"জানা নেই"
মনে করেন একটা হাদিস শেয়ার করে নিচে লিখে দিলাম "বুখারি শরিফ"।
কেউ প্রশ্ন করলো : এটা কি সহি?
কি জবাব দেবো?
যদি জবাব দেই : "কোন আক্কেলে এই প্রশ্ন করেন?" -- তবে তার সাথে খারাপ ব্যবহার করা হবে।
যদি বলি "বুখারি শরিফের সব হাদিসই সহি" -- তবে ঠিক না। শায়েখ আলবানির মতে ১৭ নাকি ১৮ টা হাদিস জয়িফ।
https://islamqa.info/en/answers/178907/
কিন্তু সে এত কিছু বুঝে না। সহজ সরল। সরল মনে প্রশ্ন করেছে। তবে "বুখারির হাদিস সহি কিনা" এটা না বুঝার মতো এত সরল সে হলে, "হাদিস সহি" বলতে কি বুঝায় সেটাও সে নিশ্চই বুঝে না?
তার কথা বাদ দেই। আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে "সহি হাদিস" বলতে কি বুঝায়? তবে নিজেও উত্তর দিতে পারবো না।
তাই উত্তর হলো : "জানা নেই"।
সিম্পল একটা প্রশ্ন। এর পরও আমার সঠিক উত্তর : "জানা নেই"
আমি নিজে যতটুকু জানি মনে করি ততটুকু আমি জানি না।