Filtered message :
ফেসবুক আপনার মেসেজগুলোকে তিন ভাগে ভাগ করে।
১। ইনবক্স।
২। মেসেজ রিকুয়েস্ট।
৩। ফিল্টারড মেসেজ।
আমরা অনেকে মেসেজ রিকুয়েষ্টকে সব মনে করে বসে থাকি। আমার অধিকাংশ মেসেজ আসে ফিল্টারড মেসেজে।
এই বক্সটা লুকানো থাকে। যেতে হলে ইনবক্স -> সেখান থেকে মেসেজ রিজুয়েষ্ট -> সেখান থেকে স্ক্রল করে সমস্ত মেসেজ পার হতে হবে, হয়তো হাজার। শেষ লিংকটা হলো "View Filtered Messages"।
যাওয়া কষ্টকর তাই আমি সরাসরি লিংকটা কপি পেষ্ট করে চলে যাই।
লেপটপে যারা ফেসবুক ব্যবহার করেন তাদের জন্য সরাসরি লিংক। নিচের টা। লিংকের মাঝের স্পেইসটা ডিলিট করে ব্রাউজারের ইউআরএলে পেষ্ট করেন।
https://www. facebook.com/messages/filtered/
মোবাইলে যারা করেন তারা নেটে সার্চ করে বের করে নিতে পারেন কি করে সেখানে যেতে হয়।