#আল্লাহর_বান্দা - ১২
বালাম ইবনে বাউর।
মুসা আঃ এর সময় এক বুজুর্গ ছিলেন। আল্লাহ তায়ালা তাকে এমন ক্ষমতা দিয়েছিলেন যে আসমানে তাকালে সে আল্লাহর আরশ পর্যন্ত সব দেখতে পারতো।
১২ হাজার আলেম তার থেকে ইলম শিখতো।
সে পরবর্তিতে ঈমান হারিয়ে ফেলে। দুনিয়ার বুকে প্রথম ব্যক্তি হয় যে লিখে "এই সৃষ্টির কোনো স্রষ্টা নেই"। নাস্তিকতার বানী।
এই অবস্থায় তার মৃত্যু।
- মিনহাজুল আবেদিন।
- Comments:
-
-