#মাসলা
বিয়ের ব্যপারে দুটো ভুল : শায়েখের কথার লিংক কমেন্টে।
প্রথম কথা :
"উকিল বাপ" বলে হানাফিতে কিছু নেই। একেবারে কিছু নেই। নাডা। শুন্য।
মেয়ের আসল বাপ বিয়ে দেবে। দ্বিতীয় কোনো আর বাপ নেই। বাপ না থাকলে ভাই। কিন্তু সে "উকিল বাপ" হয়ে না। ভাই হয়েই। মেয়ের অবিভাবক।
দ্বিতীয় কথা :
মেয়ের সম্মতি নিতে দল বেধে যাওয়া। দুই পক্ষের ৪-৫ জন মিলে। "ওই তোরা সবাই সাক্ষি।"
বরং,
মেয়ের সম্মতি বাপ আগেই নিয়ে নেবে। এবং এই সম্মতিতে সাক্ষির দরকার নেই। বিয়ের সময় ছেলে পক্ষের অপরিচিত লোক সাক্ষি হিসাবে যাওয়ার প্রশ্নই আসে না।
মেয়ের ধারের কাছে কেউ যাবে না। বরং বিয়ের অনুষ্ঠানে বাপ বলবে আমি আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দিলাম, বাপের এই কথা বলার সময় দুই জন সাক্ষি।
বাপ আগে নিজের মেয়ের সম্মতি নিয়ে নেবে। এই সব অনুষ্ঠানের আগেই। সাক্ষির প্রয়োজন ছাড়া।
- Comments:
- https://www.facebook.com/risalatulislambd/videos/1815460408594767/