"হক পন্থি আলেম"
দেখি যে কে বেশির ভাগ সময় আল্লাহ আর উনার রাসুলের কথা বলছেন। ভালোর দিকে ডাকছেন। আর অল্প সময় মানুষের ভুল ধরছেন। তার কাছে দ্বিন পাবেন।
অধিকাংশ সময় সবার ভুল ধরছে? আমাদের বেরলভি ভাইদের শেষের দিকে এই অবস্থা হয়ে গিয়েছিলো। তখন "সবাই ওহাবি" আর যথেষ্ট না, বরং নিজেদের মাঝে একে অন্যকে "সুন্নি না" ডাকা আরম্ভ করে দেয়। নিজেদের মাঝেই কুফরি ফতোয়ার ছড়া ছড়ি।
বেরলভি ভাইরা এখন আর ফোকাসে নেই। অন্য কিছু ভাইদের আমি একই পথের পথিক দেখছি।
আল্লাহ তায়ালা রক্ষা করুন।
ভালো গুলো তালাশ করি। মন্দগুলো শুনার দরকার নেই। এগুলো শুনতে উৎসাহিত বোধ করলেও নিজেকে বিরত রাখি।
আল্লাহ তায়ালা তৌফিক দিন।
- Comments:
- ^ সেগুলো দাম বেশি। আমার কাছে ৮ হাজারের বেশি দাম চাচ্ছিলো শস্তা গুলো ৬ বছর আগে। দামি গুলো ২০ হাজার প্লাস। আর এটার কনট্রোলার বক্সের দাম মাত্র ২ হাজার। সব মিলিয়ে হয়তো আড়াই হাজার।