Post# 1598170348

23-Aug-2020 2:12 pm


#আল্লাহর_বান্দা - ২২

আমর বিন আবদ কায়িস :

দিনে রাতে মিলে ১০০০ রাকাত নামাজ পড়তেন। এবং নামাজ শেষে নিজের বিছানায় গিয়ে বলতেন : হে নফস, সমস্ত খারাপের উৎস। খোদার কসম! আল্লাহর জন্য তোমাকে আমি চোখের পলকের জন্যও খুশি রাখবো না।

মৃত্যুর সময় উনি সারা দিন কান্না করছিলেন। মানুষ জিজ্ঞাসা করলো : কান্না কেন?

বললেন : আল্লাহ তায়ালার এই কথার জন্য

إنما يتقبل الله من المتقين

আল্লাহ কেবল যার তাকওয়া আছে তার থেকে কবুল করেন।

- মিনহাজুল আবেদিন।

    Comments:
  • - FAQ : "সারা দিনে ১০০০ রাকাত পড়ে কি ভাবে?"
    উত্তর : জানা নেই। এটা আমাকে বিভ্রান্ত করে না। তাই জানার চেষ্টা করি না।

  • ^ আপনার কমেন্ট করার আগে আমি জানি কি কমেন্ট করবেন। তাই খেয়াল করে দেখেন উপরে উত্তরটা আপনি পোষ্ট করার আগে লিখে দিয়েছি। টাইমটা দেখেন।

23-Aug-2020 2:12 pm

Published
23-Aug-2020