ফতেহ২৪ এর আর্টিক্যলটা যতটুকু পারি পড়লাম। এর পর আমার ফিল্টার এপ্লাই। মন্দগুলো বাদ দেই, কেবল ভালোগুলো রাখি।
তাই শিক্ষনিয় -- "তৌহিদ ৪ প্রকার ..." এই লাইনটাই হানাফি-দেওবন্দি ধারা মতে ভুল। যদিও অন্য পক্ষের আকিদা শিক্ষার প্রথম লাইন সবসময় এটা।
আমি বলি কেউ ভাগ করতে চাইলে করুক না। কিন্তু এই ভাগের শিক্ষা যারা শিখে না তাদেরকে "বাতেল বা গোমরাহ" দাবি করলে তখন সমস্যা।
এর পর হাকিমিয়্যা, আলা বারা এগুলোর এ যুগের ব্যাখ্যার উৎস ইতিহাস নিয়ে অনেক আলোচনা।
এর মাঝে কোনটা কতটুকু ঠিক বা ভুল বের করতে যাওয়া আমার জন্য নিরর্থক। না আখিরাতে এগুলো কোনো কাজে লাগবে না দুনিয়াতে। কিন্তু কোনো দল যদি তাদের নিজস্ব রিসার্চের আকিদা চর্চা করতে চায় তবে তারা করুক না। সমস্যা কি?
পরে এরা যদি তলোয়ার নিয়ে আমাদের হত্যা করতে আসে কারন আমরা তাদের আকিদায় বিশ্বাসি না, তখন সমস্যা। কিন্তু এটা তারা তখনই করতে পারবে যখন আল্লাহ তায়ালা তাদের ক্ষমতা দেবেন। উনি ভবিষ্যতে আর তাদের দেবেন কিনা সেটা একটা বিশাল প্রশ্ন।
তাই আমার ব্যক্তিগত ভাবে এখানে কিছু দেখার নেই।
নিজের পথে চলি।
শেষে হামদ : আল্লাহ তায়ালা আমাকে বাচিয়ে দিয়েছেন যে গত ১০ বছরে এই সব আকিদা শিক্ষার ফাদে উনি আমাকে ফেলেন নি। যতটুকু শিখেছি তার জন্য তৌবা।