#আল্লাহর_বান্দা - ১৬
ইব্রাহিম তাইমি। "মুসাবআতুল আশরা" ওজিফার বর্ননাকারি।
উনি আ'মাল কে বলেন।
: আমি এক মাস ধরে কিছু খাচ্ছি না।
: এক মাস?
: আসলে দুই মাস। এক মাস আগে একজন একটা আংগুরের খোসা দিয়েছিলো খেতে সেটা খেয়েছি। এর আগের এক মাস না খেয়ে ছিলাম।
: খোসাটা খেয়েছিলেন কেন?
: সে দেয়ার আগে আমাকে কসম খাইয়েছিলো যেন আমি খাই। আর সেটা খেয়ে আমার পেট খারাপ হয়ে গিয়েছিলো।
- মিনহাজুল আবেদিন
- Comments:
-
- ^ "খাও অপচয় করো না" -- খেতে নিষেধ নেই। খাওয়া না পেলে জিকির হলো রিজিক। তাদের যেমন।