রয়োজনীয় আর বাজে কথা বলা বন্ধ করাতে পারে না।
- মিনহাজুল আবেদিন
আমর বিন আবদ কায়িস :
দিনে রাতে মিলে ১০০০ রাকাত নামাজ পড়তেন। এবং নামাজ শেষে নিজের বিছানায় গিয়ে বলতেন : হে নফস, সমস্ত খারাপের উৎস। খোদার কসম! আল্লাহর জন্য তোমাকে আমি চোখের পলকের জন্যও খুশি রাখবো না।
মৃত্যুর সময় উনি সারা দিন কান্না করছিলেন। মানুষ জিজ্ঞাসা করলো : কান্না কেন?
বললেন : আল্লাহ তায়ালার এই কথার জন্য
إنما يتقبل الله من المتقين
আল্লাহ কেবল যার তাকওয়া আছে তার থেকে কবুল করেন।
- মিনহাজুল আবেদিন।
- FAQ : "সারা দিনে ১০০০ রাকাত পড়ে কি ভাবে?"
উত্তর : জানা নেই। এটা আমাকে বিভ্রান্ত করে না। তাই জানার চেষ্টা করি না।
উনি দোয়া করেছিলেন ইমাম মাহদিকে স্বপ্নে দেখার জন্য। আল্লাহ তায়ালা উনাকে দেখান।
উনি বলেন : উনার চেহারা আরবদের মতো ফর্সা। শক্তিশালি শরির। দুই হাত স্বাভাবিকের থেকে বেশি লম্বা নিচে উরুর কাছে ঝুলে থাকার মতো, আমাদের মতো কোমড়ের কাছে না। এবং দেখেছেন তোতলিয়ে উনি উরুতে হাত মারতে।
উনি রাসুলুল্লাহ ﷺ কেও দেখেছেন। উনার চেহারাও আরবদের মতো এবং শক্তিশালি।
বললাম কেন?
কেউ আরমান ভাইয়ের কথা আর তার চেহারার ক্লোজ আপ ছবির প্রচার যেখানে অনুসারিরা বলে - "মিলিয়ে দেখেন চেহারা রাসুলুল্লাহ ﷺ মতো আর মাহদির চেহারাও হবে রাসুলুল্লাহ ﷺ এর মতো" শুনে সে প্রচারে বিভ্রান্ত হবেন না।
ধারের কাছেও না। নিজের অন্তরকে হিফাজত করি।
জাজাকাল্লাহ।
কিছু যুক্তি ছাড়া বিশ্বাস লাগে।
কিছু বিশ্বাস না করে যুক্তি।
কিছু আলেমের কথা বাদ দিয়ে নিজের বুঝ।
কিছু নিজের বুঝ বাদ দিয়ে আলেমদের কথা।
কিছু আমিরের ভুল না ধরে তার অনুসরন লাগে।
কিছু অনুসরন না করে নিজের আমিরের ভুল ধরা।
কিছু বিজ্ঞান বাদ দিয়ে অন্ধ বিশ্বাস লাগে।
কিছু অন্ধ বিশ্বাস বাদ দিয়ে বিজ্ঞান।
কারো অল্প ইলম লাগে, অধিক আমল।
কখনো অল্প আমল, অধিক ইলম।
কখনো নামাজের থেকে দান করা ভালো।
কখনো দানের থেকে নামাজ পড়া।
কোনো কথা একজন দ্বিনদ্বার বললে আমি হাসি।
হুবহু একই কথা কোনো নাস্তিক বললে আমি রাগি।
ডাক্তার না হয়ে আলেম হওয়া দরকার আছে।
আবার আলেম না হয়ে ডাক্তার হওয়া দরকার আছে।
কোনোটাতেই আমি কনট্রাডিকশন দেখি না।
যারা কনট্রাডিকশন দেখে,
তাদেরকে ব্যখ্যা করে বুঝাতে পারবো --
সেটা মনে করি না।
#কনট্রাডিকশন
উস্তাদ আবা বাকার বিন ফাউরাক,
চাইলেন মানুষের থেকে পৃথক হয়ে আল্লাহর ইবাদতের জন্য পাহাড়ে চলে যাবেন। একটা পাহাড়ে উঠার পরে শুনেন একটা আওয়াজ বলছে :
হায় আবু বকর!
যখন মানুষের মাঝে তুমি আল্লাহর একটা নিদর্শন হয়ে গেলে,
তখনই তুমি মানুষকে ছেড়ে চলে গেলে?
এটা শুনে উনি ফিরে আসেন। এ কারনে বাকি জীবন মানুষের মাঝে কাটান।
- মিনহাজুল আবেদিন
২
উপদেশ না শুনলে যদি সে ক্ষিপ্ত হয় তবে বুঝবেন :
উপদেশ দাতা নিজের ভালো চাচ্ছিলো
আপনার ভালো না।
৩
ভালো উপদেশও গ্রহন করবেন কি না :
শেষ স্বিদ্ধান্ত আপনাকে একা নিতে হবে।
কারন উপদেশ যদি শেষে মন্দ আনে আপনি একা ভোগ করবেন।
উপদেশ দাতা না।
উস্তাদ আবু ইসহাক বলছেন :
আমি লেবাননের পাহাড়ে কিছু আবেদকে দেখে বললাম
: হে ঘাস খোররা! রাসুলুল্লাহ ﷺ এর উম্মতকে বিদায়াত পন্থিদের হাতে ছেড়ে দিয়ে তোমরা এখানে বসে বসে ঘাস খাচ্ছো?
