#আল্লাহর_বান্দা - ৬
দাহাব বলেন :
এক লোক ৭০ বছর ধরে আল্লাহর ইবাদত করে। ৭০ বছর পরে আল্লাহর কাছে একটা দোয়া করে। সেই দোয়াটাও কবুল হয় না।
সে নিজেকে ধিক্কার দেয় : হে নফস। যদি তোর মাঝে বিন্দু মাত্র ভালো কিছু থাকতো তবে এই দোয়াটা হলেও আল্লাহ কবুল করতেন।
আল্লাহ তায়ালা তার কাছে খবর পাঠান : হে আবেদ। তোমার এই অল্প সময়ের ধিক্কারের দাম আগের ৭০ বছরের ইবাদতের থেকে বেশি।
- মিনহাজুল আবেদিন।
- Comments: