#আল্লাহর_বান্দা - ৮
ফোজায়েল ইবনে আয়াজ। উনার ছাত্র অসুস্থ, মারা যাবেন। ফোজায়েল তার কাছে বসে সুরা ইয়াসিন পড়ছে।
সে বললো : উস্তাদ এই সুরা পড়বেন না।
ফোজায়েল থেমে বললেন : তবে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো।
বললো : পড়বো না, দরকার নেই।
বলে মারা গেলো।
ফোজায়েল কষ্টে নিজের ঘরে ফিরে গিয়ে ৪০ দিন পর্যন্ত কান্না করলেন। ঘর থেকে বের না হয়ে।
এর পর স্বপ্নে দেখেন তাকে জাহান্নামে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলেন
: কেন ঈমান তোমার থেকে কেড়ে নেয়া হলো? অথচ ছাত্রদের মাঝে তুমি ছিলে ভালো স্থানে।
বললেন : তিন কারনে। চোগলখুরি করতাম। আপনাকে আর সাথিদের ভিন্ন কথা বলতাম। দ্বিতিয়তঃ সাথিদের হিংসা করতাম। আর ডাক্তার বলেছিলো বছরে একবার মদ না খেলে আমার একটা রোগ ভালো হবে না। আমি অনিচ্ছায় হলেও খেতাম।
- মিনহাজুল আবেদিন
- Comments: