Post# 1597998473

21-Aug-2020 2:27 pm


দলের সাথে থাকা :

অধিকাংশ মানুষের জন্য ভালো। একে অন্যের কাছ থেকে ভেলিডেশন নিতে পারে। ভেলিডেশন মানে "আমি কি ঠিক?" অন্য কেউ উত্তর দেবে "হ্যা, আমরাই ঠিক"। সবাই আরেকবার আশ্বস্ত হলো।

একা চললে দল ছাড়িয়ে দ্রুত চলা সম্ভব। তাতে হয় পথ হারায় নয়তো গন্তব্যে আরো সহজে ও দ্রুত পৌছে।

কিন্তু নিজে পথ চিনে চলার মতো যোগ্যতা আর সাহস থাকতে হবে। না থাকলে দলের সাথে চলা ভালো।

21-Aug-2020 2:27 pm

Published
21-Aug-2020