কেউ বললো :
"ইসলাম কোনো ধর্ম না, এটা দ্বিন"
"দ্বিন মানে ধর্ম না, বরং পূর্নাংগ জীবন ব্যবস্থা"
"আল্লাহ তায়ালা বলেছেন - তোমরা কি কিতাবের কিছু মানো, কিছু অস্বিকার করো?"
"আল্লাহ তায়ালা উনার আরশের উপর আছেন।"
১
১০ বছর আগে শুনলেও এগুলোতে বিশেষ কিছু বুঝতাম না। বরং অবাক হতাম সে এই জেনেরিক কথাগুলো বার বার করে, এত জোর দিয়ে, এত রাগ দেখিয়ে বলছে কেন?
২
এখন বুঝি এই উক্তিগুলো দিয়ে সে আসলে কি বলতে চায়, যেটা সরাসরি বলছে না, স্পষ্ট করে বলছে না। কিন্তু এই কথাগুলো দিয়ে সে প্রকাশ করতে চাচ্ছে।
৩
এর পর বুঝি আমার আগের "ইনোসেন্স" অনেক ভালো ছিলো। যখন এগুলো বুঝতাম না।
এখন অন্তঃদ্বন্ধ আর সংঘর্ষের ব্যপারে এখন অনেক বেশি বুঝি। যেই বুঝায় আমার কোনো উপকার নেই।
৪
জানার প্রয়োজন অল্প।
এর পর ignorance is bliss.