তারা জবাব দিলো : মানুষের সংগে থাকার শক্তি আমাদের নেই। বরং আল্লাহ তায়ালা তোমাকে এই শক্তি দিয়েছে তাই দায়িত্ব তোমার।
এর পর উনি ফিরে আসেন। এবং একটা বই লিখেন "জামে লিল খলি ওয়াল খফি" -- "দ্বিনের সমস্ত স্পষ্ট আর গোপন বিষয় এবং ধর্মত্যগিদের জবাব।"
বইটার লিংক
https://al-maktaba.org/book/2118/4098
আবি আবিদাহ বলেন :
আমি যতজন বিজ্ঞ লোককে দেখেছি প্রত্যেকেই তার কথার শেষে বলেছেন : যদি তুমি বিখ্যাত না হতে চাও, তবে আল্লাহর স্মরনের মাঝে তুমি আছো।
- মিনহাজুল আবেদিন
এটা শেষ পোষ্ট ইনশাল্লাহ এই বই থেকে।
১
গাজ্জালির মূল বই এহইয়া উলুমুদ্দিন। মিনহাজুল আবেদিন উনার লিখা কিনা সেটা বিতর্কিত। আরবি উইকিপিডিয়ার পেইজ এই বইয়ের উপর দ্রষ্টব্য।
২
তবুও এটার ভেতর দিয়ে গেলাম যেহেতু ছোট বেলায় পড়েছিলাম তাই। অনুবাদ যেটা অনুসরন করেছি সেটা ইসলামি ফাউন্ডেশনের ৮০ দশকের ছাপা।
৩
৭০ এর দিকে এই দেশে আরবি পারতো না কেউ। উর্দু থেকে সম্ভবতঃ অনুবাদ।
প্রথম দিকে বাংলা থেকে কোট দেয়া আরম্ভ করেছি। পরে আরবির সাথে মিলিয়ে দেখি অনুবাদক একেবারে ইচ্ছে মতো উল্টো পাল্টা বসিয়েছেন। আরবির সাথে মিলে না।
তাই শেষে আরবি থেকে অনুবাদ।
৪
গাজ্জালির বইয়ে এটা একটা সমস্যা। সবাই যার যার মতো কথা ঢুকায় বইয়ে। বিশেষ করে ৭০ বা ৮০র দশকে বাংলা ছাপা বইয়ে বেশির ভাগই অনুবাদক বা প্রকাশকের নিজের কথা বইয়ের মাঝে ঠাসা, মূল লিখকের নাম দিয়ে।
বহু উদাহরন দিতে পারি। গাজ্জালির বই তখন জনপ্রিয় ছিলো বলে এতে এ জিনিসটা হতো আরো বেশি। সব বইয়ে হতো। বেহেস্তি জেওরও আরেকটা উদাহরন।
৫
বইয়ের উপদেশগুলো কিছু লিখি নি। কেবল ঘটনার বর্ননা আর উদাহরনগুলো। যেগুলো বিভিন্ন মানুষের কথা, লিখকের না। বইয়ের লিখক এখানে কেবল রিপিটার।
৬
গাজ্জালির বইয়ের একটা জিনিস দেখেছিলাম এহইয়া উলুমুদ্দিনে বিশেষ করে যে পীরের মুরিদ হবার কোনো কথা নেই। এই বইয়ে আছে। কিন্তু এটাকেও গাজ্জালির কথা হিসাবে নিতে পারছি না, কারন লিখক হয়তো গাজ্জালি না। পরবর্তি একজনের নাম আনা হয় এখানে।
৭
সব উপদেশ সবার জন্য না। যে যেটায় উপকার পায়। যে যেটা প্রয়োজনীয় মনে করে। জানতে নিষেধ নেই। কোনটা কে কতটুকু মানবে সেটা তার ব্যপার।
৮
কম খাওয়া। যার ভুড়ি ফুলে আছে সে ৪০ দিন না খেয়ে থাকতে পারবে ইনশাল্লাহ। স্বাস্থ ভালো হবে।
৪০ এর উপর বয়স? ডায়বেটিস, কোলেষ্টরল? দিনে অর্ধেক রুটি খেয়ে বছর চালাতে পারবেন। ডায়বেটিস সেরে যাবে।
আমি রোগগুলো উপরে না বলে যদি কেবল "এত কম খান" বলতাম তবে মানুষ আমাকে পাগল বলতো।
কিন্তু রোগগুলো না বলে কেবল উপদেশ দেয়াই কথার অতি সংক্ষিপ্ততার দাবি। যে বুঝে না, তার ইগনোর করার অভ্যাস করতে হবে।
৯
ঠিক তেমনি ঘর বাড়ি সংসার ছেড়ে জঙ্গলে? কে যাবে? ব্যখ্যা করতে পারি। কিন্তু দরকার কি? যে দরকার নেই মনে করছে তার সত্যি দরকার নেই।
কারো আছে। তাই ইগনোর করে যাই। যার দরকার সে বুঝবে।
১০
কালকে থেকে ইনশাল্লাহ অন্য কোনো বই। ডিসিশন নেই নি কোনটা।
জাজাকাল্লাহ।
একই বই,
পড়ে আমি পথ পাই
অন্যজন এতে পথভ্রষ্টতা দেখে
একই বই,
কেউ বলে এর থেকে ভুলে ভরা বই দ্বিন ইসলামের উপর নেই
আরেক হিন্দু বলে আমি ঠিক এই বই পড়ে মুসলিম হয়েছি।
একই বই।
(( يَا وَيْلَتَىٰ لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلً ))
গত দশকে আমার জীবনের ওভারঅল কামাই কি ছিলো - চিন্তা করে অনুভুতি।
আজকে চেষ্টা করলাম :
সহজ হয়েছে।
টাকা লোড করার জন্য যদি ব্যংক অনলাইন ট্রানজেকশন সাপোর্ট করে তবে এপ দিয়েই ব্যংক থেকে টাকা এনে বিকাশে লোড করে পাঠানো যাবে। দেশের অধিকাংশ ব্যংকই অনকাইন ট্রানজেকশন সাপোর্ট করে।
এখন আর দোকানে দোকানে গিয়ে বিকাশ করার দরকার নেই।
সমস্যা হলো রকেটে ডেবিট কার্ড দিয়ে চার্জ করা যায় না -- এখনো। ঘরের পাশে এটিএম আছে সেখানে গিয়ে টাকা লোড করে করতে হবে।
দেখি কালকে ইনশাল্লাহ কি বলে।
আর একাউন্ট খুলতেও কাগজ লাগে না। কেবল এপ ইন্সটল করে নিজের ভোটার কার্ডের ছবি আর নিজের চেহারার ছবি তুলে সাবমিট। বিছানায় শুয়ে শুয়ে করলে ৫ মিনিট।
বিকাশ - নগদ ফেলে দিচ্ছি। রকেট চালাবো ইনশাল্লাহ কিছু দিন। এর পর ফিডব্যক।
আকিজ প্রথমে ছিলো বিড়ি কম্পানি। প্রচুর প্রফিট করার পরে এখন সিগারেট ছেড়ে সব ভালো ব্যবসায় নেমেছিলো। এখনো আকিজের পাউরুটি কিনি প্রতিদিন। আর পরিচিতদের অনেকে আকিজের সফটওয়ার কম্পানিতে চাকরি নিতে শুনেছি।
যতটুকু মনে পড়ে কিছু বছর আগে তারা তাদের বিড়ি কম্পানি বিক্রি করে বিদেশে ইনভেষ্ট করছিলো। বিড়ির সাথে আর সম্পর্ক নেই এরকম। ডিটেইলস মনে নেই।
ভালো মানুষ। নিদেন পক্ষে ছেলেরা। আল্লাহ তায়ালা আমাদের ক্ষমা করুন।
রকেটে ক্যশ ইন করলে এটা ফ্রি।
উনি উনার কাজের পরিনতিতে পৌছে গিয়েছেন।
আমাদের পরিনতিতে পৌছার আগে যেন আল্লাহ তায়ালা আমাদের রক্ষা করেন।
উনি করোনায় মরেন নি, কিন্তু এই বছরটা কেমন যেন মানুষের মরন কাল।
This was simulated dogfight. Not with real planes on the sky.
Dogfights are so 80s. But still no surprise there. Even best gamers get beaten by AI in games. Maybe AI cheats in game. But whatever.
And talking about fighters, UAE should be getting US F-35s now that they have come with peace with Israel. Which probably motivated MbZ to sign up that agreement in the first place.
BUT -- the shock! He now is alone on that side. None of the other states are joining the club, which MbZ probably didn't expect.
Saudi has declined, other allies separating themselves "we ain't with it." They probably were on the fence at first, then backed off watching public reaction after it.
But one state at a time. It was Egypt in the 60s. Jordan in the 90s during Bill Clinton-Arafat era. And now UAE in the bag.
Ain't commenting more. Other than what I have stated above. Keep watching.
আগে নিজেকে রক্ষা করো। এর পর পরিবারকে।
মানুষের ভুল নিয়ে এত বিচলিত হয়ে যেও না যে তাদেরকে শত্রু করে ফেলো।
বরং সবসময় ভালো কথা বলো।
কেউ শুনবে তার অন্তর ঝুকবে, মানবে।
পেসিভলি।
Self reminder : আবারও।
মাস্ক বানানটা ইংরেজি থেকে নেন, আর কি বলতে চায় সেটা বুঝতে বাংলা।
And I thought it was only me that knew this trick.
My kids these days.
Too late.
Me after every phone conversation.
When we first came to know about this world shaking 60 mega ton explosion, these details weren't available, just assumptions from US side.
Now the footage are here.
This was the largest ever nuclear explosion by a big margin. Everything Russian during the cold era were large. The largest bomb, largest aircraft, largest submarine. But not necessarily economical. Had the pride value, but not the winning edge. Cascade of layer and layer of this -- and ultimately the Soviet Union failed into a pile of rubbish that had lost it's core's strength far earlier.
The cold war.
পুনে শহরের জিম্মাদারকে দেখেছিলাম বহু বহু বছর আগে। উনার নামটা আর স্মরন নেই।
সে সময় উনি ১১ মাস থাকতেন সফরে, রমজান মাসের ১ মাস ঘরে।
স্মৃতি ঘুরে ঘুরে আসে। কিছুই শেষ হয় না। কিছুই হারিয়ে যায় না।
সবচেয়ে অবাক লাগবে হাশরে জিবিত হয়ে যদি দেখি এই পৃথিবিতেই তখনো আছি। মানে পৃথিবির বুকই হাশরের ময়দান কেবল পাহাড়গুলো সমতল করে দেয়া হয়েছে।
তাই জীবনের সকল সাক্ষি সহ দুনিয়াতেই আছি। সাক্ষিদের সংগেই অপেক্ষা, ঘটনার জায়গায়, সকল ভিকটম সহ। পালানোর জায়গা নেই। কখনো পলাতে পারি নি। সব সময় এখানেই।
আমার ব্লক করা নিয়ে আত্মসমালোচনা মূলক পোষ্ট। কিভাবে ফেসবুকে সার্কেল-গ্রুপ তৈরি হয়, সেগুলোর ক্ষতি কি, আর সেই গ্রুপগুলো থেকে বাচার চেষ্টা।
শেষে নিজের কাজে আমি সন্তুষ্ট না -- আবার সমাধানও নেই।
কিন্তু জীবন এভাবেই চলে। একটা দ্বন্ধ, কিছু দ্বিধা। এর মাঝে কি ঠিক সেটা বুঝার নিরন্তন চেষ্টা।
২
প্রশ্নটা ছিলো : "আপনার স্টেটাসে কোনো কমেন্ট দেখি না, কিন্তু আপনি এমন স্টাইলে কথা বলেন যেন অনেক বড় সড় কেউ"
এর উত্তর : ১ নং অবস্থার রিপিটেশন এড়াতে চাই তাই। :-)
You need to know the wire connection, that's all.
From left to right.
Phase in from mains supply.
Neutral in.
Neutral out towards home.
Phase out.
The two neutral wires are kept side by side in the center. And in comes from left.
Had to rewire electric meters and did it ourselves. Old pic.
