কথা : "আমি তার কাছে চেয়েছিলাম সে আমাকে দেয় নি।"
এটা তার মন্দ হবার কোনো প্রমান না।
বরং আমার চাওয়াটা খারাপ ছিলো।
এর থেকে বেশি খারাপ ছিলো আমার এই বিশ্বাস যে, "আমি চেয়েছি বলে তার কাছে আমি প্রাপ্য ছিলাম।"
এর থেকেও মন্দ আমার এই ধারনা করা যে, "দিলে তার ক্ষতি হতো না। এর পরও আমাকে না দেয়ার কারনে সে মন্দ।"
বরং মন্দ হতো যদি :
এগুলো করলে খারাপ। এবং কেবল এই কাজগুলো করার কারনে খারাপ।
না দেয়ার কারনে না।
- Comments:
- ^ তবে বুঝলাম আরেক জনের একটা কমেন্ট আমার এই স্টেটাসটার অর্থ ভিন্ন দিকে নিয়ে গিয়েছে। যদিও আমার মূল স্টেটটাস ঠিক আছে, কিন্তু প্রথম কমেন্টটা নিরিহ স্টেটাসটাকে "সমস্যায়" নিয়ে গিয়েছে।