১
পাচ বছর আগে একটা ফেইক আইডি চালিয়েছিলাম ১ বছরের জন্য। সেটা এত কুখ্যাত হয়েছিলো যে পাচ বছর পরেও তার শকওয়েভ এখনো ফেসবুকে সার্কেল দিচ্ছে। মানুষের মুখে মুখে এখনো তার লিজেন্ডের আলোচনা ঘুরে, আর বিভিন্ন লোকের কমেন্ট এরিয়াতে।
২
প্রশ্নটা ছিলো : "আপনার স্টেটাসে কোনো কমেন্ট দেখি না, কিন্তু আপনি এমন স্টাইলে কথা বলেন যেন অনেক বড় সড় কেউ"
এর উত্তর : ১ নং অবস্থার রিপিটেশন এড়াতে চাই তাই। :-)