কথা : "একটা কমিউনিটি লাগবে দ্বিনের উপর উৎসাহ দিয়ে চলার জন্য"
১
বয়সের প্রথম দিকে আপনার লাগবে।
বয়সের শেষ দিকে আর লাগবে না।
২
"এনকরিং বায়াস" বলে একটা জিনিস আছে।
তাই দ্বিন প্রথমে কার থেকে শিখলেন এটা ইম্পর্টেন্ট। সারা জীবন সেই শিক্ষাকে "প্রথমেই ঠিক" ধরবেন। অন্যগুলো মনে হবে "অন্যরা বলে হয়তো ঠিক"।
৩
বন্ধু চার জন হলেই যথেষ্ট।
সার্কেলে ১০ জনের বেশি হলে অধিকাংশ ক্ষেত্রে কোনো দলের লোকাল ব্রাঞ্চ।
দশ জনের মাঝে একজন আছে নেতা।
চার বন্ধুতে কেউ নেতা না।