Post# 1598462208

26-Aug-2020 11:16 pm


আলেমদেরকে আমি কখনো আগ বাড়িয়ে প্রশ্ন করি না।

বরং উনারা যতটুকু বলেছেন ততটুকুর উপর আমল করার চেষ্টা করি। যা বলেন নি, সেটা বলেন নি। ঐ ব্যপারে কোনো মত নেই।

এর অর্থ এই না যে আলেমদের আমি জীবনে কখনো প্রশ্ন করি নি। বরং যে কয়েকবার করেছি তখন উনারা আমার প্রশ্নের জবাব দেন নি। বরং বইয়ে যা আছে সেটাই রিপিট করে বলেছেন।

যেমন প্রশ্ন করলাম, "আমি ওটা জানি, এটা জানি। এখন দুয়ের মাঝামাঝি এরকম হলে কি হবে?" উনারা উত্তর দিয়েছেন নিজেদের কথাকে নিরাপদ রেখে "আপনার প্রশ্নের উত্তর বলছি না। কিন্তু নিয়ম হলো ওটা হলে ওটা, এটা হলে এটা হবে।" যেটা আমি আগে থেকে জানি। কিন্তু উনারা নিরাপদে এড়িয়ে গিয়েছেন আন্দাজি একটা উত্তর না দিয়ে।

তাই এখন আর প্রশ্ন করি না। যা জানি সেগুলোর উপর আমল। যতটুকু বলা আছে।

    Comments:
  • ফিকাহর উসুল নিয়ে কোনো বই পড়ি না। মাসলার জন্য এখানে
    https://www.facebook.com/habib.dhaka/posts/10154372987068176

26-Aug-2020 11:16 pm

Published
26-Aug-2020