Post# 1596862380

8-Aug-2020 10:53 am


কেউ বললো :

"ইসলাম কোনো ধর্ম না, এটা দ্বিন"
"দ্বিন মানে ধর্ম না, বরং পূর্নাংগ জীবন ব্যবস্থা"
"আল্লাহ তায়ালা বলেছেন - তোমরা কি কিতাবের কিছু মানো, কিছু অস্বিকার করো?"
"আল্লাহ তায়ালা উনার আরশের উপর আছেন।"


১০ বছর আগে শুনলেও এগুলোতে বিশেষ কিছু বুঝতাম না। বরং অবাক হতাম সে এই জেনেরিক কথাগুলো বার বার করে, এত জোর দিয়ে, এত রাগ দেখিয়ে বলছে কেন?


এখন বুঝি এই উক্তিগুলো দিয়ে সে আসলে কি বলতে চায়, যেটা সরাসরি বলছে না, স্পষ্ট করে বলছে না। কিন্তু এই কথাগুলো দিয়ে সে প্রকাশ করতে চাচ্ছে।


এর পর বুঝি আমার আগের "ইনোসেন্স" অনেক ভালো ছিলো। যখন এগুলো বুঝতাম না।

এখন অন্তঃদ্বন্ধ আর সংঘর্ষের ব্যপারে এখন অনেক বেশি বুঝি। যেই বুঝায় আমার কোনো উপকার নেই।


জানার প্রয়োজন অল্প।
এর পর ignorance is bliss.

8-Aug-2020 10:53 am

Published
8-Aug-2020