Post# 1596472183

3-Aug-2020 10:29 pm



মৃত্যুর পরে আল্লাহর সাথে সাক্ষাতের বহু বর্ননা পড়লাম। কিন্তু এই ক্ষমা তার জন্য যে তৌবা করে মারা গিয়েছে। আল্লাহকে তারা নিজেদের কল্পনার থেকে বেশি ক্ষমাশিল পেয়েছে।

যেই গুনাহর জন্য যারা তৌবা করে নি, তারা সেই গুনাহর জন্য শাস্তির মুখাপেক্ষি হয়েছে।

তাই বিশাল গুনাহগারদের আল্লাহ তায়ালা মাফ করে দিয়েছেন, সে "কালবান সেলিম" মানে আত্মসমর্পন করে মাথা নিচু করে আল্লাহর সামনে হাজির হয়েছে বলে।

গাফেলদের ব্যপারে এই ওয়াদা নেই।

তাই নিজের ব্যপারে মনোযোগি হই। অন্যের পরিনতি কি হতে পারে সে ব্যপারে না।


বর্ননা। আল্লাহর এক বান্দা কাদছে। একসময় দেখেন তার চোখের পানির সাথে কিছু লাল রক্ত চলে এসেছে। উনি বললেন : হে আল্লাহ! আমি আপনার কাছে মুনাফেকের কান্না থেকে ক্ষমা চাই।

বলেন নি : আপনার কি করুনা হয় না? মাফ করে দিয়েছেন নিশ্চই?


শেষ যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবে। তার পাপও নিশ্চই দুনিযার বাকি সকল মুসলিমদের থেকে সবচেয়ে বেশি ছিলো।

তার উপর আল্লাহর করুনার সেই বর্ননাগুলো চিন্তা করি। তার সাথে আল্লাহর কথা। তার উপর উনার রহম।

মনে রাখি : তার থেকে বেশি পাপি ইতিহাসে আর কেউ না। লাইনে সে সবচেয়ে পেছনের জন।

3-Aug-2020 10:29 pm

Published
3-Aug-2020