খবর : ভারতের বোম্বের পাশে পুনে শহরের তবলিগের জিম্মাদার আফসার সাহেব মারা গিয়েছেন। ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
পুনে শহরের জিম্মাদারকে দেখেছিলাম বহু বহু বছর আগে। উনার নামটা আর স্মরন নেই।
সে সময় উনি ১১ মাস থাকতেন সফরে, রমজান মাসের ১ মাস ঘরে।
স্মৃতি ঘুরে ঘুরে আসে। কিছুই শেষ হয় না। কিছুই হারিয়ে যায় না।
সবচেয়ে অবাক লাগবে হাশরে জিবিত হয়ে যদি দেখি এই পৃথিবিতেই তখনো আছি। মানে পৃথিবির বুকই হাশরের ময়দান কেবল পাহাড়গুলো সমতল করে দেয়া হয়েছে।
তাই জীবনের সকল সাক্ষি সহ দুনিয়াতেই আছি। সাক্ষিদের সংগেই অপেক্ষা, ঘটনার জায়গায়, সকল ভিকটম সহ। পালানোর জায়গা নেই। কখনো পলাতে পারি নি। সব সময় এখানেই।