ওয়ার্নিং আমি মুফতি না। নিচেরগুলো কেউ মুফতির কাছে না শুনে ঠিক ধরবেন না।
আশা করছি তিনটা ভুল হবে। বাকিগুলো ঠিক। :-)
_______________________
০১. কোন কোন কারণে জামাত পরিত্যাগ করা জায়েয?
ইমাম সাহেবের যদি ওজু ভেঙ্গে যায় বা টয়লেট ধরে তবে।
০২. ইমাম সাহেব ওজরের কারণে বসে নামায পড়াচ্ছেন আর তার পেছনে অনেক সুস্থ মুসুল্লি/মুকতাদি দাঁড়িয়ে নামায পড়ছেন, নামায হবে?
হবে না। উল্টো হলে হতো। উমাম দাড়িয়ে, মুক্তাদি বসে।
০৩. বিতরের নামাযে ইমাম সাহেব ভুলে কুনুত না পড়েই রুকুতে চলে গেল। এখন মুকতাদিরা লোকমা দিল অথবা তারই মনে পড়ল, তার জন্য কী করা উচিত?
সহু সিজদা দেবে। উঠবে না।
০৪. জামা বা শরীরে পাখির বিষ্ঠা লেগেছে, নামাযের কী হুকুম?
গোস্তখোর পাখি যেমন কাক হলে ধুতে হবে। ধান খোর যেমনন চড়ুই হলে কিছু হবে না।
০৫. আহলে হাদিস ইমামের পেছনে নামায হবে?
যদি হানাফি মাজহাব মতে যেগুলো ফরজ ওয়াজিব সেগুলো না ছাড়ে। যেমন ওজু যদি তার ঠিক থাকে।
০৬. আহলে হাদিসের টাইমে আসর পড়লে আবার দোহরাতে হবে নামায?
হ্যা।
০৭. নামাযে ঘুমিয়ে গেলে নামাযের হুকুম কী? ঘুমে গিয়ে ভুল তেলাওয়াত করল, তাহলে নামাযের হুকুম কী?
ঘুমালে ভাঙ্গবে না। ভুল তেলওয়াত করলে ভাঙ্গবে যদি অর্থ বদলায়।
০৮. নামাযি ব্যক্তি নিজের সামনে রাখা কোনো বই ইত্যাদি পড়ে বুঝে ফেলল, তাহলে নামায হবে?
ভেঙ্গে যাবে।
০৯. নামাযি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে অতিক্রম করা জায়েয? এক্ষেত্রে বড় মসজিদ ও ছোটো মসজিদের কোনো পার্থক্য আছে কিনা?
ছোট মসজিদে একাবারে জায়েজ না। বড় মসজিদ হলে দাড়ানো অবস্থায় চোখ যতদূর যায় তার দূর দিয়ে যেতে পারবে। যেমন ২ কাতার সামনে। সামনে সুতরা না থাকলেও। ছোট বড় মসজিদে জন্য বর্গ হাতে বলা আছে যেটা আমার মুখস্ত নেই।
১০. এক ইমাম সাহেবের স্ত্রী বাসা হতে বাচ্চার পেশাব পরীক্ষা করানোর জন্য বোতলে ভরে দিয়ে দিল; বেচারা ভুলে পোশাবের শিশি পকেটে রেখেই নামায পড়িয়ে হসপিটালে গেল। নামায হবে?
হবে যদি লিক না করে। ভালো মতো কভার থাকে।
১১. জানাযার নামায তিন বা পাঁচ তাকবিরে পড়ানোর পর লাশ দাফন করে ফেলল, এখন কী হুকুম?
কবরের সামনে দাড়িয়ে আবার জানাজা পড়তে হবে।
১২. একব্যক্তি জামাতে এসে দেখে ইমাম সাহেব প্রথম বা শেষ বৈঠকে বসা; সে তাশাহহুদ পড়া শুরু করেছে তখনি ইমাম সাহেব দাঁড়িয়ে গেল বা সালাম ফিরিয়ে দিল, এখন এই ব্যক্তি তাশাহহুদ শেষ করে দাঁড়াবে, নাকি আগেই দাঁড়িয়ে যাবে?
নিজের তাশহাদু শেষ করে দাড়াবে, ইমাম দাড়িয়ে গেলেও।
১৩. মাসবুক ব্যক্তি নিজের নামায শেষ করার জন্য কখন দাঁড়াবে?
ইমাম বাম দিকে সালাম ফিরানোর পরে।
১৪. নামাযের পর জানা গেল নামায মাকরুহে তাহরিমি হয়েছে কিন্তু ভুলে সাহু সিজদা করা হয়নি; এখন কী হুকুম? ওয়াক্তের ভেতরে বা বাহিরের কোনো পার্থক্য আছে?
ওয়াক্ত থাকলে দোহরাতে হবে।
১৫. জুমুআর দিন মসজিদে এসে দেখে খুতবা হচ্ছে, এখন সে দুখুলুল মসজিদ পড়বে নাকি খুতবা শুনবে? খুতবা শুনলে নামায পড়ার হুকুম সংবলিত হাদিসে জবাব কী হবে?
