#আল্লাহর_বান্দা - ৩
মুহাম্মদ বিন ইউসুফ বলেন :
সুফিয়ান থাউরি এক রাতে ইবাদত করার বদলে বসে বসে চিন্তায় সারা রাত পার করে দিলেন। আর কাদতে লাগলেন।
জিজ্ঞাসা করলাম : গুনাহ মাফের জন্য এই কান্না?
বললেন : গুনাহ মাফ আল্লাহর জন্য সহজ। উনি আমার ঈমান ছিনিয়ে নেন কিনা সেই ভয়।
- মিনহাজুল আবেদিন।
- Comments: