Post# 1598611895

28-Aug-2020 4:51 pm


কথা : "একটা কমিউনিটি লাগবে দ্বিনের উপর উৎসাহ দিয়ে চলার জন্য"


বয়সের প্রথম দিকে আপনার লাগবে।
বয়সের শেষ দিকে আর লাগবে না।


"এনকরিং বায়াস" বলে একটা জিনিস আছে।

তাই দ্বিন প্রথমে কার থেকে শিখলেন এটা ইম্পর্টেন্ট। সারা জীবন সেই শিক্ষাকে "প্রথমেই ঠিক" ধরবেন। অন্যগুলো মনে হবে "অন্যরা বলে হয়তো ঠিক"।


বন্ধু চার জন হলেই যথেষ্ট।
সার্কেলে ১০ জনের বেশি হলে অধিকাংশ ক্ষেত্রে কোনো দলের লোকাল ব্রাঞ্চ।
দশ জনের মাঝে একজন আছে নেতা।
চার বন্ধুতে কেউ নেতা না।

28-Aug-2020 4:51 pm

Published
28-Aug-2020