Post# 1598296400

25-Aug-2020 1:13 am


DBBL এর রকেট দেখলাম। কেশ আউট সবচেয়ে কম -- দশ হাজারে ৯০ টাকা। যেখানে বিকাশ ডাকাতি ২০০ টাকা আর নগদে ১৫০ এর মতো।

সমস্যা হলো রকেটে ডেবিট কার্ড দিয়ে চার্জ করা যায় না -- এখনো। ঘরের পাশে এটিএম আছে সেখানে গিয়ে টাকা লোড করে করতে হবে।

দেখি কালকে ইনশাল্লাহ কি বলে।

আর একাউন্ট খুলতেও কাগজ লাগে না। কেবল এপ ইন্সটল করে নিজের ভোটার কার্ডের ছবি আর নিজের চেহারার ছবি তুলে সাবমিট। বিছানায় শুয়ে শুয়ে করলে ৫ মিনিট।

বিকাশ - নগদ ফেলে দিচ্ছি। রকেট চালাবো ইনশাল্লাহ কিছু দিন। এর পর ফিডব্যক।

    Comments:
  • Good decision. Honest corporations keep mostly always honest. And you can identify them watching how much fee they keep hidden.
  • Let me see. Guess that's another app I have to install.
  • ^ no surprise there, i guess.

25-Aug-2020 1:13 am

Published
25-Aug-2020