Post# 1598174053

23-Aug-2020 3:14 pm


বর্তমান যুগের এক আল্লাহর বান্দা। এই বান্দা আমি নিজে না, বলে দিচ্ছি ক্লিয়ার করে।

উনি দোয়া করেছিলেন ইমাম মাহদিকে স্বপ্নে দেখার জন্য। আল্লাহ তায়ালা উনাকে দেখান।

উনি বলেন : উনার চেহারা আরবদের মতো ফর্সা। শক্তিশালি শরির। দুই হাত স্বাভাবিকের থেকে বেশি লম্বা নিচে উরুর কাছে ঝুলে থাকার মতো, আমাদের মতো কোমড়ের কাছে না। এবং দেখেছেন তোতলিয়ে উনি উরুতে হাত মারতে।

উনি রাসুলুল্লাহ ﷺ কেও দেখেছেন। উনার চেহারাও আরবদের মতো এবং শক্তিশালি।

বললাম কেন?

কেউ আরমান ভাইয়ের কথা আর তার চেহারার ক্লোজ আপ ছবির প্রচার যেখানে অনুসারিরা বলে - "মিলিয়ে দেখেন চেহারা রাসুলুল্লাহ ﷺ মতো আর মাহদির চেহারাও হবে রাসুলুল্লাহ ﷺ এর মতো" শুনে সে প্রচারে বিভ্রান্ত হবেন না।

ধারের কাছেও না। নিজের অন্তরকে হিফাজত করি।

জাজাকাল্লাহ।

    Comments:
  • ^ প্রায় সকল মাহদিই দাওয়াতি কাজই সারা জীবন শেষ করে। মক্কা দখল করে না। বা বিন্দু মাত্র অস্ত্র ধারন করে না। মৃত্যুর পরে অনুসারিরা বলে "উনিই মাহদি ছিলেন এর পরও, এই বর্তমান সিসটেমটাই ছিলো দাজ্জাল। উনি এর বিরুদ্ধে যুদ্ধ করেছেন।"
  • ^ আগের মতো জানার এখন আর আগ্রহ বোধ করি না।
    দুই পক্ষকে খুশি রাখার চেষ্টা করছি না যেহতু।
    আমার দিকে ঠিক থাকলেই ঠিক।

23-Aug-2020 3:14 pm

Published
23-Aug-2020