কাদিয়ানিদের ব্যপারে অনেক আনপ্রোপোরশনলি বেশি প্রশ্ন পাই। কারন কি?
১। মানুষ আমাকে টেষ্ট করে দেখতে চায় কি বলি।
২। কাদিয়ানিরা সত্যি ছড়িয়ে গিয়েছে, মানুষ তাদের নিয়ে কনফিউজড।
আমার ধারনা ১ নম্বর।
যেটাই হোক, আল্লাহ তায়ালা আমাকে নিজের পরিবারের বাইরে কাউকে ফতোয়া দেবার থেকে রক্ষা করুন।
প্রতিটা প্রশ্ন আমার জন্য পরিক্ষা।
আর প্রতিবার এর পাশ হলো বলতে পারা : "জানি না"।