Post# 1598072420

22-Aug-2020 11:00 am


RIP - মৃণাল হক

আমার তৈরি মূর্তিগুলো এই স্টেশনে রয়ে যাবে। আমি চলে যাবো পরের স্টেশনে।

পরের স্টেশনে আমার এই মূর্তিগুলো না, বরং যে নামাজ রোজা সংগে করে এনেছি সেগুলো আমার সম্পদ।

আর এ সম্পদ অনন্ত কালের জন্য।

22-Aug-2020 11:00 am

Published
22-Aug-2020