Post# 1596258075

1-Aug-2020 11:01 am


বহু পুরানো শের।

حسبي ربي جل الله
ما في قلبي غير الله

ছোট বেলায় শুনে আমি মনে করতাম "মা ফি কালবি গাইরুলল্লাহ?" বলতে প্রশ্ন তোলা হয়েছে। "জানেন? আমার অন্তরে আল্লাহ ছাড়া আর কি আছে?" পরের লাইনগুলো দিয়ে প্রশ্নের উত্তর দেয়া হয়েছে।

এখন বর্তমান তর্কে শুনি এটার অর্থ নাকি প্রশ্ন না। বরং negation. মানে "আমার অন্তরে আল্লাহ ছাড়া কেউ নেই"। Accept করতে এখনো কষ্ট হচ্ছে।

Still wondering. আমি ভুল নাকি যিনি অর্থটা করেছেন তিনি।

1-Aug-2020 11:01 am

Published
1-Aug-2020