Post# 1598202872

23-Aug-2020 11:14 pm


#আল্লাহর_বান্দা - ২৪

উস্তাদ আবু ইসহাক বলছেন :

আমি লেবাননের পাহাড়ে কিছু আবেদকে দেখে বললাম

: হে ঘাস খোররা! রাসুলুল্লাহ ﷺ এর উম্মতকে বিদায়াত পন্থিদের হাতে ছেড়ে দিয়ে তোমরা এখানে বসে বসে ঘাস খাচ্ছো?

তারা জবাব দিলো : মানুষের সংগে থাকার শক্তি আমাদের নেই। বরং আল্লাহ তায়ালা তোমাকে এই শক্তি দিয়েছে তাই দায়িত্ব তোমার।

এর পর উনি ফিরে আসেন। এবং একটা বই লিখেন "জামে লিল খলি ওয়াল খফি" -- "দ্বিনের সমস্ত স্পষ্ট আর গোপন বিষয় এবং ধর্মত্যগিদের জবাব।"

বইটার লিংক
https://al-maktaba.org/book/2118/4098

    Comments:

23-Aug-2020 11:14 pm

Published
23-Aug-2020