Post# 1597132997

11-Aug-2020 2:03 pm


#মৃত্যুর_পরে

হাশরের মাঠ। অনেক আলেমের মতে এই দুনিয়াতেই। সবাই জড়ো হবে মাঠের শেষ প্রান্তে যার পরে বিশাল খাদ আর যাওয়া যায় না।

বহুক্ষন দাড়িয়ে থাকার পরে আকাশ চামড়া ছেড়ার মতো ছিড়ে গেলো। সারি সারি ফিরিস্তারা নেমে আসলো। শেষে আল্লাহ তায়ালা নামলেন।

দিগন্তে কি যেন ফুটে উঠলো। একটু পরিষ্কার হবার পরে সবাই বুঝলো এটা জান্নাত। জাহান্নামকে আনা হলো। এর স্থান খাদের নিচে। কিন্তু জান্নাতে যাবার কোনো রাস্তা নেই।

মু'মিন দ্বিনদ্বাররা অস্থির জান্নাতে যাবার জন্য। কিন্তু হিসাব আরম্ভ না হলে কারো জান্নাতে যাবার উপায় নেই। সবাই নবি রসুলদের গিয়ে বললো আল্লাহ তায়ালাকে বলেন প্লিজ যেন তারাতারি হিসাব আরম্ভ করে। আদম আঃ বললেন আমি পারবো না। নুহ আঃ বললেন একই কথা। ইব্রাহীম আঃ একই। শেষে রাসুলুল্লাহ ﷺ আল্লাহর অনেক প্রশংসা করে অনুরোধ করলেন।

জাহান্নামে আগুন জ্বালানো হলো। এর উপর একটা ব্রিজ বসানো হলো এটা পুল সিরাত। পার না হয়ে জান্নাতে যাবার উপায় নেই।

কিছু পরে আকাশে ফর ফর কর শব্দ। আসমান ছেয়ে গিয়েছে মেঘের মতো কিছুতে। মানুষের মাথার উপর দিয়ে দ্রুত উড়ে যাচ্ছে। সবগুলো বই। আমলনামা। যার যার হাতে এসে পড়ছে। কারো ডান হাতে কারো বাম হাতে। মানুষ দুই হাতই উচু করে আছে।

কেউ আনন্দে চিৎকার করছে। কারো ফুপিয়ে কান্নার শব্দ।

বিশাল মাটির ধ্বস একদিকে। কাফেরদের একটা বিশাল জামাত হিসাবের আগেই জাহান্নামে পড়ে গিয়েছে। অন্য দিকে মু'মিনদের একটা জামাত পুল সিরাত স্থাপনের পরেই তাতে উঠা আরম্ভ করে দিয়েছে। ওদিকে হিসাব চলছে।

11-Aug-2020 2:03 pm

Published
11-Aug-2020