Post# 1597449595

15-Aug-2020 5:59 am


হযরত আলী রাঃ এর যুদ্ধে সময় দুটো দল উনার সাথে যোগ দেয় নি।

এক দল "উভয় পক্ষই ভালো তাই কোনো দিকে যোগ দেবো না" তাই দেয় নি।

অন্য দল "উভয় পক্ষই খারাপ তাই কোনো দিকে যোগ দেবো না" তাই দেয় নি।

প্রথম দলে ছিলো বিখ্যাত সাহাবা কিরামদের অনেকে যারা মুক্তিপ্রাপ্ত।
দ্বিতীয় দলকে আমরা পরবর্তিতে খারেজি হিসাবে চিনি যারা অভিশপ্ত।

তাই এখনো,
"আমি কোনো দলে না কারন সব দল খারাপ"
আর "আমি কোনো দলে না কারন সব দল ভালো"

দুটোকে এক হিসাবে দেখি না।

15-Aug-2020 5:59 am

Published
15-Aug-2020