Post# 1598140936

23-Aug-2020 6:02 am


#আল্লাহর_বান্দা - ১৯

ইব্রাহিম আদহাম বলেন :

আমি লেবাননের পাহাড়ে অনেক আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য পেয়েছি। তারা আমাকে বলেছে : যখন তুমি দুনিয়াদারদের কাছে ফিরবে তখন তাদের চারটা বিষয়ে নসিহা করবে বিশেষ ভাবে :

যে বেশি খাবে -- সে ইবাদতের স্বাধ পাবে না।
যে বেশি ঘুমাবে -- সে জীবনে বরকত পাবে না।
যে মানুষের সন্তুষ্টি খুজবে -- আল্লাহর সন্তুষ্টির জন্য সে অপেক্ষা করবে না।
যে বেশি বাজে কথা আর গিবত করবে - সে দ্বিন ইসলাম নিয়ে দুনিয়া থেকে বেরুতে পারবে না।

- মিনহাজুল আবেদিন।

    Comments:

23-Aug-2020 6:02 am

Published
23-Aug-2020