Post# 1596635177

5-Aug-2020 7:46 pm


মাঝে মাঝে মনে করি আমি গত ১০ বছর ধরে "তাদের" সাথে না থেকে যদি আমাদের তবলিগি ভাইদের সাথেই থাকতাম তবে কি আমার জন্য ভালো হতো?

এর পর বুঝি হতো না। একই পরিনতি।


তবলিগের গত দশকের ফিতনায় এই দল ঐ দলের মাঝে ঝগড়া-আক্রমনে সাইড নেয়াতে, কথা বলায় নিজে আরো বেশি ঘৃনিত হয়ে যেতাম। এক্সট্রিম এই দিক বা ঐ দিকে গিয়ে। তখন অর্ধেক মানুষ আমার ঘোর শত্রু, অর্ধেক আমার মিত্র। মানে একই পরিনতি।


আর কেমন যেন আমি যেখানে যাই সেখানে একটা ফিতনার কারন হয়ে দাড়াই। কিছু করার দরকার নেই। মাঝে মাঝে আগে থেকে বুঝতে পেরে মুখ শিলাই করে যাই, যেন বিন্দু মাত্র কথা না বের হয়। মাথা নিচু করে রাখি, যেন আমি প্রভাব ফেলছি এরকম কিছু না বুঝা যায়।

এর পরও দেখা যায় আমাকে কেন্দ্র করে দলে অস্থিরতা।

তবলিগের সাথে যদি থাকতাম গত ১০ বছর, তবে তাদেরকে এলিনিয়েট করে বসতাম এই সময়ে। এর পর নিজে নিজের জন্য আফসোস।

তাই তাদের থেকে দুরত্ব রাখাটা সেই সেন্সে ঠিক ছিলো। শত্রুতা হয় নি। আল্লাহর রহমতে।


কিছু মানুষকে কখনো চিনি না। তার পরও দেখলে খুব আপন মনে হয়।
কিছু মানুষ সামনে আসলেই শত্রু মনে হয়, যদিও তার সাথে কথা হয় নি।

কেন?
আলী রাঃ কে একজন এই প্রশ্ন করেছিলেন। কিন্তু সেটা উল্লেখ করলাম না। ব্যসিক্যলি কেউ কাউকে আদতেই পছন্দ করে, অন্যজনকে করে না। কারনটা এখানে বড় না।


জীবনের শেষ প্রান্তে।
আল্লাহ তায়ালা কি আমাকে পছন্দ করে?

5-Aug-2020 7:46 pm

Published
5-Aug-2020