Post# 1596442995

3-Aug-2020 2:23 pm


#মৃত্যুর_পরে - ৪

১২
দুই জন লোক। একে অন্যকে কথা দিল যার আগে মৃত্যু হবে আর সে অন্যকে জানাবে আল্লাহ তার সাথে কি ব্যবহার করেছে।

এক জন মারা গেলেন। স্বপ্নে অন্য জনকে দেখে। তাকে বলে :

আল্লাহর উপর তাওয়াক্কুল করো, মানে ভরসা করো, আর আনন্দিত থাকো। তাওয়াক্কুলের মত এত কার্যকারি আর কিছু নেই।

১৩
সুফিয়ান ইবনে ওয়াইনাহ। সুফিয়ান থাউরিকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন

: কি কারনে আল্লাহ তায়ালা আপনাকে ভালোবেসে?

: মানুষের সাথে সম্পর্ক কম আর উঠা বসা কম করার কারনে।

: আমাকে কিছু নসিহত করেন।

: মানুষের সাথে সম্পর্ক কম রাখতেই উপদেশ দিচ্ছি।

: কিন্তু এও তো বলা আছে, যে ভাতৃত্ব বন্ধু বেশি করো কারন প্রতিটা মুমিন কিয়ামতের দিন সুপারিশ করবে?

: আফসোস তোমার সাথে যদি আমার এই সাক্ষাৎ না হতো! তুমি কি দেখো না মানুষের যত খারাপ সেগুলো তার পরিচিত লোকদের দিয়ে হচ্ছে?

স্বপ্নদ্রষ্টা বলেন এর পর আমি কাদতে কাদতে ঘুম থেকে উঠি।

১৪
এক লোক এক নেক লোককে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করলেন। আপনার সাথে কি ব্যবহার করা হয়েছে?

সে কয়েকটা শের পড়ে জবাব দেয়, অর্থ :

আমাদের আমলনামা হিসাব করা হয়।
এটা খালি আর শুন্য পায়।
এর পর আমাদের উপর রহম করেন।
আমাদেরকে মুক্তি দেন।
বাদশার আচরন উনার গোলামদের প্রতি
এরকম রহমপূর্নই হয়।

আমার মন বলে আর আমার জিহ্বা এ কথা সমর্থন করে
যে ইসলাম নিয়ে মরতে পারবে তাকে আগুনে জ্বলতে হবে না।

- ইবনে সিরিনের স্বপ্নের তাবির/মদিনা লাইব্রেরি।

3-Aug-2020 2:23 pm

Published
3-Aug-2020