#আল্লাহর_বান্দা - ৫
হাসান বসরি মারা যাবার পর একজন তাকে স্বপ্নে দেখে জিজ্ঞাসা করেন "আল্লাহ তায়ালা আপনার সাথে কি ব্যবহার করেছেন?"
জবাব দিলেন : আল্লাহ আমাকে উনার সামনে দাড় করান। এর পর আমাকে জিজ্ঞাসা করেন :
"হে হাসান! সেই দুই দিনের কথা কি তোমার মনে পড়ে যখন তুমি মসজিদে নামাজে দাড়িয়েছিলে? মানুষ তোমাকে দেখছিলো! তাই তুমি আরো সুন্দর করে নামাজ পড়েছিলে?
যদি এখলাসের সাথে এর আগের কিছু আমল না থাকতো তবে আমার দরজা তোমার জন্য বন্ধ থাকতো।"
- মিনহাজুল আবেদিন।
- Comments:
-
- ^ এখানে বাহিরের আমলে প্রতিফলনের জন্য আল্লাহ ধরেছেন। অন্তরের জন্য না। এখানে কমপক্ষে। আর আমি এর বাইরে যতগুলো পড়েছি সেগুলোতে।