Post# 1597327410

13-Aug-2020 8:03 pm


আসফেয়ার শহরের আবু ইসহাক বলেন :

আমি আল্লাহ তায়ালার কাছে ৩০ বছর যাবৎ তৌবাতুস নসুহা করার তৌফিকের জন্য দোয়া করেছি। ৩০ বছর পরে চিন্তা করলাম, "সোবহানাল্লাহ! তিরিশ বছর যাবৎ কেবল একটা দোয়া করলাম তাও কবুল হলো না?"

এর পর দেখতে পেলাম একজন আমাকে বলছে : এতেই তুমি অবাক হয়ে গিয়েছো? তুমি খেয়াল করে দেখেছো তুমি কিসের জন্য দোয়া করছো? তুমিতো আল্লাহ তায়ালার ভালোবাসার জন্য দোয়া করছো, কারন আল্লাহ তায়ালা বলেছেন : ইন্নাল্লাহা ইউহুব্বুত তাওয়াবিন, ওয়া ইউহুব্বুল মুতাতাহহিরিন। তুমি কি সেই ইমামদের দেখো না যারা নিজেদের অন্তরকে পরিষ্কার রাখার জন্য কত চেষ্টা করছে, আর আখিরাতের জন্য কত প্রস্তুতি নিচ্ছে?

- মিনহাজুল আবেদিন।

#আল্লাহর_বান্দা - ১

    Comments:
  • - ^ এই ধরনের প্রশ্নের উত্তর আমার কাছে পাবেন না। আপনাকে অন্য কাউকে জিজ্ঞাসা করতে হবে।

13-Aug-2020 8:03 pm

Published
13-Aug-2020