Post# 1598011999

21-Aug-2020 6:13 pm


সিএনজি দিয়ে আসছি। সংগে টাকার ব্যগ। কেউ বললো ছিনতাই হতে পারে। বুদ্ধি করে সাবধানতার জন্য এটা সিএনজির সিটের পেছনের জায়গায় রাখলাম।

^^^ এটা কখনো করবেন না।

ছিনতাই করে মানুষ যত না টাকা হারায়, তার থেকে শত গুন বেশি টাকা হারায় সেই ব্যগ পেছনে রেখে সিএনজি থেকে নেমে যাবার পরে "হায়, ব্যগ নিতে ভুলে গেছি" স্মরনে আসার পরে।

তাই ব্যগ পেছনে রাখলে আপনার টাকা হারানো সম্ভাবনা ছিনতাই হওয়া থেকে ১০০ গুন বেশি।

হাজার হাজার খবর :
১০ লক্ষ টাকা সিএনজিতে রেখে ভুলে গিয়েছে।
ব্যংকে থেকে ৩০ লক্ষ টাকা তুলে সিএনজিতে রেখে ভুল গিয়েছে।
৭০ লক্ষ টাকা সিএনজিতে রেখে ভুল চলে এসেছে।

সবগুলো এই কেইস। সবাই সিটের পেছনে টাকা রেখেছিলো।

যদি সিএনজি ওয়ালা আপনাকে বলে "স্যার হাতে কি? মানে বলছিলাম যদি টাকা হয় তবে সিটের পেছনে রাখেন, আপনার ভালোর জন্য বলছি, রাস্তা ঘাটে যত ছিনতাই, বুঝেন না?"

তবে তার কথা শুনবেন না। সে এই সব কেইস জানে, এই জন্য তার সাধু উপদেশ।

বোনাস : পেছনে রাখার পরে রাস্তার কোনো জ্যম-সিগন্যালে সিএনজির পেছনের কভার কেটে অজানা কেউ সেই ব্যগ চুরি করেছে এমন খবর অনেক।

সে জানলো কেমনে? সিএনজি ওয়ালাই ফোনে তাকে বলেছে।

"তবে কোথায় রাখবো?"

আমি লক্ষ টাকা ভর্তি ব্যগ রাখি পায়ের কাছে ফ্লোরে ফেলে এর পর ব্যগের হাতল পায়ে পেচিয়ে রাখি। যেন নামার সময় টান লাগে, না ভুলি। ফ্লোর থেকে চুরি করা সবচেয়ে কঠিন ছিনতাই কারিদের জন্য। আর ফ্লোরে কেউ টাকার ব্যগ রাখে না। টাকার একটা সম্মান আছে না? এটা আদবের খে‌লাফ, এবং ছিনতাইকারিরাও জানে আদব কি।

আরেকটা বেকলা টেকনিক : রিকশা দিয়ে আসার সময় লক্ষ টাকার ব্যগ রিকশা ওয়ালাকে বলে রিকশার সিট তুলে এর নিচে রাখা সিকিউরিটির জন্য। এরাও অধিকাংশ কোনো একদিন রিকশা থেকে নামার পরে টাকা নিতে ভুলে যায়। ব্যংকে বা বাসায় ঢুকেই মনে পড়ে হায়!

নিজেদের শিক্ষার জন্য। অন্যকে বেকলা না বলি। আমি নিজেও বেকলা হয়ে যেতে পারি একদিন।

    Comments:
  • https://www.facebook.com/msachctg/videos/pcb.10223445664559738/10223445571477411/

21-Aug-2020 6:13 pm

Published
21-Aug-2020