Post# 1597674116

17-Aug-2020 8:21 pm


ঢাকা শহর :

বিল্ডিংয়ের ২৫% ফ্লেট এখন খালি।
প্লাস সব ফ্লাটের ভাড়া অলরেডি কমিয়েছি ১২%।
আরো ১২% কমানোর জন্য হেভি চাপ। মানে মোট ২৫% রিডাকশন।

অন্ততঃ চার জন ছিলো প্রতি মাসে দেখা হলেই বলতো "আপনাদের ফ্লাট খালি হলে বলবেন, কবে খালি হবে?"

তাদের একজনকে ফোন দিলাম খালি হয়েছে বলে, সে বলে অন্য জায়গায় আপনাদের দ্বিগুন ফেসিলিটির আরেকটা ভাড়া নিয়ে নিয়েছি আপনাদের থেকে কম ভাড়ায়।

আরেক জন প্রতি মাসে দুই বার ফোন করতো জানতে ফ্লাট খালি হয়েছে কিনা। বলতাম হলে আপনি দেখবেন টু-লেট টাংগাবো। বলে টু-লেট টাংগালে ভাড়া হয়ে যাবে তার আগেই আমি জনাতে চাই।

খালি হবার পরে এখন তার ফোন নেই। জিজ্ঞাসা করলাম, বলে "কামাই নেই, নেবো না।" তবে বাপু এত এত ফোন করে দুই বছর ধরে বিরক্ত করার দরকার কি ছিলো? :-)

লাইফ -- চলে।

17-Aug-2020 8:21 pm

Published
17-Aug-2020