#আল্লাহর_বান্দা - ১৭
আবু ইয়াজিদ বোস্তামি এক বুজুর্গ। এক কাফন চোর এসে তার কাছে তৌবা করে। তৌবা শেষে চোরকে উনি জিজ্ঞাসা করেন কবরে তুমি কি দেখেছো?
জবাব দেয় : ১০০০ কবর আমি চুরি করেছি। কেবল দুজন পেয়েছি যাদের মুখ কিবলার দিকে তখনো ফিরানো ছিলো। বাকিদের মুখ ছিলো উল্টো দিকে ঘুরানো।
- মিনহাজুল আবেদিন।
- Comments: