আমার উত্তর নিচে। শায়েখ উত্তরগুলো দিলে মিলিয়ে দেখবো ইনশাল্লাহ কয়টা মিলে। :-)
ওয়ার্নিং আমি মুফতি না। নিচেরগুলো কেউ মুফতির কাছে না শুনে ঠিক ধরবেন না।
আশা করছি তিনটা ভুল হবে। বাকিগুলো ঠিক। :-)
_______________________
০১. কোন কোন কারণে জামাত পরিত্যাগ করা জায়েয?
ইমাম সাহেবের যদি ওজু ভেঙ্গে যায় বা টয়লেট ধরে তবে।
০২. ইমাম সাহেব ওজরের কারণে বসে নামায পড়াচ্ছেন আর তার পেছনে অনেক সুস্থ মুসুল্লি/মুকতাদি দাঁড়িয়ে নামায পড়ছেন, নামায হবে?
হবে না। উল্টো হলে হতো। উমাম দাড়িয়ে, মুক্তাদি বসে।
০৩. বিতরের নামাযে ইমাম সাহেব ভুলে কুনুত না পড়েই রুকুতে চলে গেল। এখন মুকতাদিরা লোকমা দিল অথবা তারই মনে পড়ল, তার জন্য কী করা উচিত?
সহু সিজদা দেবে। উঠবে না।
০৪. জামা বা শরীরে পাখির বিষ্ঠা লেগেছে, নামাযের কী হুকুম?
গোস্তখোর পাখি যেমন কাক হলে ধুতে হবে। ধান খোর যেমনন চড়ুই হলে কিছু হবে না।
০৫. আহলে হাদিস ইমামের পেছনে নামায হবে?
যদি হানাফি মাজহাব মতে যেগুলো ফরজ ওয়াজিব সেগুলো না ছাড়ে। যেমন ওজু যদি তার ঠিক থাকে।
০৬. আহলে হাদিসের টাইমে আসর পড়লে আবার দোহরাতে হবে নামায?
হ্যা।
০৭. নামাযে ঘুমিয়ে গেলে নামাযের হুকুম কী? ঘুমে গিয়ে ভুল তেলাওয়াত করল, তাহলে নামাযের হুকুম কী?
ঘুমালে ভাঙ্গবে না। ভুল তেলওয়াত করলে ভাঙ্গবে যদি অর্থ বদলায়।
০৮. নামাযি ব্যক্তি নিজের সামনে রাখা কোনো বই ইত্যাদি পড়ে বুঝে ফেলল, তাহলে নামায হবে?
ভেঙ্গে যাবে।
০৯. নামাযি ব্যক্তির কতটুকু সামনে দিয়ে অতিক্রম করা জায়েয? এক্ষেত্রে বড় মসজিদ ও ছোটো মসজিদের কোনো পার্থক্য আছে কিনা?
ছোট মসজিদে একাবারে জায়েজ না। বড় মসজিদ হলে দাড়ানো অবস্থায় চোখ যতদূর যায় তার দূর দিয়ে যেতে পারবে। যেমন ২ কাতার সামনে। সামনে সুতরা না থাকলেও। ছোট বড় মসজিদে জন্য বর্গ হাতে বলা আছে যেটা আমার মুখস্ত নেই।
১০. এক ইমাম সাহেবের স্ত্রী বাসা হতে বাচ্চার পেশাব পরীক্ষা করানোর জন্য বোতলে ভরে দিয়ে দিল; বেচারা ভুলে পোশাবের শিশি পকেটে রেখেই নামায পড়িয়ে হসপিটালে গেল। নামায হবে?
হবে যদি লিক না করে। ভালো মতো কভার থাকে।
১১. জানাযার নামায তিন বা পাঁচ তাকবিরে পড়ানোর পর লাশ দাফন করে ফেলল, এখন কী হুকুম?
কবরের সামনে দাড়িয়ে আবার জানাজা পড়তে হবে।
১২. একব্যক্তি জামাতে এসে দেখে ইমাম সাহেব প্রথম বা শেষ বৈঠকে বসা; সে তাশাহহুদ পড়া শুরু করেছে তখনি ইমাম সাহেব দাঁড়িয়ে গেল বা সালাম ফিরিয়ে দিল, এখন এই ব্যক্তি তাশাহহুদ শেষ করে দাঁড়াবে, নাকি আগেই দাঁড়িয়ে যাবে?
নিজের তাশহাদু শেষ করে দাড়াবে, ইমাম দাড়িয়ে গেলেও।
১৩. মাসবুক ব্যক্তি নিজের নামায শেষ করার জন্য কখন দাঁড়াবে?
ইমাম বাম দিকে সালাম ফিরানোর পরে।
১৪. নামাযের পর জানা গেল নামায মাকরুহে তাহরিমি হয়েছে কিন্তু ভুলে সাহু সিজদা করা হয়নি; এখন কী হুকুম? ওয়াক্তের ভেতরে বা বাহিরের কোনো পার্থক্য আছে?
ওয়াক্ত থাকলে দোহরাতে হবে।
১৫. জুমুআর দিন মসজিদে এসে দেখে খুতবা হচ্ছে, এখন সে দুখুলুল মসজিদ পড়বে নাকি খুতবা শুনবে? খুতবা শুনলে নামায পড়ার হুকুম সংবলিত হাদিসে জবাব কী হবে?
নামাজ না পড়ে খুতবা শুনবে। হাদিসের হুকুম খাস উনার জন্য ছিলো এবং ঐ সময় রাসুলুল্লাহ ﷺ খুতবা বন্ধ রেখে উনার নামাজ শেষ করার জন্য অপেক্ষা করছিলেন। পরবর্তিতে সাহাবা কিরামদের সময় উনারা নামাজ পড়া পছন্দ করতেন না।