না চাওয়া :
যে চায় তাকে বিন্দু মাত্র খারাপ ধারনা না করা।
চাইতে নিষেধ নেই। না চাওয়াটা যার যার ব্যক্তিগত তাকওয়ার ব্যপার, যেটা আরেকজনের উপর ইমপোজ করলে আমি খারাপ হবো, সে না।
অন্তরেও খারাপ ধারনা আনবো না। আর এর উপর সিমা লংঘন করে যদি কথা বা কাজে নিজের অপছন্দটা প্রকাশ করে বসি -- তবে আল্লাহ তায়ালা আমাকে ঘাড়ে ধরে আরেকজনের দ্বারস্থ করে দেবেন -- যেটা নিয়ে মানুষের নিন্দা করেছি ঠিক সেটায় আমাকে নিমজ্জিত করে দিয়ে।
যে চায় তাকে সাহায্য করবো খুশি মনে যতটুকু পারি। এতে আমার সোয়াব। এখানে তার কারনে আমার সোয়াব।
আর তাকওয়া নিজের জন্য। আমার তাকওয়া দিয়ে অন্যকে মাপার জন্য না।
- Comments:
- ^ Which is why I didn't comment. But the thing is it's indicative of the coming future. If things roll this way for long.