Post# 1597213075

12-Aug-2020 12:17 pm


মৃত্যুর প্রান্তে এসে মানুষ যা নিয়ে আফসোস করে তা থেকে অনেক শিক্ষনীয়।

জালেমের আফসোস খুব কম শুনবেন, কারন মৃত্যুর আগে তাদের বোধ লুপ্ত হয়ে যায়। আর এখান থেকে আমাদের শিক্ষনিয় কিছু নেই।

কিন্তু দ্বিনদ্বার আর সাধারন মুসলিমরা কোনটা নিয়ে আফসোস করে সেটা থেকে "অনেক" কিছু বুঝার আছে।

এবং এটা মৃত্যু শয্যায়ও না। তার বার্ধক্যে পৌছে গেলেই তার কথা শুনে বুঝতে পারবেন জীবনে কোন কাজের জন্য সে আফসোস করছে। কোনটা নিয়ে করছে না।
#মৃত্যুর_পরে

12-Aug-2020 12:17 pm

Published
12-Aug-2020