RIP - সি আর দত্ত। এক কালে ভদ্রলোকের নাম বহু আসতো পেপারে। হি-খৃ-বু ঐক্য পরিষদের একজন নিবেদিত কর্মি।
উনি উনার কাজের পরিনতিতে পৌছে গিয়েছেন।
আমাদের পরিনতিতে পৌছার আগে যেন আল্লাহ তায়ালা আমাদের রক্ষা করেন।
উনি করোনায় মরেন নি, কিন্তু এই বছরটা কেমন যেন মানুষের মরন কাল।
- Comments:
- https://www.facebook.com/habib.dhaka/posts/10155401810818176
- যার দুটোই আছে তারা "রকেট" প্রিফারড বলে পোষ্ট দিচ্ছে। যার নেই তারা এখন দুটোর একাউন্টই করছে। সময় লাগবে। কিন্তু মানুষ ঝুকছে।
- তবে ডিবিবিএল একাউন্ট করতে হবে। মিনিমাল বেলেন্সের দাবি তুলে হাজার হাজার টাকা আটকে রাখে কিনা অন্য বেংকের মতো সেটা দেখতে হবে।