Reminder : প্রতারনা
যে কেউ ... এবসুলেটলি যে কেউ
- যে আপনার পরিবারের সদস্য না
- অথবা খুব ভালো মানুষ, অল্প কিছু দিন হলো পরিচয় হয়েছে।
- অথবা আপনি তার ভক্ত। সে আপনার গাইড "বড় ভাই"। বা উপদেশ দাতা। বা আপনার হবু বর-স্ত্রী। বা ফেইসবুক সেলিব্রিতি। হাসির স্টেটাস দেন। বা খুব দ্বিনি।
সে যদি হটাৎ করে আপনাকে বলে একটু টাকার জন্য বিপদে পড়ে গিয়েছি। রোববার দিন খুললে বা কিছু ছাড়লে সেই টাকা হাতে আসবে। এখন ২০ হাজার টাকা খুব জরুরি দরকার ৪ দিনের জন্য বা ৪ ঘন্টার জন্য। নয়তো আমার সব টাকা হারাবে।
তবে সে প্রতারক। মিথ্যা বলছে।
তাকে টাকা দেবেন না।
পিরিয়ড।
দান করতে চান? পরিচিত, আত্মিয়, যাকে আগে থেকে জানেন বিপদে তাকে দিন।
যে ধার চাচ্ছে তার পরিচিতরা তাকে কেন ধার দেয় না। আর সেও নিজের নিকটজনদের কাছে কেন ধার চায় না -- সেটা আগে খবর নিন।
সাবধানে থাকেন। কঠিন সময় সামনে।
আবারো : নিজে বিপদে পড়লে আপনি যত দূরের মানুষের কাছে কখনো টাকা চাইতেন না, এমন দূরের কেউ যদি আপনার কাছে টাকা চায় তবে সাবধান। এখানে অন্য কিছু আছে যেটা আপনি জানেন না।
ব্যসিক্যলি স্বল্প সময়ের পরিচয়ের কে প্রতারক সেটা চিনতে পারবেন সে আপনার কাছে টাকা ধার চায় কিনা সেটা দেখে। প্রতারক হলে সে চাইবে।
"এই ঘটতে পারে", "সেই কি হইতে পারে না?", "মানুষকে এত সন্দেহ করেন কেন?" এই কথাগুলো যেন আপনাকে ধোকায় না ফেলে।
আল্লাহ তায়ালা এই সময়ে আমাদের হিফাজত করুন।