নামাজ না পড়ে খুতবা শুনবে। হাদিসের হুকুম খাস উনার জন্য ছিলো এবং ঐ সময় রাসুলুল্লাহ ﷺ খুতবা বন্ধ রেখে উনার নামাজ শেষ করার জন্য অপেক্ষা করছিলেন। পরবর্তিতে সাহাবা কিরামদের সময় উনারা নামাজ পড়া পছন্দ করতেন না।
রিআইটারেট করলেন : নতুন টাকার নোট কিনা যাবে না বেশি টাকা দিয়ে। যেমন ছিড়া ৫২০ টাকা দিয়ে ৫০০ টাকার ভালো নোট নিলাম।
আমি এটা কখনো করি নি আলহামদুলিল্লাহ। সুদ হবে ধারনা করে। উনি নিশ্চিৎ করলেন এক্সট্রা টাকা যেটা দিচ্ছি সেটা সুদ।
#মাসলা
ব্যসিক্যলি এখন ইউরোপ আমেরিকা কোন দিকে ঝুকছে সেটা দেখার বিষয়।
সিরিয়া থেকে মিশর পর্যন্ত সালাফি আছে মাইনরিটি। কিন্তু উনারা এখন কোন ঠাসা হয়ে আছেন, যতটুকু নেটে পড়ে বুঝছি।
বরং উনারা যতটুকু বলেছেন ততটুকুর উপর আমল করার চেষ্টা করি। যা বলেন নি, সেটা বলেন নি। ঐ ব্যপারে কোনো মত নেই।
এর অর্থ এই না যে আলেমদের আমি জীবনে কখনো প্রশ্ন করি নি। বরং যে কয়েকবার করেছি তখন উনারা আমার প্রশ্নের জবাব দেন নি। বরং বইয়ে যা আছে সেটাই রিপিট করে বলেছেন।
যেমন প্রশ্ন করলাম, "আমি ওটা জানি, এটা জানি। এখন দুয়ের মাঝামাঝি এরকম হলে কি হবে?" উনারা উত্তর দিয়েছেন নিজেদের কথাকে নিরাপদ রেখে "আপনার প্রশ্নের উত্তর বলছি না। কিন্তু নিয়ম হলো ওটা হলে ওটা, এটা হলে এটা হবে।" যেটা আমি আগে থেকে জানি। কিন্তু উনারা নিরাপদে এড়িয়ে গিয়েছেন আন্দাজি একটা উত্তর না দিয়ে।
তাই এখন আর প্রশ্ন করি না। যা জানি সেগুলোর উপর আমল। যতটুকু বলা আছে।
Previously before the first world war, we heard of "Bulgaria War" with Turkey. Turkey was then the Ottoman emperor and was supported by the Indian muslims here. Golds collected from the population were sent to Turkey by muslim religious leaders to help the Ottoman emperor survive the war and prevent its fall.
This happened in spite of the then British rule running in India, which considered Turkey as enemy and were pro-Bulgaria.
You can find Bulgaria in the map just beside Turkey. Also Albania. The "I shall find you and I shall kill you" country, whoever gets it.
Keep watching.
https://martinfowler.com/articles/is-tdd-dead/
Test driven development was so important a thing at its time, anyone not doing it was not developing proper software. Like UML diagrams before it, document whatever you want to develop before you even start writing code.
Jumping in and writing code from day 1 was frowned upon like a sinful act. "Rookies!" never do it.
Until all those methods failed. And I have seen large investment software companies in Dhaka go down the drain because managers insisted too much on these officialities, and thus increasing production cost three folds and time required to develop the software another three folds. And then still failing to deliver a working software in time in spite of all these fail safe systems in place. And then restarting the development anew throwing out all those previous plans.
And my approach was : I can develop a working software by the time you finish discussing what you want. Let alone you drawing that UML diagram, or writing your test cases.
Efficiency beats "proper paper trails" any day in competative business. Which is why large corps fail to spawn side businesses, while startups win at hundredth the cost.
This comes *after* he split and gave half his fortune to his wife.
There's "war profiteer", and then there's "corona profiteer".
Not complaining. :-)
Though pretty sure he will be out at some point with parole, won't die in there. Time changes.
The best thing he gave to the world was his manifesto. So many things to learn. I tried to share some of his quotes at that time, but was afraid my FB account will get banned.
Now that things have clammed down, can do it, but have to figure out where that PDF is. Pretty sure it ain't available now in the open like before.
Q. "But what's there to learn from a murderer's manifesto?"
A lot. Think of Silence of the Lambs. Someone caught a murderer by learning how murderers work from some older murderer. :-)
Today, found Transtec has reduced their offer to 33k too.
Lesson : don't buy an AC before the sale season starts.
btw, the Singer one is doing pretty good. But it will take at least two years to figure out how good.
Still recommend.
1
No longer doing the time measure thing. It's now all about number of turns.
There's also a minimal number of turns competition besides fastest on time. So it's not that alien.
And you find interest in it, finding new challenges and not doing blind turning like CFOP. And it's more about one's intuition than rot practice.
I now count the turns toward full solving. Can do it bellow 60.
2
Following pseudo Rayan's method.
- Build cross : 8 turns.
3
"5 edges" solving method :
Using the keyhole make sure you set exactly two edges on the top correctly positioned relative to each other and the third one correctly oriented but wrongly positioned. The 4th edge should be in keyhole.
From this setup you can now swap the last edge on the top in 3-4 turns.
You are out of luck if you accidentally end up with all three edges positioned correctly on the top. Then you need to replace all 3 edges like none is in correct position.
Mua Thai. There wasn't any mua thai when I was young and really cared about these things. It was all Kung Fu and Judo. Mua Thai was made popular later possibly through Obng Bang or something [didn't watch, gave up on watching by then]
But this one looks brutal and more practical than Kung Fu. King Fu is more like a show than real street fight.
But boxing crosses it all in real life. And want something even more practical? Start practicing with a knife.
Good watch nevertheless. Slow mo makes it even better. Turn off your music, nothing there.
