#মৃত্যু
১
সাহাবাদের যুগে। কিছু লোক ভিন দেশ থেকে এসে মদিনাতে কোরআন শরিফ শুনছিলো আর কেদে বুক ভাসিয়ে ফেলছিলো, আবেগে।
একজন সাহাবা বললেন, আমারাও প্রথম যুগে কোরআন শুনলে এই রকম বুক ভেঙ্গে কান্না করতাম। এর পর এখন অন্তর কঠিন হয়ে গিয়েছে।
২
ফিতনার যুগ পর্যন্ত বেচে থাকা এক সাহাবি বলছিলেন। একটা সময় ছিলো যখন মারা গেলেই আমরা জাহান্নামি। কুফরির যুগের কথা বলছিলেন। এর পর একটা সময় ছিলো যখন মারা গেলেই জান্নাতি। মানে রাসুলুল্লাহ ﷺ এর যুগ। এর পর এখন আমরা এমন সব কাজে লিপ্ত হয়ে গিয়েছি যে জানি না এর পর আমাদের জান্নাত নাকি জাহান্নাম।
৩
ওলি আউলিয়াদের যুগ।
প্রচন্ড আবেগ। প্রচন্ড তৌবা। প্রচন্ড ডাক ভয় ভালোবাসা আল্লার প্রতি। এরকম প্রচুর ঘটনার বর্ননা আছে আমাদের কিতাবে।
যেমন কোনো বুজুর্গের সাথে এমন কারো দেখা হচ্ছিলো যে কিনা আল্লাহর ভয়ে বা ভালোবাসায় দিশেহারা। বলছে : তুমি কিসের আল্লাহকে ভয় করো? অথচ আমি ....।
সবগুলো ঘটনায় সেই লোক এর কিছুদিন পরে মারা যায়।
আল্লাহ উনার খুব কাছের বান্দাদের বেশি দিন দুনিয়াতে রাখেন না।