Repost :
আমাদের ইয়ং কালে মোবাইল ফোন ছিলো না। ভিন কোনো দেশে রাতে সফরের সময় নামাজ পড়ার জন্য দিক নির্ধারনের সময় আকাশের তারকা দেখে করতে হয়েছিলো অনেক বার।
রেললাইন আসার আগে এই তারকা দেখে মানুষ শুধু নামাজ না, বরং রাস্তা দিয়ে কোন দিকে চলবে সেটা নির্ধারন করতো। আমাদের লাগে নি আধুনিক যুগ বলে।
রাতে আকাশের তারকা দেখে দিক নির্ধারন পদ্ধতি নিচে।