এর পর আরো ডিটেইলস ফতোয়া লাগবে যেটা খুজিনি। কিন্তু এতেই সন্তষ্ট। কারন বাসায় আসর পড়লে আমি আহলে হাদিস ওয়াক্তেই নামাজ পড়ি অন্য একটা ফতোয়া অনুসরন করে। সেটাও হানাফি ফতোয়া কিন্তু ঠিক মেইন স্ট্রিম ফতোয়া না।
যাই হোক এই সব মাসলা নিয়ে কথা তুলাই মানে ধিকি কয়লাকে উসকে বড় আগুন করে দেয়া।
আল্লাহ তায়ালা এগুলো থেকে আমাকে হিফাজত করুন।
বিয়ের ব্যপারে দুটো ভুল : শায়েখের কথার লিংক কমেন্টে।
প্রথম কথা :
"উকিল বাপ" বলে হানাফিতে কিছু নেই। একেবারে কিছু নেই। নাডা। শুন্য।
মেয়ের আসল বাপ বিয়ে দেবে। দ্বিতীয় কোনো আর বাপ নেই। বাপ না থাকলে ভাই। কিন্তু সে "উকিল বাপ" হয়ে না। ভাই হয়েই। মেয়ের অবিভাবক।
দ্বিতীয় কথা :
মেয়ের সম্মতি নিতে দল বেধে যাওয়া। দুই পক্ষের ৪-৫ জন মিলে। "ওই তোরা সবাই সাক্ষি।"
বরং,
মেয়ের সম্মতি বাপ আগেই নিয়ে নেবে। এবং এই সম্মতিতে সাক্ষির দরকার নেই। বিয়ের সময় ছেলে পক্ষের অপরিচিত লোক সাক্ষি হিসাবে যাওয়ার প্রশ্নই আসে না।
মেয়ের ধারের কাছে কেউ যাবে না। বরং বিয়ের অনুষ্ঠানে বাপ বলবে আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিলাম, বাপের এই কথা বলার সময় দুই জন সাক্ষি।
বাপ আগে নিজের মেয়ের সম্মতি নিয়ে নেবে। এই সব অনুষ্ঠানের আগেই। সাক্ষির প্রয়োজন ছাড়া।
Were serving 4000 / day before covid. And now serving 6000 meals / day in covid.
Sometimes I think of opening such in BD in a far smaller scale. But that's a lot and lot of time and effort that has to be invested to run it. Full time job. Plus there's others problems.
But watching this can see how others are managing and sticking with it.
- এই সময় শিয়ারা লানত দেয় খুব বেশি।
কাউকে লানত না দেই। এতে আমার উপকার নেই। লানতের পক্ষে কেউ হাদিস দেখালে বিপক্ষেও হাদিস আছে অনেক। সেগুলোর উপর আমল করি।
নিচেরটা আগে "অনলি মি" করে রাখা একটা পোষ্ট। Released.
১
করেন না। এটা উনার করুনা, আরবিতে রহমত। আমি সারা জীবনে যত মানুষের সাথে চিটিং বাটপারি করেছি এর জন্য আল্লাহ তায়ালা আমাকে ধরলে আমি এতদিন ধ্বংশ হয়ে যেতাম।
উনি সুযোগ দেন, মাফ করেন। আমি মাফ না চাইলেও। যদিও কখনো চাইনি। এর পরও উনার করুনার কমতি নেই আমার উপর।
২
আমাদের এক মানুষের অন্য মানুষের প্রতি যতটুকু করুনা, আল্লাহর করুনা ঐ মানুষের উপর এর থেকে বেশি।
করুনা দিয়ে কোনো মানুষ উনাকে ক্রস করতে পারবে না। হাশরের ময়দানে এক লোক নিজের শেষ নেকিটা দিয়ে দেবে অন্য একজনকে "এক নেকি দিয়ে আমি তো আর মুক্তি পাচ্ছি না, তোমার এক নেকি শর্ট তুমি এটা নিয়ে চলে যাও।"
আল্লাহর থেকে বেশি রহমত কোন মানুষের? উনি দুজনকেই মাফ করবেন।
নিজের অন্তরে তাই সংগি মুসলিমদের প্রতি "গিল্লাহ" বা বিদ্বেষ না রাখি।
৩
এর পরও জালেমদের রক্ষা নেই। উনি প্রত্যেককে ধরবেন। কিন্তু তারা দুর্বলদের উপর জুলুম করলে আল্লাহর ধরেন। আমি যদি এত লানত, এত অভিশাপ, এত বদদোয়া করতে পারি -- তবে আমি দুর্বল না।
কাউকে আমি অপছন্দ করি -- এজন্য আল্লাহ তায়ালা তাকে ধরবেন না। আমি যতই চাই না কেন।
সেইভ করে রাখলাম টাইমলাইনে একটা মাইলস্টোন হিসাবে।
মন্দ থাকলেও কিছু বললাম না।
- সমস্যা আছে মনে করছেন কেন?
এটা তার মন্দ হবার কোনো প্রমান না।
বরং আমার চাওয়াটা খারাপ ছিলো।
এর থেকে বেশি খারাপ ছিলো আমার এই বিশ্বাস যে, "আমি চেয়েছি বলে তার কাছে আমি প্রাপ্য ছিলাম।"
এর থেকেও মন্দ আমার এই ধারনা করা যে, "দিলে তার ক্ষতি হতো না। এর পরও আমাকে না দেয়ার কারনে সে মন্দ।"
বরং মন্দ হতো যদি :
এগুলো করলে খারাপ। এবং কেবল এই কাজগুলো করার কারনে খারাপ।
না দেয়ার কারনে না।
১
বয়সের প্রথম দিকে আপনার লাগবে।
বয়সের শেষ দিকে আর লাগবে না।
২
"এনকরিং বায়াস" বলে একটা জিনিস আছে।
তাই দ্বিন প্রথমে কার থেকে শিখলেন এটা ইম্পর্টেন্ট। সারা জীবন সেই শিক্ষাকে "প্রথমেই ঠিক" ধরবেন। অন্যগুলো মনে হবে "অন্যরা বলে হয়তো ঠিক"।
৩
বন্ধু চার জন হলেই যথেষ্ট।
সার্কেলে ১০ জনের বেশি হলে অধিকাংশ ক্ষেত্রে কোনো দলের লোকাল ব্রাঞ্চ।
দশ জনের মাঝে একজন আছে নেতা।
চার বন্ধুতে কেউ নেতা না।
আমাদের ইয়ং কালে মোবাইল ফোন ছিলো না। ভিন কোনো দেশে রাতে সফরের সময় নামাজ পড়ার জন্য দিক নির্ধারনের সময় আকাশের তারকা দেখে করতে হয়েছিলো অনেক বার।
রেললাইন আসার আগে এই তারকা দেখে মানুষ শুধু নামাজ না, বরং রাস্তা দিয়ে কোন দিকে চলবে সেটা নির্ধারন করতো। আমাদের লাগে নি আধুনিক যুগ বলে।
রাতে আকাশের তারকা দেখে দিক নির্ধারন পদ্ধতি নিচে।
In other news TikTok's CEO also resigned, informing that these political dealings needed a different personality than him.
