মৃত্যুর জন্য প্রস্তুতি।
পরিক্ষার আগের রাতের পড়া কখনোই হয় না। যা আগে পড়েছি শিখেছি তাই। তাই শেষ সময়ে আমল অনেক বাড়াতে পারবো এমন মনে হয় না। যেমন আগের রাতের পড়া হয় না।
সারা জীবন যা করেছি তাই।
একটা লোকের পাচ ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে পড়তে ৪ ঘন্টা সময় লাগে প্রতিদিন। সে যদি সেটা না করে মৃত্যুর আগে এক মাস ধরে দিন রাত ইবাদত করে, তবে সে যেন চার মাস নামাজের সময়ের পরিমান ইবাদত করলো।
কিন্তু সে যদি নিয়মিত নামাজ পড়তো তবে নামাজ পড়তো ৪০-৫০ বছর ধরে।
তাই নিয়মিত ইবাদত অনেক বেশি সোয়াবের। পরিমানের দিক থেকেও। সোয়াবের দিক থেকেও। নিয়মতি ইবাদতের বিকল্প শেষ বয়সের কিছু দিনের ইবাদত হয় না।
প্লাস + যে এক মাস বাসায় বদ্ধ থেকে দিন রাত ইবাদত করলো। তার প্রশংসা সমাজে ছড়াবে। সেও মনে করবে "আমি করেছি"। একটা আত্মতুষ্টি।
যে বছর বছর ধরে নিয়মিত নামাজ পড়লো, তার কোনো প্রশংসাও নেই। আত্মতুষ্টিও নেই। যদিও পরিমানের দিকে থেকে সে বেশি।
মৃত্যুর প্রান্তে। সারা জীবন যা করেছি তাই নিয়ে যেতে হবে।
শেষে শুধু তৌবা।
#মৃত্যুর_পরে
- Comments:
- ^ তৌবা যে কোনো সময় করা যায়। আল্লাহ তায়ালা কবুল করুক বা না করুক। কবুল করা উনার রহম।