Post# 1596689012

6-Aug-2020 10:43 am


আমি গুনাহর মাঝে আছি। একারনে যেন আমি নামাজ পড়া বন্ধ না করে দেই।

তেমনি, অন্য কেউ গুনাহের মধ্যে আছে। এ জন্য তার নামাজ নিয়ে তাকে খোটা না দেই।

যখন আমি বললাম, "বহু নামাজি আছে, নামাজ পড়তে পড়তে কপালে ... কিন্তু দেখবেন তার বৌ-মেয়ে ..."

এ ধরনের কথা দ্বারা আমার ইগো বুষ্ট হয়। অন্যের নেক আমলের প্রতি আমার ঘৃনাটা বাহির হয়ে আসে। কিন্তু এতে সমাজের কল্যান নেই।

নামাজ পড়াটা ঐচ্ছিক না। পড়তে হবে পাপের মাঝে ডুবে থাকলেও। গুনাহগারের জন্য নামাজ মাফ না।

| "কিন্তু আমি এই কথা দ্বারা তার গুনাহকে আক্রমন করছিলাম। তার নামাজকে না।"

হয়তো! কিন্তু আপনার কথায় তার প্রতিফলন নেই।

ভালোকে উৎসাহিত করি।
ভালোকে আক্রমন না।

তার ভালো আর তার মন্দকে আমি যখন সাংঘর্ষিক করবো তখন সে ভালোটা ছেড়ে দেবে এই ধারনা করে যে মন্দে থাকলে ভালো কাজ করা যাবে না।

আল্লাহ তায়ালা আমাকে মাফ করুন।

নিজের জন্য নসিহা :

- যদি সারা দিন গুনাহ করি। এর পরও জোহরের ওয়াক্ত হয়ে গেলে ওজু করে নামাজে যেতে হবে। গুনাহর জন্য যেন নামাজে গাফলতি না করি।

- কেউ যদি নামাজ নিয়ে খোটা দেয় তবে আমি দেখি কাকে বন্ধু করছি।

আল্লাহ তায়ালা আমাদেরকে হকের উপর রাখুন।

    Comments:
  • মূল কাজ কি, এটা একেক জনের বোধ একেক রকম। আপনারটা আমার অনুসরন করার কোনো কারন নেই। যেমন আমি মূল কাজ যা বুঝি সেটা আপনার অনুসরন করার কারন নেই।
  • সালাম।

6-Aug-2020 10:43 am

Published
6-Aug-2020