It's called "Tariq al-Hijrah" translating to "the road of Hijrah" because this road was built tracing exactly the same way that was taken by the Prophet ﷺ during his Hijrah (migration) from Mecca to Medina. Not the shortest straight line way.
And all Hajjis are transported over this road.
And more emotionally they could sing in a higher pitch, the better was people's reaction.
It was mostly all মারফতি song then that didn't make much sense to me.
Eating outdoors together to celebrate some success.
While in Dhaka, you can hardly move in any market.
That's unlike say in Nepal, where they live more or less a chaotic life like us in BD.
Me : The side kick? A prominent role player?
Well looks like it was the main hero, himself. The shock.
From Cancer. Not covid.
Still the difference being that general population can't travel over the roads near our BD king's residences. While here in Nepal they can. Old pic.
Nepal's traffic is more or less like in BD.
But in Bhutan, picture of which is NOT provided here, there's no street signal in the capital city, as there's no traffic to talk about. It's not that cars are banned in Bhutan, rather they actively discourage cars and rather prefer walking on foot.
Thought kids will enjoy. But they are more into computers. Lego recently released their Mindstorm set, with programmable servo motor which you can use to build robots.
But Arduino beat it in that game, too.
Therefore Legos are so much a thing of our generation.
Was the largest passenger plane in the world.
The engineering dept mostly always enjoy their freedom.
Generally speaking.
Watch the speed. It's important in both attack and ducking opponent's attacks. Also him covering his face after every attack.
One won't be able to reach this stage overnight. But progress comes slowly. Starting with a pair of boxing gloves and a punching bag is a good start.
রমজান মাসে রোজা রেখে এর পর দিনের বেলা সেই রোজা অকারনে ভেঙ্গে ফেললে ১ রোজার বদলে ২ মাস টানা রোজা রাখতে হবে।
কিন্তু রমজান মাসে কোনো দিন অকারনে একেবারেই রোজা না রাখলে ১ রোজার বদলে ১ রোজা। ২ মাস রাখতে হবে না।
রমজানের বাইরে অন্য কোনো দিন রোজা রেখে দিনের বেলা ইচ্ছা করে ভেঙ্গে ফেললে ১ রোজার বদলে অন্য সময়ে আবার ১ রোজা রাখতে হবে।
শুধু আশুরার দিনে রোজা রেখে এই মাসে আর কোনো রোজা না রাখলেও দোষ নেই। এর পরও আশুরার দিন রোজা রাখার পূর্ন সোয়াব পাবেন।
১
যেমন,
চাকরির জন্য পদস্থ কাউকে ধরা।
জমি জমা সংক্রান্ত গন্ডোগোলে এলাকার চেয়ারম্যানকে তোশামুদি করা।
সরকারি কাগজ ঝামেলায় ক্ষমতাসিন কারো কাছে সুপারিশ নিয়ে যাওয়া।
২
প্রথমতঃ তুমি ছোট হবে।
এর পরও নিজে পদস্থ বা উপরের কেউ না হলে তাদের কাছে দাম পাবে না। কত শত লোক তাদের কাছে অনুরোধ নিয়ে যায়।
৩
দ্বিতীয়তঃ যদি তারা সাহায্য করে তবে শিগ্রই এর প্রতিদান চাইবে।
যেমন তোমাকে চাকরি দিলে। "ঠিক আছে এখন আমার আরেকজনকে তুমি চাকরি দাও, যেভাবে তুমি চাকরি পেয়েছো।"
৪
এই উপকার পাবার একটা দাম আছে যেটা তোমাকে দিতে হবে। এবং এই দামটা হবে তুমি যা পেয়েছো তার থেকে অনেক অনেক বেশি।
৫
মানুষের দ্বারস্থ না হয়ে বরং এই বিশ্বাস রাখার অভ্যাস রাখো যে যেটা পাওনি সেটা তোমার তকদিরে ছিলো না। পেতে না।
এর পর আল্লাহর উপর আস্থা রাখো। উনি ভালোটা করবেন। যেটা শেষে আমার জন্য ভালো। এখন আমার কাছে মন্দ লাগলেও।
ফ্রেন্ডলিষ্টে এডের ব্যপারে :
ফ্রেন্ডলিষ্টে কেবল আত্মিয়দের রেখেছি। বস্তুতঃ সবাই ফলোয়ার।
রুকাইয়ার ব্যপারে :
ফেসবুকে "রুকাইয়া" দিয়ে সার্চ করলে এগুলো যারা করে তাদের পাবেন। তাদের যে কাউকে জিজ্ঞাসা করলে ভালো জবাব দিতে পারবে কি করতে হবে।
মসজিদে নামাজের ব্যপারে :
আমি মসজিদে নামাজ পড়ছি।
"The Running Man"
The only Stephen King novel I read. Published in the 80s. King wasn't as much famous then. Plus he published the book as Richard Batchman pen name.
Story talks about a dystopian USA ran by a current BD like gov. And to keep people occupied with something they run a reality TV show where people hunt down a running man, killing him.
Ended with our hero, who was the running man, flying a 11 engine jet plane into the show's production building.
So here's what he predicted correctly
Reality TV show taking over : checked.
Using planes as missiles : checked.
And wrong. He thought number of engines in planes will increase over time in the future and planes will get larger. Didn't! Rather decreased.
Anyway it was later converted into a film. Minus the plane scene. But the book had far darker and better environment as always.
