হজ্জের সফরে -- হাজ্জিরা মদিনা শরিফে ৮ দিন থাকে। মসজিদে নববির বাইরে মূল দর্শনীয় জায়গা দুটো।
মসজিদে কুবা আর ওহদ পাহাড়।
সাধারন নিয়ম : আপনার কাফেলা একটা বাস ভাড়া করে সবাইকে নিয়ে একদিনে সবগুলো পয়েন্ট ঘুরিয়ে আনবে।
এডভান্সড নিয়ম : প্রথম দুই দিন রেষ্ট নিয়ে এর পর একদিন ফজরের পরে রওনা দিয়ে হেটে মসজিদে কুবা ঘুরে আসা। এর পর অন্যদিন উহুদ পাহাড়।
রাস্তা একদম সহজ। মসজিদে নববী থেকে বেরিয়ে কিবলার দিকে সোজা যে কোনো রাস্তা দিয়ে হাটলে মসজিদে কুবা। আর কিবলার উল্টো দিকে হাটলে উহুদ পাহাড়। রাস্তা হারানোর ভয় নেই। পাহাড় আর কুবা মসজিদের মিনার বহু দূর থেকেই দেখে চলতে পারবেন।
সময় লাগবে যেতে ১ ঘন্টা আর আসতে ১ ঘন্টা। ডেষ্টিনেশনে ঘুরতে দেখতে নামাজ পড়তে ধরেন আরো ১ ঘন্টা।
সুবিধা : মদিনা শহরটা একদম ভালো মতো দেখতে পারবেন। এর ঘর, মাঠ, মসজিদগুলো, মানুষ, মার্কেট, স্কুল, বাগান, রাস্তা সব। যদিও স্কুল-অফিস সব বন্ধ হজ্জের মওসুম বলে এর পরও। যেটা বাসে করে গেলে বুঝবেন না।
নিচে এরকম হেটে চলার ছবি। সাদা পোশাকের যারা আছেন তারা অন্যান্য হাজি। সমনের মসজিদটা আরেকটা ঐতিহাসিক মসজিদ রাসুলুল্লাহ ﷺ এর স্মৃতি বিজড়িত যদিও বাসে চড়লে এখানে আনা হয় না।
- Comments:
- ^ সংগে যে কেউ থাকলে কাফেলার সাথে চলতে হবে। এগুলো করতে পারবেন না।
এমন কি হজ্জের যে সকল জায়গায় দৌড়ানোর নিয়ম, সেখানেও দৌড়াবেন না। হাটতে হবে যেহেতু আপনার স্ত্রী আপনার সাথে আছে।