Post# 1597391695

14-Aug-2020 1:54 pm


#আল্লাহর_বান্দা - ২

এক বুজুর্গ বলেন :

এক জায়গায় দেখলাম অনেক মানুষ তীর ছোড়া প্রেকটিশ করছে। তাদেরকে দেখতে দেখতে কিছ দূরে দেখি একজন একা বসে আছে। তার কাছে যাই কিছু কথা বলতে।

সে আমাকে বলে : তোমার সাথে কথা বলার থেকে আল্লাহর জিকির করা আমার পছন্দ।

: তবে একা একাই জিকির করবেন?

: আমার সংগে আমার রব আছেন, আর কাধে দুই ফিরিস্তা।

: তবে কখন মানুষ এরকম করে জিকির করতে পারে?

: আল্লাহ যখন কারো গুনাহ মাফ করে দেন তখন।

: সেই মাগফিরাত পাবার উপায় কি?

সে এর জবাবে কেবল আংগুল দিয়ে আকাশের দিকে ইংগিত করে।

এর পর আমাকে ছেড় উঠে চলে যায়।

- মিনহাজুল আবেদিন।

    Comments:
  • - ওয়ালাইকুমুস সালাম।

14-Aug-2020 1:54 pm

Published
14-Aug-2020