বৌয়ের কাছে যৌতুক না চাওয়া।
"না চাইলেও তারা দেবে" -- এই চিন্তা অন্তরে না আনা।
"যৌতুক না - কিন্তু কিছু তো তাদের এখন দেয়া উচিৎ" এই চিন্তাকে মাথায় জায়গা না দেয়া।
"যৌতুক নিষিদ্ধ" সে কারনে সরকারের কথা রিপিট করে আমি এই কথা বলছি না।
বরং,
বরকত আল্লাহর তরফ থেকে আসে। মেয়ের বাপের দিকে তাকিয়ে থাকলে আপনি জীবনে বরকত পাবেন না।
মেয়ের বাপ এ জায়গায় নিরিহ। উনি দেশের মন্ত্রী হলেও।
Then life demanded I do.
My life challenge.
Appreciate.
Me neither.
I thought they meant joining will make you happy? :V
But by then Proff Snape was dead.
So he was finally loved by others *after* his death. Not while he was alive.
*IF* I recall correctly. Didn't watch the movie. Read the story.
যে চায় তাকে বিন্দু মাত্র খারাপ ধারনা না করা।
চাইতে নিষেধ নেই। না চাওয়াটা যার যার ব্যক্তিগত তাকওয়ার ব্যপার, যেটা আরেকজনের উপর ইমপোজ করলে আমি খারাপ হবো, সে না।
অন্তরেও খারাপ ধারনা আনবো না। আর এর উপর সিমা লংঘন করে যদি কথা বা কাজে নিজের অপছন্দটা প্রকাশ করে বসি -- তবে আল্লাহ তায়ালা আমাকে ঘাড়ে ধরে আরেকজনের দ্বারস্থ করে দেবেন -- যেটা নিয়ে মানুষের নিন্দা করেছি ঠিক সেটায় আমাকে নিমজ্জিত করে দিয়ে।
যে চায় তাকে সাহায্য করবো খুশি মনে যতটুকু পারি। এতে আমার সোয়াব। এখানে তার কারনে আমার সোয়াব।
আর তাকওয়া নিজের জন্য। আমার তাকওয়া দিয়ে অন্যকে মাপার জন্য না।
Shahadah : Believe in One God, and One God only.
Salah : Prayers in 5 time slots, each day, which takes about 5 to 10 minutes every time.
Jakah : Giving out 2.5% of one's cash asset each year as charity.
Saom : Fasting for 30 days yearly in the month of Ramadan, from dawn to dusk everyday.
Hajj : Pilgrimage once in life. Visting Mecca when it's time.
These five are the fundamentals of the religion. And whoever fulfills those is a Muslim.
আপনি জাপানি ভাষা শিখে নার্সিং শিখে জাপানে এপ্লাই করে সেখানে যাবার আশা করতে পারেন।
"টপে" উঠার প্রতিযোগিতায় টপের আশায় প্রচুর মানুষ। মাঝে লোক নেই।
দেখতে পারেন এখানে কি শিখায়, এবং এগুলো আপনার কাজে লাগবে কিনা।
ভদ্রলোককে ভালো মানুষ ধারনা হয়।
বরং চাই যে হাশরে মাঠে উঠার সময় বৃষ্টি পড়ুক। সামনে তাকাই। দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি। পিছনে বৃষ্টি পড়লেই কি আর না পড়লেই কি?
"আমার মৃত্যু আর কত দূর?"
বরং চিন্তা করি হাশরের দিন আর কতদূর? সমান দূর পৃথিবীর সবার জন্য। যার এখন ৮ বছর বয়স তার থেকে যত দিন দূর, যার ৮০ বছর বয়স তার থেকেও ঠিক তত দিন দূর।
"মৃত্যুর জন্য শ্রেষ্ঠ বয়স কত?"
আল্লাহ তায়ালা যাকে ঠিক করেছেন যে বয়সে দুনিয়া থেকে নেবেন, সে বয়স তার মৃত্যুর জন্য শ্রেষ্ঠ।
Commercial and passenger flight resumed today between UAE and Israel. With message of friendship and peace. Abu Dhabi was the landing place for today's flight.
And "boycotting Israel" is now a forbidden act in UAE.
Wondering what our scholars in UAE would say now.
Meanwhile me eating popcorn.
কলকাতার বাংগালি। কংগ্রেসের রাজনিতি। এক সময় ভারতের প্রেসিডেন্ট।
করোনা।
তাই কমেন্ট না করলে ভালো হয়। ধন্যবাদ।
১
কিন্তু এটা বাড়তে থাকে। কি কারনে দেয়া হবে সেটা আরো ছোট হতে থাকে। কে দেবে সেটা আরো সাধারন লোকের মাঝে যেতে থাকে।
এর পর এক সময় নিজের উপর কুফরি ফতোয়া আসে। কোন দিক থেকে আসলো বুঝতেও পারবেন না। যদিও কিছু দিন আগে আরেক জনের উপর দেয়ার পরে হয়তো হাসছিলেন।
৩
এর পর অবস্থা যখন চরমে উঠে যায় তখন সব পক্ষ restrain করে। "আর চলছে না। আমি আপনাকে দেবো আপনি আমাকে, ফল কি?"
সবাই চুপ করে যায়। কিছু দিন এরকম চলে। এর পর পরের জেনারেশন আসে আবার সিমিত কিছু কুফরি ফতোয়া নিয়ে। তারা আগের অবস্থা দেখে নি। এই নতুন আক্রমন উপভোগ করে কিছু দিন। এর পর আবার অবস্থা খারাপ। তখন তারা ব্রেকে। তারা চুপ করে যায়। আসে তাদের পরের জেনারেশন। যারা আগের গুলো দেখে নি।
৪
আমাদের তাকফিরি-মানহাজিদের কুফরি ফতোয়া দিতে দেখি না অনেক দিন। Restrained. "আমরা তাকফিরি না, এগুলো অপপ্রচার"। ছুন্নি জামাতের ভাইদের কুফরি ফতোয়া যুদ্ধও সম্ভবতঃ ব্রেকে। ফলো করছি না।
এখন আমাদের দেওবন্দি ভাইদের কুফরি ফতোয়ার ছড়াছড়ি। বাড়ছে। এর পর কি হয় সেটা অনেকবার দেখা।
৫
আল্লাহ তায়ালা আমাদের হিফাজত করুন।