#আল্লাহর_বান্দা - ৭
জাফর সাবগি বলেন :
আমি আবুল মায়সারাল আবিদকে দেখেছি। ইবাদতে মেরুদন্ড বাকা হয়ে গিয়েছে। এর পরও ইবাদতে লেগে আছেন।
বললাম : আল্লাহ আপনার উপর রহম করুন। আশা রাখেন। আল্লাহর রহমত অনেক বিস্তৃত।
শুনে উনি রেগে গেলেন, "আমার মাঝে এমন কি দেখেছো যে তোমার মনে হলো আমি রহমত থেকে নিরাশ হয়ে আছি? বরং নেককার হবার চেষ্টা, কারন আল্লাহর রহমত নেককারদের কাছাকাছি।"
ان رحمة الله قريب من المحسنين
জাফর বলেন, উনার কথা শুনে আমার চোখে পানি চলে আসে।
- মিনহাজুল আবেদিন।
- Comments:
-
- ^ অনলাইনে বইয়ের দোকানগুলোতে আছে। পছন্দ মতো যে কোনো সাইট থেকে কিনতে হবে। ঢাকায় থাকলে বাইতুল মুকাররমে দেখতে পারেন।