Post# 1598114260

22-Aug-2020 10:37 pm


#আল্লাহর_বান্দা - ১৮

ইব্রাহিম খাওয়াস। উনি ইব্রাহিম আদহামের যুগের কিন্তু একটু কড়া ছিলেন।

উনি বলেন আমি মরূভুমিতে দেখি এক ছেলে। উজ্জল চেহারার।

জিজ্ঞাসা করলাম : কোথায় চলেছো?

বললো : মক্কায়।

: খালি হাতে? সওয়ারি ছাড়া?

বললো :
يا ضعيف اليقين ،
الذي يقدر على حفظ السماوات والأرض
يقدر أن يوصلني إلى مكة بلا زاد ولا راحلة .

হে দুর্বল একিনের মানুষ। যিনি আসমান জমিন হিফাজত করছেন উনি আমাকে খালি হাতে সওয়ারি ছাড়া মক্কায় পৌছাতে পারেন।

এর পর তাকে পেছনে ফেলে আমি চলে আসি। মক্কায় প্রবেশ করি। দেখি সে আমার আগে পৌছে তোয়াফ করছে। আর কবিতা পড়ছে :

يا نفس سيحي أبدا… ولا تحبي أحدا
إلا الجليل الصمدا… يا نفس موتي كمدا

হে নফস! তোমার জীবন অনন্তকালের।
কাউকে ভালোবেসোনা না --
সেই জলিল-সামাদকে ছাড়া।
হে নফস! আমার মৃত্যু কষ্টকর।

এর পর ছেলেটা আমাকে দেখে বললো :

يا شيخ أنت بعد على ذلك الضعف من اليقين

হে শায়েখ! এর পরও কি তোমার একিন এখনো দুর্বল?

- মিনহাজুল আবেদিন।

    Comments:
  • -

    - 6 feet width? It will burn up even before we notice it. call me up when we have a manhattan sized one.

22-Aug-2020 10:37 pm

Published
22-Aug-2020