"ফিকাহ" র আলোচনা আর ভালো লাগে না। এই সংক্রান্ত পোষ্টও কমিয়ে আনার চেষ্টা করছি।
বাকি থাকলো কি? সেটা চিন্তা করছি।
ফিকাহ - মানে মাসলা মাসায়েল, "এটা কি ঠিক?" "ওটা করা যাবে?"
এগুলো যারা জানতে চান তাদের আমি অনুরোধ করবো :
প্রথমে : বেহেস্তি জেওর-গওহর পড়ে নিতে। ৯৫% যা জানতে চান জেনে নিতে পারবেন যদি মনে রাখতে পারেন।
আমি এটা কেবল একবার পড়িনি বরং প্রতি বছরই একবার করে পুরোটা পড়তে হতো মাসলাগুলো মনে রাখতে। এভাবে অনেক বছর পড়ার পরে আর পড়তে হতো না। প্রশ্ন শুনলে স্বরনে চলে আসতো, এটার ব্যপারে ঐ, সেটার ব্যপারে সেই। এভাবে ধরেন ১৫ বছর বয়স থেকে ২০ বছর পর্যন্ত।
এর পর আরো এডভান্স শিখতে চাইলে : ফতোয়ায়ে আলমগিরি। এটারও বাংলা অনুবাদ আছে। এটা আগেরটার উপর অনেক এক্সটেনশন। আগের গুলোর উপরও ইনসাইট পাবেন। যেমন "চাদ দেখার মাসলা" গুলো কি সেটা বেহেস্তি জেওরে নেই। এখানে আছে। তেমনি জিহাদের মাসলাগুলো।
আরো এডভান্সড চাইলে হিদায়া। এর প্রথম খন্ড হলো নামাজ রোজা। বাকিগুলোতে লেনদেনের মাসলাগুলো পাবেন। কিন্তু এটা এডভান্সডদের জন্য। বয়স যদি ২০ এর দিকে হয় তবে। মধ্য বয়সে চলে আসলে এটাতে আর বেশি উপকার পাবেন না।
যারা এগুলো পড়তে চান না তাদের জন্য নেটে সার্চ করে ফতোয়ার উত্তর খোজা। মানে গুগুল করা। আলেমরা এটা অপছন্দ করে জেনেই বলেছি।
ফিকাহর আলোচনা নিজে শুনাও আমি ক্লোজ করে আনছি ইনশাল্লাহ। কখনো হয়তো জিহাদের মাসলা নিয়ে পরে আলোচনা করতে পারি ইনশাল্লাহ, আগে যেহেতু কখনো করি নি।
আল্লাহ তায়ালা আমাকে ক্ষমা করুন।
জাজাকাল্লাহ।